আলহামদুলিল্লাহ, ইয়ান এখন অনেকটাই সুস্থ।

in hive-129948 •  5 days ago 
আলহামদুলিল্লাহ, ইয়ান এখন অনেকটাই সুস্থ

IMG20240504123211.jpg

আমার বাচ্চারা অসুস্থ হলে আমি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরি। এটা আজকে থেকে না, যখন থেকে বাবা হয়েছি ঠিক সেদিন থেকেই আমার দুশ্চিন্তার শুরু। আমি নিজেও মাঝে মাঝে অসুস্থ হয়ে পরি কিন্তু ব্যাপারটা আমি ভীষণ স্বাভাবিকভাবেই নেয়ার চেষ্টা করি কিন্তু ওদের অসুখ বিসুখ আমি সহজভাবে নিতে পারিনা।

গত দু'দিন ধরে ইয়ান ভীষণ অসুস্থ হলো। আমি যদিও আপনাদের একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম। যাইহোক তার এবারের অসুস্থ আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। কারণ তার একসাথে জ্বর, বমি এবং ডাইরিয়া ছিল। সবমিলিয়ে খুব খারাপ অবস্থা। আরো একটা ব্যাপার হলো সে মুখে কোন খাবার খাচ্ছিল না।

দুই দুবার চিকিৎসকের কাছে গেলেও একই কথা, সেরে উঠতে সময় লাগবে, তার ফুড পয়জনিং হয়েছে। যাইহোক দুই রাত দিন অনবরত তার বোমি আর পায়খানা হচ্ছিল, সে কোন খাবার মুখেই তুলছে না। আর প্রতিনিয়ত দুর্বল হতে থাকে। আমি প্রচন্ড চিন্তায় পড়ে গেলাম। গতকাল সারারাত তাকে নিয়ে বসে ছিলাম, যাইহোক সকাল থেকেই ভিন্ন কিছু চিন্তা করছিলাম। সকাল সকাল ডাব কিনলাম এবং তাকে খাওয়াতে চেষ্টা করলাম, তবে ইয়ান খাবার না খেলেও সেলাইন খাচ্ছিল। যাইহোক দুপুরের দিকে আবারো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারা সবকিছু পরীক্ষা করে ভর্তি করানোর জন্য পরামর্শ দিলেন।

চিন্তা করলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করবো। তবে উপর ওয়ালার ইচ্ছায় ইয়ানের শরীর একটু একটু করে ভালো হতে থাকে এবং দুপুরে সামান্য খাবার খায়। এরপর ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। যাইহোক এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, সবাই দোয়া করবেন।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post was upvoted by @supportive.

Screenshot_2025-03-02-02-03-23-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-02-02-01-06-31_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

বাচ্চার অসুস্থতায় বাবা দুশ্চিন্তা করবে এটাই স্বাভাবিক। তবে আপনি সব সময় বাচ্চাদেরকে আলাদা কেয়ারিং করেন এ বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ইয়ান এখন অনেকটাই সুস্থ দেখে আমার কাছেও ভীষণ ভালো লাগছে। নিয়মিত ওষুধ খেলে আমি মনে করি ইয়ান সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মন থেকে আপনার পরিবারের জন্য দোয়া করছি। সকলের জন্য শুভকামনা রইল।

এখন বাচ্চাদের জ্বর বমি এবং ডায়রিয়া হচ্ছে। শুনে অনেক ভালো লাগলো আপনার ছেলে সুস্থ হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া।

খুবই ভালো লাগলো ভাইয়া জেনে যে বাবু এখন কিছুটা সুস্থ। ডাক্তার ঠিক বলেছেন ফুড পয়জনিং হলে সারতে বেশ সময় লাগে।আমিও এর কষ্ট টা জানি।বাবুর বারতি যত্ন করতে হবে।খিটখিটে মেজাজ হবে খুব ভালোবাসা দিতে হবে।সৃষ্টিকর্তা পুরাপুরি ভাবে বাবুকে সুস্থ করুক সেই প্রার্থনা করি।বাচ্চাদের অসুস্থতা সহ্য করার মতো নয়।

আগের থেকে ইয়ান বাবু সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। সন্তানের অসুস্থতা বাবা মায়ের কাছে অনেক বেশি খারাপ লাগে। যা কখনো বোঝানো যাবে না। আপনার মনের পরিস্থিতি বুঝতে পারছি। ইয়ানের খেয়াল রাখুন আশাকরি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া রইল ❣️

একজন বাবা-মায়ের জন্য সন্তানের অসুস্থতা কতটা কষ্টের, তা শুধু ভুক্তভোগীই বুঝতে পারে। ইয়ানের অসুস্থতার সময় আপনার দুশ্চিন্তা ও নির্ঘুম রাতের বর্ণনা পড়ে সত্যিই মনটা ভারী হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সে এখন অনেকটা ভালো হয়েছে এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। আপনার চেষ্টা, যত্ন আর ভালোবাসাই তাকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, আল্লাহ তায়ালা ইয়ানকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। অনেক দোয়া ও শুভকামনা রইল।

ইয়ান এখন সুস্থ অনেকটা জেনে খুশী হলাম।সন্তান অসুস্থ হলে মা-বাবা কোন কিছুতে আসলে স্বস্তি পায়না।স্যালাইন তাকে সবল করেছে।ডাব ও ভালো কাজ করে এ অবস্থায়। হাসপাতালে ভর্তি হওয়া লাগেনি এটা খুব ভালো খবর।দোয়া করি সুস্থ হয়ে উঠবে।গরম পরতে শুরু করেছে খাবার -দাবারে সচেতনতা অবলম্বন করতে হবে।