রঙিন কাগজের বিড়াল তৈরি।

in hive-129948 •  2 years ago 

🌟সৃজনশীলতাই শক্তি 🌟

রঙিন কাগজের বিড়াল তৈরি

IMG20230526173426-01.jpeg

IMG20230526174048-01.jpeg

শুভ রাত্রি আমার বাংলা ব্লক পরিবার সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে আমি আবারো চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি বিড়াল তৈরি করে দেখাবো। রঙিন কাগজের সাথে বন্ধুত্ব আসলে অনেক দিনের। আমি যখন বিড়ালটি তৈরি করছিলাম তখন সত্যিই ভীষণ ভালো লাগছিল, আর শেষ করার পরে ভীষণ চমৎকার দেখাচ্ছিল বিড়ালটি।
চলুন দেখে নেয়া যায় কিভাবে তৈরি করলাম এই চমৎকার বিড়ালটি।

প্রয়োজনীয় উপকরণ

IMG20230526163147.jpg

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • স্কেল
  • রাবার
  • কম্পাস
  • আঠা
  • ফ্লুইড
তৈরি প্রক্রিয়া

IMG20230526163809.jpg

IMG20230526163936.jpgIMG20230526164047.jpg

প্রথমেই একটি হলুদ রঙের কাগজ ২0 সেঃমিঃ ✖️ ২০ সেঃমিঃ মাপের করে কেটে নিলাম কেটে নিলাম। এরপর কোনাকুনিভাবে দুই দিক থেকে ভাঁজ দিলাম। এরপর দুই পাশ থেকে কোনাকুনি ভাবে মাঝ বরাবর ভাঁজ দিলাম।

তৈরি চলছে

IMG20230526164200.jpg

IMG20230526164256.jpgIMG20230526164453.jpg

এই ধাপে মাঝ বরাবর ভাজ দিয়ে দিলাম। এরপর নিচ থেকে উপর দিকে ভাজ করে নিলাম। আবারো উপর থেকে নিচে ভাঁজ করে নিলাম।

তৈরি চলছে

IMG20230526164659.jpg

IMG20230526164729.jpgIMG20230526165220.jpg

এই ধাপে ভাজ করা অংশ আবারো ভাজ করে নিয়ে লেজ তৈরি করে নিলাম।

তৈরি চলছে

IMG20230526165532.jpg

IMG20230526165646.jpgIMG20230526165804.jpg

এবার মুখের দিকটা তৈরি করবো, তাই মাঝ বরাবর কোনাকুনি ভাঁজ করে নিলাম।

তৈরি চলছে
IMG20230526165928.jpgIMG20230526165946.jpgIMG20230526170023.jpg
IMG20230526170108.jpgIMG20230526170219.jpg

এই ধাপে মাঝ বরাবর ধাপ খুলে উপর থেকে নিচে ভাঁজ দিলাম। এরপর আবারো কোনা থেকে নিচে উভয় পাশে ভাঁজ করে নিলাম।

তৈরি চলছে

IMG20230526170312.jpg

IMG20230526170356.jpgIMG20230526170702.jpg

এবার নিচ থেকে উপরের দিকে ভাজ করে কানগুলো তৈরি করে নিলাম।

তৈরি চলছে

IMG20230526171522.jpg

IMG20230526172654.jpg

এবার চোখ, নাক এবং মুখ এঁকে নিলাম।

তৈরি চলছে

IMG20230526173001.jpg

IMG20230526173109.jpg

এবার উপরের অংশ এবং নিচের অংশ একসাথে লাগিয়ে নিলাম। আমাদের বিড়াল তৈরি হয়ে গেছে।

পরিবেশন করলাম

IMG20230526174048-01.jpeg

IMG20230526173426-01.jpeg

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

Black and White Modern Company Presentation (1).gif

ছবির বিবরণ
বিষয়বস্তুরঙিন কাগজের বিড়াল তৈরি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজের বিড়াল তৈরি দেখতে কিউট লাগতেছে। বিশেষ করে হলুদ রঙের কাগজ দিয়ে তৈরি করার কারনে চমৎকার ফুটে উঠেছে। অনেক দিন পরে আপনার ডাই প্রজেক্ট দেখলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ লিমন আমার কাজটির প্রশংসা করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

  ·  2 years ago (edited)

আমারো রঙিন কাগজ দিয়ে সম্পর্ক অনেক দিনের। কেন কিছু তৈরি করতে বেশ ভালোও লাগে।যদিও সময় এর অভাবে এগুলো তৈরি করা হয়না অনেকদিন। আপনার তৈরিকৃত কাজটিও জাস্ট অসাধারণ।

অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে।
আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রঙির কাগজ দিয়ে তৈরি বিড়ালটি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কিউট বিড়ালটি৷ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।
আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

বাহ ভাই রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার বিড়াল তৈরি করেছেন। বিড়ালটি টি দেখতে খুবই কিউট লাগছে। বিডার তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আসলে ভাই হাতে সময় থাকলে আর দক্ষতা থাকলে এ ধরনের কাজ করা যায়। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাই আমার কাজটির প্রশংসা করার জন্য।
চেষ্টা করেছি কাজটি গুছিয়ে উপস্থাপন করার।

রঙিন কাগজ দিয়ে এমন একটি বিড়াল তৈরি করেছেন আমি তো প্রথমে দেখে মনে করেছি আমার দিকে তাকিয়ে রয়েছে। আসলে যে দেখবে আপনার বিড়াল তৈরি সেই মনে করবে তার দিকে তাকিয়ে আছে ভালো লাগলো।

ধন্যবাদ ভাই।
সে সত্যিই আমাদের দিকে তাকিয়ে রয়েছে।

প্রত্যেক সপ্তাহে দেখি ভাই আপনি খুব সুন্দর সুন্দর ডই প্রজেক্ট তৈরি করে থাকেন। এ সপ্তাহে তার ব্যতিক্রম নয়। আপনি ঠিকই বলেছেন ভাই বিড়ালটি আসলে দারুন হয়েছে দেখতে খুবই চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে বিড়ালটি তৈরি করেছেন। এত সুন্দর একটি বিড়ালের ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।
চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি ডাই প্রজেক্ট আপনাদের উপহার দিতে। আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

Heres a free vote on behalf of @se-witness.

রঙিন কাগজের অনেক সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন। বিড়ালটা দেখতে অনেক কিউট হয়েছে। দেখে মনে হচ্ছে বিড়ালটা খুব সুন্দর করে আমার দিকেই তাকিয়ে আছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হা হা 😄
বিড়ালটি সত্যিই আপনার দিকে তাকিয়ে রয়েছে।

image.png

ভাইয়া আপনি তো দেখছি কাগজ দিয়ে বিড়াল তৈরি করেছেন। আপনার বিড়ালটি দেখে আমার অনেক ভালো লাগছে। আপনি ধারাবাহিক ভাবে খুব সুন্দর করে বিড়ালটি তৈরি করেছেন।

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

রঙিন কাগজের বিড়ালটি দেখতে খুব সুন্দর হয়েছে ভাইয়া।আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। এতে সৃজনশীলতার প্রকাশ ঘটে।আপনি এ ধরনের কাজে খুব পারদর্শী। আজও বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।
আমার চেষ্টা সবসময়ই ভালো কিছু উপস্থাপন করার।
দোয়া রইল আপনার জন্য।

রঙিন কাগজের বিড়াল তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ডাই তৈরি করা দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ ভাই।

বাপরে বাপ রঙিন কাগজ দিয়ে চমৎকার বিড়াল বানিয়ে ফেলেছেন। আপনার মত রঙিন কাগজের সাথে বন্ধুত্ব আমার নিজেরও অনেক দিনের। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতো ভালো লাগে দেখতেও ভালো লাগে। তবে আপনার রঙিন কাগজে বিড়ালটি দেখতে বেশি ভালো লাগলো বিশেষ করে চোখ এবং মুখের লোমগুলোর কারণে। এবং অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের বিড়ালটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আমার বিড়াল তৈরি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

ওয়াও খুব সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজের তৈরি এই কিউট বিড়াল। আমার তো মনে হচ্ছে বিড়ালটা যেন আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে একেবারে। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দরভাবে ফুটে উঠে। ভাঁজে ভাঁজে এভাবে যে কোন কিছু করতে অনেক সময় লেগে যায়। সত্যি অনেক দক্ষতা রয়েছে আপনার বলতে হয়।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
না এটা আপনাকে খেতে পারবেনা, তবে ভয় দেখাতে সক্ষম।

বাহ আপনি রঙিন কাপড় দিয়ে খুব সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে অনেক ভালো লাগে আমার নিজের ও। সত্যি বলতে আপনার বিড়ালটি দেখতে একদম কিউট লাগতেছে। বিশেষ করে বিড়ালের চোখ গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। এই কারণে দেখতে অনেক চমৎকার লাগতেছে। এবং খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের বিড়াল তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ভাই রঙিন কাপড় না ,কাগজ দিয়ে বানানো হয়েছে এটা। দয়াকরে মন্তব্য করার পর দেখে এবং বুঝে কমমেন্ট করবেন।

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা বিড়ালটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ ভাঁজ করে আপনি অত্যন্ত দক্ষতার সাথে চমৎকার একটি বিড়াল তৈরি করেছেন। বিড়ালের দুটি চোখ দেখতে আরো বেশি সুন্দর লাগছে। দারুণ একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

রঙ্গিন কাগজের চমৎকার বিড়াল বানিয়েছেন ভাইয়া। কিউট হয়েছে আপনার বানানো বিড়ালটি। বিড়ালের চোখ দুটো খুব সুন্দর হয়েছে সব থেকে। ধাপে ধাপে রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি পদ্ধতি চমৎকারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।