আমাদের চারি পাশে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। বাইরের দিক থেকে সবাইকে ভালো মানুষ মনে হলেও কিছুটা যাচাই-বাছাই করার পর বুঝতে পারবেন এই মানুষগুলোর মধ্যে হয়তো হাতে গোনা কিছু ভালো মানুষ রয়েছে। তবে আমাদের যাচাই-বাছাই এর ক্ষেত্রেও ভুল থাকতে পারে, যেমন কিছু মানুষ অতি চালাক এবং কিছু মানুষ বেশ ছলচাতুরির আশ্রয় নিতে পারে। তবুও বলি যতটাই ছলচাতুরি করুক না কেন, তবুও দুদিন আগে বা পরে ঠিক বোঝা যায় মানুষটি কেমন।
কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষ চিনতে ভুল করি এবং এর খেসারত দিতে থাকি পুরো জীবন জুড়ে। তবে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আবার জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।
যাইহোক মানুষ চিনতে হলে বেশ কিছু কাজ করা যেতে পারে। প্রথমত বিপদের সময় সহযোগিতা চাওয়া। ধরুন আপনি হঠাৎ করেই ভীষণ বিপদে পড়ে গেলেন, সেটা হতে পারে স্বাস্থ্যগত কিংবা বেশ বড় আর্থিক ঝামেলা। যাদের কাছে অর্থের অভাব নেই তাদের কাছে চেয়ে দেখুন, দেখবেন তাদের অভাব হঠাৎ করেই আপনার থেকে বেড়ে যাবে। আবার কিছু মানুষ হঠাৎ ধরেই নেবে আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি তাদের জন্য বিপদজনক। ধীরে ধীরে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকবে। এই ব্যাপারগুলো একদমই নিকট আত্মীয়ের কাছেও দেখা যেতে পারে। কিছু কিছু মানুষ তো আপনাকে চরম অপমান অবধি করে বসতে পারে, তবে কোন একদিন হয়তো এই মানুষগুলোকে বেশ আদর সমাদর করতেন আপনি।
মানুষকে টাকা ধার দিলে হয়তো মানুষ চিনতে পারবেন। দেখবেন টাকা চাইতেই হঠাৎ করে কেউ না কেউ অসুস্থ হয়ে যাবে, তার সেলারি বন্ধ হয়ে যাবে কিংবা সে বড়সড় বিপদের অযুহাত দেবে।
কখনো বলবে সকালে দিচ্ছি, আবার বিকেলে দিচ্ছি এই বলে বলে আপনাকে হেনস্থা করতে শুরু করবে। একটি সময় আপনি হাল ছেড়ে দেবেন। তখন বুঝতে পারবেন আসলেই কাকে আপনি বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলেন।
কিছুটা সুবিধা দেয়া।
ধরুন আপনি দশজন মানুষের সাথে কাজ করেন। হঠাৎ করেই কাউকে আপনি বেশ পছন্দ করেন এবং বিভিন্ন ধরনের সুবিধা দেয়ার চেষ্টা করছেন। তখন লোকটি বুঝতে পারবে হয়তো আপনি তার প্রতি কোন না কোনভাবে দুর্বল কিংবা বিশ্বাস করছেন বেশি। হঠাৎ করেই দেখবেন তার মতিগতি পরিবর্তন হতে শুরু করবে এবং সে আপনাকে ব্যবহার করে আরো একটু বেশি সুবিধা নেবার পাঁয়তারা করতে থাকবে।
তবে এগুলোর বাইরেও ভালো মানুষ রয়েছে, যারা মানুষের বিপদে নিজের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আবার এমন মানুষ আছে ধার নিয়ে তার নিজের ঘুম হারাম কতক্ষণে তা পরিশোধ করবে। কিছু মানুষ সুবিধা ভোগ করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মন থেকে সাথে থাকার প্রতিজ্ঞা করে।
আসলে আমাদের বিবেক বুদ্ধি এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়ে মানুষ চেনার চেষ্টা করতে হবে। হুট করেই কাউকে বিশ্বাস করা যাবেনা কোনমতেই।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1867995230315888801?t=YzvW5lmpTl7HJzrQKdf4Pw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ চেনা দায় একদমই ঠিক কথা বলেছেন। আগের দিনের মানুষের প্রতি মানুষের ভালোবাসা আস্থা এবং বিশ্বাস ছিলো। আর এখন ডিজিটাল যুগের মানুষের ভিতরে সেটা নিই। কম বেশি সবাই এখন নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। একজন বিপদে পরলে তাকে সেই বিপদে থেকে রক্ষা না করে। ঐ মানুষটি আরো বড় ধরনের বিপদে কিভাবে পড়বে সেই পরিকল্পনা করতে থাকে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে একটা মানুষ সব কিছুর থেকে মানুষকে চিনতে সব থেকে বেশি ভুল করে থাকে। আসলে মানুষ চেনা একেবারে দায়। এই পৃথিবীর মানুষগুলো মুখোশধারী। কে আসলে কি রকম এটা আমরা কেউই বুঝতে পারি না। কিন্তু কখনো না কখনো ওই মানুষটাকে আমরা ঠিক চিনতে পারি। বাস্তবিক একটা বিষয় নিয়ে খুব সুন্দর করে লিখেছেন এই পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া বর্তমান সময়ে মানুষ চেনা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। আপনি কোন মানুষকে বিশ্বাস করবেন যদি সে ভালো হয় তো ভালো না হলে সে আপনার থেকে কোন সুযোগ খুঁজবে। বর্তমান মানুষগুলো এমনই হয়ে গেছে শুধু নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করতে চাই। এজন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে কখনো অল্পতে কাউকে বিশ্বাস করা যাবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে মানুষ চেনা সত্যি ই কষ্টকর।মানুষ কে খুব সহজে আপন ভাবা ঠিক নয়।স্বার্থের দুনিয়ায় সব মানুষ ভালো হয়না।তবে ভালো মানুষ ও আছে এখনো।তাইতো পৃথিবীতে টিকে আছি।সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি বেছে বেছে ভালো মানুষের দেখা যেন তিনি মিলিয়ে দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানসিক চেনা সত্যি খুব দায়। আর এটা অনেক বড় এবং চিরন্তন একটা সত্য কথা। মানুষকে আমরা খুব কম চিনতে পারি। আছে সেই মানুষগুলো আমাদের কাছের হয়ে আমাদের সাথে ছলনা করে থাকে। কিন্তু তাদের মুখোশ একদিন না একদিন সবার সামনে চলে আসে। বাস্তবিক একটা বিষয় নিয়ে পোস্টটা লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকম একটা খেসারত আমি এখন দিচ্ছি বলা যায় হা হা। কোন সাহায্য চাইনি। শুধুমাত্র নিজের ভালোর জন্য সে মূহূর্তের মধ্যে আমার সব উপকার, বন্ধুত্ব ভুলে গেল। আমি হয়ে গেলাম অপরিচিত। এটা আমাকে কষ্ট দিয়েছিল। তারপর থেকে মানুষ কে মোটামুটি ঘৃণা করি আমি। জীবনে খারাপ সময় আসা ভালো মানুষ চেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ধরনের পোস্টগুলো ভীষণ ভালো লাগে, যাইহোক বর্তমান সময়ে মানুষ চেনা দায়। সুযোগের সদ্ব্যবহার বিভিন্ন কারণে পাওয়া যায়। বিপদে পড়লে খুব সহজেই ভুলে যায় এমন মানুষ দুনিয়াতে অভাব নেই। বর্তমান দুনিয়াটা স্বার্থের দুনিয়ায় পরিণত হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তব সংবলিত পোস্ট শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit