যেখানে বাবা মায়ের বসবাস |
---|
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
আমি মায়া নীড়ে এসেছি, যেখানে বাবা মা বসবাস করেন। এটা ময়মনসিংহ শহরের একদমই কেন্দ্র বিন্দুতে চৌদ্দ তলা বিশিষ্ট দালানে অবস্থিত। আমার বাবার কষ্টার্জিত অর্থ দিয়ে এই ফ্লাটটি কেনা হয়েছে মাত্র দুমাস আগে। বাসাটির নাম দেয়া হয়েছে মায়া নীড়।
মায়া অর্থ মমতা। এখানে মায়া বলতে বোঝানো হয়েছে মা। আমার বাবা আমার দাদুকে মায়া বলে ডাকতেন। সত্যিই আমার দাদু মায়ার বাঁধনে বেঁধে রাখতেন আমাদের। সেই মানুষটিকে স্মরণ করে আমাদের বাসার নামকরণ করা হয়েছে মায়া নীড়।
মায়া নীড়ের দরজার সামনের অংশ এবং ভেতরে ইন্টোরিয়ার ডিজাইন করেছেন আমার ছোট ভাইয়ের স্ত্রী। অত্যন্ত নিপুণ দক্ষতা এবং সৌন্দর্যের আদলে তৈরি করা হয়েছে আমাদের বাসার আভ্যন্তরীণ পরিবেশ।
আসলে আমার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল শহরের ভেতরে এরকম সুন্দর একটি বাসা তৈরি করা। সেই লক্ষ্যে আমার বাবা গত বছর খানেক আগে একটি জমি ক্রয় করেন। কিন্তু ছোট ভাই জাহাজে চাকরি করায় এবং আমি নিজেও চাকরির সুবাদে বাইরে অবস্থান করাতে তিনি কোন মতেই নিজে নিজে সেই জমিতে বাড়ি করতে পারছিলেন না। এরমধ্যে বাবা ব্রেইন স্ট্রোক করেন, তা মোটামুটি আপনারা সবাই জানেন কারন আমি পোস্ট করেছিলাম কয়েকটি। যাইহোক এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ফ্লাট কেনার। অবশেষে গত দুমাস আগে এই ফ্লাট কেনা হয়েছে।
আলহামদুলিল্লাহ বাবা মা এখানে ভালো আছেন এই বাসায়। এখানে অত্যাধুনিক সমস্ত সুবিধা রয়েছে তাদের জন্য। যাইহোক আমি কদিনের ছুটি পেয়েছি, তাই ছুটে এসেছি মায়া নীড়ে। সত্যিই ভীষণ ভালো লাগছে বাবা মায়ের কাছে এসে।
আগামীকাল যাবো গ্রামের বাড়ি এবং নানার বাড়ি ভ্রমনে। আশাকরি খুব তাড়াতাড়ি সেই অনুভূতি শেয়ার করবো।
আপাতত কদিন প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই।।।।।।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1870522234093412792?t=kGy3ZX0SK0joju_2O8-Tdg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর এবং তাৎপর্য পূর্ণ বাসার নাম। এছাড়াও ভীষণ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে যা নামের সাথে ভীষণ ভাবে যাচ্ছে। ভীষণ ভালো লাগলো দেখে এবং আংকেল আন্টি যে সে বাসায় খুব ভালো আছে সেটা জেনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
দোয়া করবেন আমার পিতা-মাতার জন্য।
কাল দাদার বাড়িতে যাবো, আশাকরি অনুভূতিগুলো লিখে হয়তো প্রকাশ করতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির নাম শুনে ভীষণ ভালো লাগলো। নামটি আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম সুন্দর জায়গার এরকম একটা সুন্দর নাম প্রাপ্য ছিলো।আপনার বাবার কষ্টের অর্থ দিয়ে তৈরি করা বাড়িতে ভীষণ সুন্দর। ছুটি পেয়ে বাবা মার কাছে ঘুরতে গিয়েছেন। আপনার বাবা-মা মায়া নীড়ে ভালো আছে জেনে ভালো লাগলো। ভালো লাগার জন্য তৈরি করা হয়েছে এই মায়া নীড়।অদ্ভুত সুন্দর ভালো একটি নাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
দোয়া করবেন আমাদের জন্য।
আপনিও ভালো থাকুন এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়া নীড় নামটি অনেক সুন্দর। প্রতিটি ছেলে মেয়ে বাবা মায়ের কাছে গেলে স্বর্গীয় সুখ খুঁজে পায়। আশাকরি আপনি আপনার ছুটি এবার ভালো কাটবে। আপনার পুরো পরিবারের জন্য দোয়া এবং শুভ কামনা রইল। পরবর্তি পোষ্ট এর অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই তাই লিমন বাবা মায়ের এখানে এলে ভীষণ ভালো লাগে। বাসাটির নামকরণ বাবা করছেন। আর সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো এখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দীর্ঘদিন পর মা বাবার কাছে এসেছেন জেনে খুবই ভালো লাগলো। মায়া নীড় নাম শুনে ভালো লাগছে, মা-বাবার ভালোবাসার নামে নামকরণ করেছেন। বাবা-মায়ের উপার্জনের টাকায় ফ্লাট কিনেছেন সেতো সৌভাগ্যের ব্যাপার। আগামীকাল আপনি গ্রামের বাড়ি এবং নানার বাড়ি ভ্রমনে করবেন সে মুহূর্ত দেখার অপেক্ষায় রইলাম ভাই। আপনার ভ্রমণ নিরাপদ হোক এই দোয়াই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ানীড় চমৎকার সুন্দর ভালোআাসার নীড় তা জানতে পারলাম।দারুণ হয়েছে আপনার বাবার সপ্নের মায়া নীড়। জেনে খুবই ভালো।লাগলো আপনার বাবার ইচ্ছে ছিলো সুন্দর পরিপাটি একটি বাড়ির আর তিনি অসুস্থ জন্য ফ্লাট কিনেছেন এবং তার মনের আশা পূরণ করেছেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের বাবা মায়ের কাছে ফিরে যাওয়া এর মধ্যে একটা অসাধারণ অনূভুতি একটা ভালো লাগা রয়েছে। সত্যি বেশ অসাধারণ লাগল আপনার পোস্ট টা পড়ে ভাই। বাবা মায়ের কাছেই যেন পৃথিবীর সকল শান্তি জমা রয়েছে। বাড়ির মধ্যে ইন্টোরিয়র টা বেশ সুন্দর কিন্তু।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর হয়েছে নামটি। আর বাড়ির নাম হতে হয় এমনই। যা দেখলেই মনের মধ্যে সুন্দর একটা অনুভুতি কাজ করে। সেই সাথে ইন্টেরিয়রও বেশ সুন্দর আছে। এখন কিছুটা দিন আংকেল আন্টির সাথে বেশ ভালই সময় কাটবে আপনাদের মায়া নীড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit