আমার বাংলা ব্লগ || আলো চাউলের ক্ষীর তৈরি করে ছোট বাচ্চাদের পরিবেশন

in hive-129948 •  3 years ago 

IMG_20210829_170013.jpg

প্রিয় স্টিমিট বাঁশিগন সবাই কেমন আছেন ?

• আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা @rme ভাইয়া সহ #amarbangla-blog সকল সুদক্ষ মডারেটরদের। আলো চালের ক্ষীর বা পায়েস এমন মিষ্টান্ন খাবার আমরা হরহামেশাই খেয়ে থাকে। আজকে আলো চালের ক্ষীর খেতে অনেক ইচ্ছা করছিল তাই পাড়াতো অনেক ছোট ছেলে মেয়ে নিয়ে শুরু করেদিলাম আলো চালের ক্ষীর। তো চলুন বন্ধুরা দেখে আসা যাক কিভাবে তৈরি করলাম আলো চালের ক্ষীর রেসিপি।

  • রেসিপিটি তৈরি করতে প্রয়োজনীয় সরঞ্জাম

১ আলো চাউল
২ চিনি
৩ তেজপাতা
৪ নারিকেল ঝুড়ি
৫ পরিমাণ মত লবণ
৭ লবঙ্গ এলাচ
৮ বাকলা বা মসলা ইত্যাদি সরঞ্জামগুলো হলেই তৈরি করা যাবে আলো চালের ক্ষীর।

চলুন এবার রান্না শুরু করা যাক

প্রথম ধাপ

IMG_20210829_141547.jpg

IMG_20210829_154408.jpg

IMG_20210829_154521.jpg

• প্রথমে আপনার একটি পাকা নারিকেল প্রয়োজন হবে। এবার পাকা নারিকেল এর খোসা গুলো ভালো করে ছাড়িয়ে নিবেন তারপরে পরিষ্কার করে নারকেলের মাছ বরাবর ফাটিয়ে ফেলবেন ফলে নারিকেল টি দুই ভাগ হয়ে যাবে ।

দ্বিতীয় ধাপ

IMG_20210829_154732.jpg

IMG_20210829_160209.jpg

IMG_20210829_160152.jpg

• এবার একটা কুন্নি এর সাহায্যে নারিকেল গুলো ভালো করে ঝুরি করে নিবেন।

তৃতীয় ধাপ

IMG_20210829_155234.jpg

• এবার আলো চাউল ভালো করে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিবেন।

চতুর্থ ধাপ

IMG_20210829_155329.jpg

• এবার একটি হাড়িতে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিবেন।

পঞ্চম ধাপ

IMG_20210829_161519.jpg

• এবার গরম পানির মধ্যে মশলাপাতি এবং আলো চাউল পরিমাণমতো লবণ এবং চিনি দিয়ে ১৫ মিনিট রেখে দিবেন।

IMG_20210829_163912.jpg

IMG_20210829_165815.jpg

• এবার তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু আলো চালের ক্ষীর।

  • ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এই পোস্টটি পড়ার জন্য

বাংলায় পোস্ট করে আমি গর্বিত

অনুবাদে
@emonv

Cc:
@rme
@amarbangla-blog
@hafizullah

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একা না খেয়ে সবাইকে নিয়ে খাওয়া উচিত। তাহলে খাবারের মধ্যে বরকত আসে।সুন্দর কাজের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া, আপনার উক্তিটা ভালো লেগেছে

দারুন

এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন। এগুলিকে স্পামিং বলা হয়। এটা স্টিমিট প্লাটফর্মে একটা অপরাধ। আপনি কমিউনিটি গাইডলাইন ভালোমতো পড়ুন। নিয়ম কারণ গুলি জানুন। তারপর কাজ শুরু করুন। আপনার জন্য শুভকামনা।

গ্রামের দিকে এই খাবারটা আগে প্রচলিত ছিলো। এখন আর খুব একটা দেখা যায়না। শহরের মানুষ তো এগুলো ভালোমতো চেনেও না। আমি নারকেল দিয়ে খির কখনো খাইনি। খেতে মনে হয় মজাই হবে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, রেসিপি টা খুবই সহজ ট্রাই করতে পারেন।

নারকেল দিয়ে এরকম ক্ষীর আমার কাছে বেশ ভালো লাগে।আমার মা মাঝে মাঝেই নারকেল দিয়ে ক্ষীর তৈরি করেন. শিশুদের সাথে আপনি গভীর ভাবে ক্ষীর পরিবেশ করেছেন বাচ্চাদের এক্সপ্রেশন দারুন ছিল।

ধন্যবাদ ভাইয়া, পরিবেশনা তেমন একটা ভাল হয় নি তবুও চেষ্টা করেছি

অনেক ভাল ছিল। কারণ আপনি নিজে রান্না করে ,বাচ্চাদের খাইয়েছেন এটা আমার ভীষণ ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।