বছরের ৩৬৫ দিন ভালোবাসা দিবস |
---|
শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকের দিনটির বিষয়ে মোটামুটি পুরো পৃথিবীর সবাই জানে, এমনকি ক্লাস টু তে পড়া একটা বাচ্চাও জানে আজ ভালোবাসা দিবস। বিশাল আয়োজন আর ঢাক ঢোল পিটিয়ে দিবসটি সবাই পালন করছে। আবার পাশ্চাত্য সংস্কৃতি আর আধুনিকতার মোড়কে আমাদের তরুণ প্রজন্ম অনেকটাই গা ভাসিয়ে দিয়ে উপভোগ করছে। তাছাড়াও বলতে খারাপ লাগে অশ্লীলতাও ছড়িয়ে পড়েছে ভয়াবহ আকারে, যা তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের অন্যতম কারন হিসেবে দেখা যাচ্ছে। তবে আমি বলবো না সবাই খারাপ হয়ে যাচ্ছে, এমন অনেক বাচ্চারাই এই আধুনিকতার মাঝেও মানুষ হয়ে উঠেছে। তবে পরিবারের অনেক বড় ভূমিকা পালন করতে হবে, তাদের অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত রাখার।
এবার আসি ভিন্ন প্রসঙ্গে, দেখুন ভালোবাসা হলো এমন একটি ব্যাপার যার ভেতর চাওয়া পাওয়ার থেকে অনুভব করাটা অনেক বড় বিষয়। একটি সন্তান যখন জন্ম নেয় পিতা-মাতা কি গভীর মমতায় তাকে আগলে নেয়, এ এক অকৃত্রিম গভীর ভালোবাসা। মা খাওয়া নাওয়া সব ভুলে একমাত্র সেই শিশুটিকে কোলে পিঠে করে মানুষ করে, আবার বাবা ঘাম আর রক্তের বিনিময়ে খাবার তুলে দেয় সেই শিশুটির মুখে এটা হলো ভালোবাসা। দুই ভাই-বোন সারাক্ষণ মারামারি, মিষ্টি খুনসুটি আবার চোখের আড়াল হলে কান্না জুড়ে দেয়া এটাও ভালোবাসা। এমনকি বাসার ছোট্ট মিনি বেড়ালটার জন্য ছোট্ট বাবুর না খেয়ে বায়না ধরা, এটাও অকৃত্রিম ভালোবাসা। তাছাড়াও রয়েছে দেশকে ভালোবেসে দেশমুক্তির জন্য অকাতরে প্রাণ দেয়ার মতো আত্মত্যাগ।
যদি একটু রোমান্টিকতায় যাই তাহলে, যৌবনে হঠাৎ একটি মানুষকে দেখে ভালোলাগা, ধীরে ধীরে বন্ধু হওয়া এরপর তার প্রতি গভীর মমতা তৈরি হয়ে ভালোবাসার শুরু। আর একটু গভীরতায় গিয়ে তাকে এক পলকের জন্য চোখে হারানো এবং হৃদয়ের গভীরে তার হাসি গেঁথে যাওয়া। সবশেষে প্রতিটা সেকেন্ড তাকে অনুভব করা এবং মনের মাঝে লালন করা এটাই গভীরতম ভালোবাসার উদাহরণ হিসেবে বলতে পারি। উপরের যে কথাগুলো বললাম হয়তো স্পষ্ট বুঝতে পারছেন ভেতর থেকে অনুভব করা হলো সত্যিকারের ভালবাসা। তবে এটা নিছক শুধুমাত্র একটি দিনের লোক দেখানো ভালোবাসা নয়, এটা যুগ যুগ ধরে চলে আসা মানুষের মনের থেকে মনের মাঝে বিচরণ করা এক অকৃত্রিম ভালোবাসা।
তাই আসুন সত্যিকারের ভালবাসা হৃদয় দিয়ে অনুভব করি, যেখানে থাকবেনা কোন অশ্লীলতা বা লোক দেখানো নাটকীয়তা। ভালোবাসা সদা বহমান হৃদয় থেকে হৃদয়ে, অতীত থেকে বর্তমানে, যুগ থেকে যুগান্তরে হৃদয়ের ছোট্ট মনিকোঠায়। বছরের ৩৬৫ দিন হয়ে উঠুক ভালোবাসা দিবস।
ভালোবাসা সদা বহমান হৃদয় থেকে হৃদয়ে
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
প্রথমেই ভাই আপনার ক্যাপশন এর প্রশংসা করতে হয়। ক্যাপশনটির মাধ্যমে বিস্তারিত অনেক কথা, ছোট্ট একটা লাইনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন বলে মনে হল। অপসংস্কৃতির প্রভাব থেকে বাচ্চাদের রক্ষা করার দায়িত্ব পরিবারকেই নিতে হবে। তরুণ প্রজন্মকে যে কোন উপায়ে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে। ভালোবাসার নামে অশ্লীলতাকে আপন করে নেওয়ার এই বিষয় থেকে বিরত থাকার শিক্ষা দিতে হবে। সত্যিকারের ভালোবাসা কি সেটা তাদের বোঝাতে হবে। আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই ভেতর থেকে অনুভব করা হলো সত্যিকারের ভালবাসা। আমাদের এবিবি ফান -এ ভালোবাসা কি? এরকম একটা প্রশ্ন করা হয়েছিল , তার উত্তরে আমি এই কথাই লিখেছিলাম। আপনার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার অনেকটা মিল পাওয়া গেল এই দিক দিয়ে। ৩৬৫ দিনই সত্যিকারের ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন এই আশাই ব্যক্ত করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
আপনার চিন্তা চেতনার সাথে আমার অনেক মিল রয়েছে। যেভাবেই হোক এই অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/emranhasan1989/status/1625491450728452096?t=FeA_V9u7UKBnoweb6yYLBQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন পড়ে ভাল লাগলো। আসলে ভালোবাসার কোন নির্দিষ্ট দিন নেই।বছরের প্রতিটা দিনই হচ্ছে ভালোবাসার দিন।আমাদের ভালবাসাকে অনুভূতি দিয়ে বুঝতে হবে। শুধু শুধু দিন দিন বলে লাফালাফি করে লাভ নাই।
দারুন লিখেছেন।খুব ভাল থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ভালোবাসার কোন নির্দিষ্ট দিন নেই।
আমার কাছে ৩৬৫ দিন ভালোবাসা দিবস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা চাওয়া পাওয়া থেকে অনুভবটা বড় হওয়া উচিত। সত্যি ভাইয়া ভালোবাসার কোন দিন হতে পারে,ভালোবাসা সব সময় ভালোবাসা। ভালোবাসা কিন্তু অনেক প্রকার, একেক জনের ভালোবাসা একেক রকমের। আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসা দিবস নিয়ে সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আমার লিখাটি পড়ার জন্য। চেষ্টা করেছি নিজের ভেতরে জমানো কথাগুলো গুছিয়ে লিখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া আসলে শুধু যে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুধু তা না জীবনের প্রতিটি দিন বা বছরের ৩৬৫ দিনে হচ্ছে ভালোবাসা দিবস।আসলে ইদানিং এই ভালোবাসা দিবস এত অশ্লীনতায় চেয়ে চলে গেছে বলার মত না।একজন মা কিংবা বাবার অবদান কিন্তু সন্তানের পিছনে কম না অনেক কষ্ট করে মানুষ করেন এটাও বড় ধরনের ভালোবাসা।অনেক মূল্যবান কথা লিখেছেন আজকের পোস্টে পড়ে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। চেষ্টা করেছি গুছিয়ে লিখার।
আমার কাছে ভালোবাসা অনেক বড় জিনিস, যা শুধুমাত্র একদিন এভাবে পালন করলে হবেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার টাইটেল টা চমৎকার ছিল।আসলেই ৩৬৫ দিনই ভালোবাসা দিবস।একদিন এই দিবস পালন করে লাভ নেই।দারুন লেখনি পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আমার লিখাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য।
দোয়া রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন ভেতর থেকে অনুভব করা হলো সত্যিকারের ভালবাসা। আপনার কথা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। সব সময়ই চমৎকার চমৎকার ট্রফিক নিয়ে আলোচনা করেন। আপনার রাইটিং পোস্ট আমার কাছে ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাই। ভালবাসা দিবস শুধু একদিনে নয় ভালোবাসা দিবস প্রতিটা দিন যদি সুন্দর আচরণ করা যায় সকলের সাথে সেটাই ভালোবাসা। তবে আপনার আজকের এই পোস্ট আমার ভালো লেগেছে । আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনার এত সুন্দর সজাগ এবং সচেতন দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit