$PUSS এ বিনিয়োগ বাড়ালাম 🤑

in hive-129948 •  5 months ago 
$PUSS এ বিনিয়োগ বাড়ালাম 🤑

puss-in-boots_3.png

ইদানিং চারিদিকে $PUSS নিয়ে শোরগোল বেড়েই চলেছে, সেই সাথে বিনিয়োগ। যদিও $PUSS বেশ মজার ছলে তৈরি করা হয়েছে কিন্তু এখন সেটা বেশ ভালো বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। না আমি আপনাদের বিনিয়োগ করতে বলছি না কিংবা বিনিয়োগের পরামর্শ দিচ্ছি না, এটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার। যাইহোক প্রথমত আমি বিভিন্ন ঝামেলার মধ্যে থাকি তাই বিনিয়োগ করা আমার জন্য বেশ কঠিন, আর প্রথমদিকে এটার সম্পর্কে তেমন বেশি কিছু জানতাম না। যখন ধীরে ধীরে জানতে পারলাম তখন অনেক দেরী হয়ে গেছে আর দামটা অনেক উপরে উঠে গেছে। এরপর সামান্য কিছু $PUSS কিনেছিলাম একান্তই বাধ্যবাধকতার কারণে। পরবর্তীতে এটার সম্পর্কে যখন দাদার কাছ থেকে আরো বিশদ জানতে পারলাম তখন বেশ আগ্রহ পাচ্ছিলাম কিছু $PUSS এর মালিক হবার।
আসলে যখন একটা মানুষ কোন ব্যাপারে কিছুটা বুঝতে পারে তখন সেটা নিয়ে কাজ করতে চায় কিংবা এগিয়ে যেতে চায়, যাইহোক এখন দামটা বেশ চড়া হলেও কিছু $PUSS নিজের আওতায় আনার জন্য আজকে আবারো বিনিয়োগ করলাম যা সংগ্রহ করা আমার জন্য বেশ কষ্টকর কাজ ছিল।

যাইহোক সকালের দিকে কাজের বেশ ঝামেলায় থাকলেও বেশ চিন্তিত ছিলাম কারন গত রাতের থেকেই এর দামটা বেশ বেড়ে গেছে। সকালে এক ফাঁকে প্রয়োজনীয় $trx সংগ্রহ করলাম বাইনেন্স থেকে। এরপর সোজা পাঠিয়ে দিলাম আমার ট্রনলিংক এপসে। আসলে এভাবে পুশ কেনাটা আমার কাছে বেশ সহজ মনে হয়েছে।

Screenshot_2024-09-09-11-56-34-94_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

প্রথমে আমার দশ হাজারের কিছু উপরে $PUSS ছিল। আসলে পরিমাণটা কেমন যেন কম মনে হচ্ছিল কারন জানতে পারলাম অনেকেই ইতিমধ্যে কয়েক লাখ কয়েনের মালিক হয়ে গেছেন 😃
যাইহোক $trx দ্রুত সংগ্রহ করে $PUSS কেনায় মন দিলাম।

Screenshot_2024-09-09-12-00-03-22_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpgScreenshot_2024-09-09-12-00-47-12_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

Screenshot_2024-09-09-12-01-15-31_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

দেখলাম ৪১৬ $trx দিয়ে ১৯ হাজারের মতো $PUSS পাওয়া যাচ্ছে। কি আর করা তাই কিনে নিলাম। আমি হয়ত বড়লোক হতে পারবোনা, তবে বলতে পারবো কিছু $PUSS রয়েছে হাতে 😃

যাইহোক অবশেষে কিছু পুশ কিনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দেখি আবার যদি কখনো সুযোগ হয় তাহলে হয়তো আবার কিছু পুশ কিনবো, তবে এমন সম্পদ দিয়ে কিনবো যা হারালে বড় কোন ক্ষতির মুখে আমাকে পরতে হবেনা। যাইহোক চিন্তা ভাবনা আছে আরো কিছু $PUSS এর মালিক হওয়া।



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

$PUSS এর প্রতি দিনে দিনে ভালোবাসা তৈরি হচ্ছে। পুশ কম বেশি সবাই হোল্ড করছেন। এভাবে আস্তে আস্তে পুশ হোল্ড করতে থাকুন। আমরা সকলেই পুশ নিয়ে আশাবাদী। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

আরো কিছু puss কিনেছেন দেখে খুব ভালো লাগছে। Puss নিয়ে আমরা সবাই ছোটখাটো স্বপ্ন দেখেছি। আশা করছি খুব শীঘ্রই puss সফলতার শীর্ষে পৌঁছাবে।

বাহ আরো কিছু পুশ বাই করেছেন দেখে ভালো লাগলো।আমিও বেশ কিছু পরিমান বিনিয়োগ করেছি আগের থেকে কয়েক গুন।এভাবে সবাই বিনিয়োগ করলে খুব দ্রুত গ টু দ্যা মুনে চলে যাবে।

ভাইয়া আপনি আরও বেশ কিছু পুশ কয়েন নিয়ে নিলেন।এটা ভালো ই করেছেন।$pussনিয়ে আমাদের ভালোবাসার যেনো কোন কমতি নেই।একদিন এই কয়েন সেরাদের সেরা হয়ে ধরা দেবে আশাকরি।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।