শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি আবারও কিছু পুশ কিনেছি। পুশ কেনার অভিজ্ঞতা সত্যিই দারুন। আমি সিদ্ধান্ত নিয়েছি মাঝে মাঝেই কিছু পুশ কয়েন কিনবো এবং যখন নিজের প্রয়োজন হবে তখন আবার সেল করবো। আসলে একটা কয়েনের কেনা এবং বেচা দুটোই প্রয়োজন। তাই যখনই সুযোগ পাবো তখনই কিছুটা কিনে নেবো এবং একেবারে নিজস্ব প্রয়োজনে সেল করবো, তবে একান্তই প্রয়োজন যখন হবে। আমাদের সবার উচিত সুযোগ বুঝে কিছুটা পুশ কয়েন কেনা।
যাইহোক চলুন পুশ কয়েন কেনার প্রক্রিয়াটি দেখা নেয়া যাক।
এখানে দেখা যাচ্ছে পূর্বে আমার একাউন্টে ১০৩৬৮ পুশ কয়েন রয়েছে এবং ২৭ টিআরএক্স রয়েছে। এবার পুশ কেনার চেষ্টা করবো।
পুশ কেনার জন্য আমার কাছে সানপাম্পটা বেশি ভালো লাগে। এখানে আমি ২৬ টিআরএক্স দিয়ে ১০৩৯ টি পুশ কয়েন কেনার জন্য অর্ডার সাবমিট করছি।
এখানে দেখাচ্ছে আমার অর্ডার কমপ্লিট হয়েছে। সত্যিই ভালো লাগলো।
অবশেষে আমার একাউন্টে পুশ কয়েন জমা হয়েছে। সবমিলিয়ে আমার একাউন্টে এখন ১১৪০৮ পুশ কয়েন রয়েছে।
আমি আসলে পুশের দাম নিয়ে তেমন চিন্তা করিনা। আমার যখনই কেনার সুযোগ আসে তখনই যতটা সম্ভব কিনে রাখি, এরপর প্রয়োজনমতো আবারো সেল করে দেই। যাইহোক আশাকরি সবাই পুশ কয়েন কেনার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Super Walk এর টাস্কও কমপ্লিট করার অনুরোধ করা হলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুপার ওয়াকের স্ক্রিনশট দিয়েছি তো ভাই।
ওখানে কি কোন ভুল রয়েছে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yes, দেখতে পেয়েছি, অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1869799195387064643?t=G47oE1kkWCJpHOK6C1XA9A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ কয়েন কেনার মধ্যে চমৎকার অনুভূতি কাজ করে। আমিও চেষ্টা করি মাঝে মধ্যে কেনার জন্য। কয়েন এর বাই সেল যত বেশি তত বেশি সব দিক দিয়ে ভালো। এভাবেই চেষ্টা করুন কিছু পুশ কয়েন হোল্ড করে রাখার। ভালো লাগলো আপনার চমৎকার পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আবারো কিছু পরিমাণ পুস কিনেছেন, দেখে বেশ ভালো লাগলো। আশা করছি পুস কয়েনের প্রাইস আবার অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আমিও চেষ্টা করবো কিছু পরিমাণ পুস কয়েন কিনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস যেহেতু আমাদের নিজেদের কয়েন তাই সবারই কেনা বেচা করা উচিৎ । আমাদের কয়েনকে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি সুযোগ পেলেই পুস কেনেন জেনে বেশ ভাল লাগলো। আপনার মত সবারই পুস কেনা উচিৎ সময় ও সুযোগ বুঝে। তবেতো পুস এগিয়ে যাবে বহুদূর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবারো $PUSS কিনেছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। আশা করছি আপনি ভালো ফলাফল পাবেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত আবারও ইনভেস্ট করা। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সময় সুযোগ মতো আবারো $PUSS কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া কেনা বেচা মাধ্যমে পুশ কয়েন বৃদ্ধি করছেন এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। নতুন করে ১০৩৯ টি পুশ আপনার টিআরএক্স ওয়ালেট যুগ হয়েছে। আশাকরি আগামীতে আবারো পুশ করেন কিনবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই পুশ যারা প্রতিনিয়ত কিনছেন তারা অবশ্যই লাভবান হবেন একটা সময়। কেননা দাদা আমাদের জন্য যেগুলো করে সবগুলো কিন্তু আমাদের ভালোর জন্য। আর আপনি নতুন করে পুশ কিনেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি এখনও ডিসেন্ট্রাইজড ট্রন মার্কেট থেকে পুশ কিনেন। আমি Buy sell সবকিছুই সেন্ট্রালাইজড মার্কেটে করে থাকি। বেশ ভালো লাগল দেখে আপনি আবার পুশ কিনেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কেন যেন সানপাম্প থেকে পুশ কিনতে ভালো লাগে। যাইহোক মাঝে মাঝে আবার পলোনিক্স থেকে কিনতেও বেশ ভালো লাগে।
ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit