পরিবার নিয়ে ভালুকার উদ্দেশ্যে যাত্রা।

in hive-129948 •  20 days ago 
পরিবার নিয়ে ভালুকার উদ্দেশ্যে যাত্রা

Beige Watercolor Project Presentation_20250105_182332_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি গতকাল আপনাদের জানিয়েছিলাম যে আমার পরিবার কুমিল্লা রয়েছে নানু বাড়ি এবং তাদের ফিরিয়ে আনতে যাচ্ছি।

আসলে ময়মনসিংহ থেকে কুমিল্লা যেতে হলে বেশ বড় একটা জার্নি করতে হয়। আমি গতকাল বিকেলে রওনা করে ভোর চারটার সময় কুমিল্লা পৌছেছি। দীর্ঘ বারো ঘন্টা জার্নি করে যখন আত্মীয়ের বাসায় পৌঁছালাম তখন আমার অবস্থা বেশ খারাপ। যাইহোক দ্রুত রাতের খাবার খেয়ে কিছুটা ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু একটু ঘুম হলো না। আমার আবার জার্নি করলে ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়।

সকাল নয়টার সময় ঘুম থেকে উঠে পরোটা খেলাম হাঁসের মাংস দিয়ে। এরপর পরিবারকে সবকিছু গুছিয়ে নিতে বললাম। তবে তারা আজকে আমাদের কোন মতেই ছাড়তে রাজি না। কিন্তু আমার আগামীকাল সকালে অফিস করতেই হবে তাই উপায় না দেখে তাদের বললাম খুব শীঘ্রই আবার আসবো 😅
এরপর খুব দ্রুত তারা দুপুরের খাবারের ব্যাবস্থা করলেন। সামুদ্রিক মাছ, মাংস বিভিন্ন রকমের সবজি। আমার তেমন খিদে না থাকলেও চাপাচাপি করাতে সামান্য খাবার খেলাম। আবার বেশ বড় একটা জার্নি করতে হবে।

যাইহোক বিকেল তিনটায় আবারো বাসে উঠলাম এবং গন্তব্য ভালুকার দিকে আর সাথে রয়েছে পরিবার। এখন ঢাকার পথে রয়েছি, একটু কুমিল্লায় হোটেল বিরতি ছিল। ইয়ান দুপুরে তেমন কিছুই খায়নি। এখন চিকেন আর খিচুড়ি খেলাম আমরা তিনজন আর ইলমা বার্গার খেয়েছে। যাইহোক সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে বাসায় ফিরতে পারি। হয়তো রাত দুটো তিনটে বাজবে। গাড়িতে বসে পোস্ট করা বেশ কঠিন ব্যাপার তবুও চেষ্টা করলাম নিজের অনুভূতি শেয়ার করার।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

image.png

Screenshot_2025-01-05-20-18-52-64_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-05-20-17-16-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-05-20-16-58-85_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-01-05-20-14-27-77_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

প্রথমেই আপনাদের জন্য দোয়া এবং শুভ কামনা রইল ❣️ শীতকালে রাতের জার্নি ভীষণ খারাপ লাগে। শত ব্যাস্ততার মাঝে ও গাড়িতে বসে পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

শীতকাল মানুষের ভ্রমণ করার উপযুক্ত সময়। বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন স্থানে উপস্থিত হওয়ার চেষ্টা করে। আজকে আপনি আপনার সারাদিনের সুন্দর অনুভূতিগুলো একটু একটু করে লিখে প্রকাশ করার চেষ্টা করেছেন। জানতে পারলাম এই জার্নির মধ্য দিয়ে আপনি পোস্ট শেয়ার করেছেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভ কামনা করি।

তাহলে তো আপনি বেশ বড়সড় একটি জর্নি করলেন। আবার দুপুরে খেয়ে বাসে উঠে পড়লেন ভালুকার উদ্দেশ্য। বেশ কয়েকদিন এই জার্নির দখল যাবে। আসলে জার্নি করা শরীরের জন্য খুবই ক্ষতিকর। যাক তারপরও কি করবেন পরিবারকে নিয়ে যেতে হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

বাসে বসে পোস্ট লিখে মনের অনুভূতি গুলো শেয়ার করে নিলেন।এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি পরিবারের সবাইকে বাসায় আনার জন্য কুমিল্লা গিয়েছেন।এতো বড় জার্নি করলে আসলে সত্যি খুব খারাপ লাগে।দোয়া করি পরিবার পরিজন নিয়ে সুস্থ, সুন্দর ভাবে বাসায় পৌঁছে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপু।
মাত্র বাসায় পৌঁছালাম।
দোয়া করবেন সবার জন্য।

বাস জার্নি আমি একদম পারি না। তাই ট্রেনেই জার্নি করা হয়। এ কারনে হুটহাট করে কোথাও বেড়তেও যেতে পারি না। তবে জরুরী প্রয়োজনে ট্যাবলেট খেয়ে জার্নি করি। আর আপনি এতো সময়ের জার্নি করে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার লং জার্নি করতে হল বাসার উদ্দেশ্যে ।অফিস না থাকলে একদিন রেস্ট নিয়ে আসতে পারতেন। নিরাপদে বাসায় পোউছান এই দোয়া করি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

ধন্যবাদ আপু।
কি আর করা পরিবারের জন্য অনেক কষ্ট করতে হলো।
আজকে আবার অফিস করেছি।

দীর্ঘ বারো ঘন্টা জার্নি অনেক কষ্টের বিষয়। সে সঙ্গে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে। যেহেতু পরিবারের সঙ্গে ছিল তাই সব প্রেসার আপনার মাথার উপর দিয়ে গিয়েছে। তারপরও আপনি জার্নি অবস্থায় পোস্ট করেছেন জেনে ভালো লাগলো। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই।