আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি এই করোনার সময় আপনারা সবাই বাড়িতে আছেন , নিরাপদে আছেন ভালো আছেন এবং যারা অসুস্থ তাদের জন্য রইল শুভকামনা। এই লকডাউন এর মধ্যখানে অনেক দিন বাড়ি থেকে বের হওয়া হয়না। আজকে দেখছি পরিস্থিতি টা ভালো আছে। তাই বিকেলের দিকে প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন পুকুর দেখতে আজ বের হয়েই গেলাম।
প্রথমত আমি বিকেলের নাস্তা সেরে নিলাম তারপরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার গিয়ে দেখি শুধু পুকুর আর মাছের জলাকার চারিদিক সবুজে ঘেরা দেখে আমার যেন প্রাণটা পুরো জুড়িয়ে গেল।
ছোট এই অভিজ্ঞতা থেকে জানতে পারলাম। এই জল আকার বা পুকুর গুলোতে অনেক প্রজাতির মাছ হয়ে থাকে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য:
পাঙ্গাস মাছ, রুই কাতল মাছ, সিলভার কাপ, তেলাপিয়া, এছাড়াও নানা পুকুরে মাছের রেনু দিয়ে বাচ্চা ফোটানো হয়।
ছোটবেলা থেকেই আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব পছন্দ করি। এটি আমাকে সব সময় মনের দিক থেকে অনেক অনুপ্রেরণা এবং খুশি দিয়েছে। আমার মনে আছে আমাদের কিছু ধানক্ষেত ছিল সেখানে আমার বাবা কৃষি কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতো এবং আমি ছোট থাকাই আমার বাবা আমাকে ধান ক্ষেতে নিয়ে যেতে চাইতেন না যদি কোন দূর্ঘটনা ঘটে এই ভয়ে। কিন্তু আমি আমার বাবার সাথে যাব এমন জেদ ধরে বসে থাকতাম। অবশেষে আমার বাবা আমাকে নিয়ে যেতেন। জেদ ধরার একটাই কারণ ছিল এই প্রকৃতির উপরে আমার একটা প্রেম ছোটবেলা থেকেই কাজ করে।
আসার পথে বন্ধুদের বয়লার মুরগির ফার্ম দেখে বাড়িতে ফিরলাম। আজকের ভ্রমণটা খুবই মনমুগ্ধকর ছিল। আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে।