করোনা টিকা দিন নিরাপদ থাকুন || টিকা নিবন্ধন কিভাবে করবেন? (১০% লাজুক খ্যাঁকের জন্য 🦊)

in hive-129948 •  3 years ago  (edited)

"করোনা টিকা দিন
নিরাপদ থাকুন"



বন্ধুরা আমরা একটি অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করে যাচ্ছি এবং এক মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে বসবাস করে চলেছি। এর নাম করোনা ভাইরাস। এখন পর্যন্ত যতরকম স্বাস্থগত ঝুঁকি এসেছে সবথেকে মারাত্মক মহামারি আকার ধারণ করেছে এই ভাইরাসটি। পুরো পৃথিবীতে ব্যাপক প্রাণহানি ঘটিয়ে চলেছে প্রতি সেকেন্ডে। বড় বড় উন্নত দেশগুলো হিমশিম খেয়ে যাচ্ছে রোগীর চাপ সামলাতে এবং কিছু দেশের চিকিৎসা ব্যাবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মহামারি থেকে রক্ষা পেতে উন্নত দেশগুলো প্রতিষেধক টিকা তৈরি করার প্রানপন চেষ্টা করে চলেছি। তারই ফলশ্রুতিতে আমরা বেশ কিছু টিকা পেয়েছি যা জীবন রক্ষাকারী।



Polish_20211006_213052239.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

গরিব দেশ হিসেবে আমরা টিকা পেয়েছি অনেক পরে। তারপরও আমাদের সরকারের সদিচ্ছার কারনে টিকা দেশে এসেছে। প্রথম পর্যায়ে বেশ কিছু মানুষের মনে দ্বিধাবোধ থাকলেও এখন টিকা গ্রহণ করতে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমি আজ ১ম ধাপের টিকা গ্রহণ করলাম যা বেশ সময়সাপেক্ষ এবং একটি কষ্টকর ধাপ ছিল। আমি বেশ কিছু তথ্য আমি জানতাম না যার ফলশ্রুতিতে বেশ বেগ পেতে হয়েছে টিকা পেতে। আমি সবার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছি যা হয়ত অনেকের উপকারে লাগতে পারে।

chain-3075343_640.png

"নিবন্ধন প্রক্রিয়া"


টিকা গ্রহণ করতে হলে প্রথমেই আপনাকে নিবন্ধন করতে হবে। বাংলাদেশ সরকার টিকা নিবন্ধন করার জন্য নির্ধারিত একটি ওয়েব সাইট রেখেছেন। নিচে দেওয়া হলো।
নিবন্ধন করুন এখানে 👇

নিবন্ধন ওয়েবসাইট

উক্ত ওয়েব সাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, নাম ঠিকানা দিন এবং সবশেষে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। এরপর আপনি চাইলে টিকা কার্ড সংগ্রহ করতে পারেন অথবা টিকা গ্রহণের আগে কার্ড সংগ্রহ করে নিন। টিকা গ্রহনের তারিখ পরবরর্তীতে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Polish_20211006_184249399.png

এরপর শুধু অপেক্ষার পালা। আমি মেসেজ পেয়েছিলাম প্রায় একমাস পর। আপনার ভাগ্য ভালো হলে হয়ত তার আগেও পেতে পারেন।

chain-3075343_640.png

"টিকা গ্রহণ"


IMG_20211006_100053.jpg

গতকাল দুপুরে আমি মেসেজ পাই আজ ৬/১০/২১ আমার টিকা গ্রহণের তারিখ এবং ঠিকানা আমার নির্ধারিত কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা। আমি গতকাল আমার অফিস কতৃপক্ষকে জানিয়েছি আমার টিকা গ্রহণের তারিখ কাল। তাই আমার অফিস আজ আমার জন্য শিথিল ছিল। সকাল ৯ টায় অফিস থেকে বেরিয়ে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে এসে হাজির হলাম। এসে যা দেখলাম মাথায় হাত বিশাল লাইন। 😳

IMG_20211006_095132.jpg

কিন্তু একটি জিনিস আমার ভীষণ ভালো লাগলো। এদের ব্যাবস্থাপনা অসাধারণ। আমি সত্যিই অবাক হয়ে গেলাম লাইনে দাঁড়ানোর প্রায় ১৫ মিনিটের মধ্যেই আমার ডাক পরে গেল আমি আমার টিকা দিতে পারলাম।

IMG_20211006_095750.jpg

এখানে একটি বিষয় খেয়াল করবেন টিকা দেয়ার পর আপনার টিকা কার্ডটি স্কেন করাতে হবে। এটির অর্থ হলো আপনি টিকার প্রথম ডোজ দিলেন এবং দ্বিতীয় ডোজের জন্য ২৮-৩০ দিনের মধ্যে ডাক পাবেন। যাক এভাবেই আমি আমার ১ম ডোজের টিকা গ্রহণ করলাম। এখানে একটি বিষয় হলো সবকিছুরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আমার কিছুটা হাতে ব্যাথা এবং একটু জ্বর অনুভূত হচ্ছে। আমি ঘাবড়াচ্ছি না এটা খুব স্বাভাবিক একটা বিষয় তাই আপনিও ঘাবড়াবেন না। সবকিছুই ঠিক হয়ে যাবে।

chain-3075343_640.png

সবার প্রতি টিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

virus-4976408_640.jpg

সংগ্রহশালা

💉 টিকা গ্রহণ করুন ঝুঁকিমুক্ত থাকুন 💉

ornament-1993589_640.png

ছবির বিবরণ:-

ছবি তোলার সরঞ্জামমোবাইল সিম্ফনি আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

ornament-1993589_640.png

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

ornament-1993589_640.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিকা নিবন্ধন কিভাবে হয় আমি জানতাম না তবে আপনার পোস্ট পরে অনেক সুন্দর ভাবে বুঝতে পারলাম। আপনি টিকা নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো । আপনার জন্য শুভকামনা রইলো
@emranhasan স্যার ❤️

ধন্যবাদ ।
টিকা নেয়ার প্রস্তুতি নিন। আমি সার্বিক সহযোগিতা করবো।

ওকে স্যার

আপনি টিকা নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো । আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

ধন্যবাদ ♥️
আপনি টিকা নিয়েছেন তো?

আমি নিয়েছি টিকা

আজকে আমার আম্মুও দিলো ভ্যাক্সিন।
আম্মুর কেন্দ্র ছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আমি মনে করি সবার ই এই ব্যাপারে সচেতন হওয়া খুব বেশি জরুরি।

জি আসলেই, অনেকেই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আসলে ব্যাপারটা যে কতটুকু গুরুত্বপূর্ণ যখন মানুষ সত্যিই বিপদে পড়বে তখন বুঝবে। আপনি টিকা নিয়েছেন তো?

খুব ভালো ভাইয়া। আমিও দুইডোজ নিয়েছি। এবং আশেপাশের সবাইকে নিতে বলি

খুব ভালো লাগলো শুনে।
সত্যিই খুব তাড়াতাড়ি সবাইকে টিকা নেয়া উচিত। ধন্যবাদ।

সময়উপযোগী একটি পোস্ট করেছেন ভাইয়া।আমাদের ভিতরে যারা নিবন্ধন না জানার কারণে টীকা দিতে পারে নি তাদের কাছে এবার বিষয়টি খুব সহজ হবে।
আপনার একটি বিষয় আমার সব থেকে বেশি ভালো লাগে-আপনি শুধু নিজের স্বাস্থ্য সম্পর্কেই ভাবেন না, আমার বাংলা ব্লগকমিউনিটির সকলের স্বাস্থ্যের প্রতিও আপনার খেয়াল রাখেন যা আপনার এই পোস্টসহ বিগত পোস্টগুলোর মাধ্যমে বোঝা যায় এবং আমার কাছে আপনি একজন ভালো মনের মানুষ ভাইয়া।আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।❤️

@abir10 আপনার প্রতি দোয়া এবং সহযোগীতার হাত সবসময়ই রয়েছে। আমি সত্যিই আমার স্বল্প জ্ঞান নতুনদের বিলিয়ে দিতে চাই। আপনি খুব চমৎকার কাজ করছেন আমার খুব আনন্দ হয় আপনার কাজগুলো দেখে। শুভ কামনা রইল 🥀

😊❤️

খুব ভালো কাজ করেছেন। সবারই ভ্যাকসিন নিতেই হবে। অনেক অনেক শুভ কামনা রইলো। একদম সুস্থ থাকবেন এই কামনা রইলো।

ধন্যবাদ দাদা।
আমি জানি আপনারা আমার জন্য অনেক দোয়া করেন। আমার সত্যিই খুব ভালো লাগে যখন আপনারা আমার বিপদে পাশে দাড়ান। দাদা আপনি কি টিকা নিয়েছেন? এটি কিন্তু ভীষণ জরুরী।

খুব ভালো কাজ করেছেন। সবারই ভ্যাকসিন নিতেই হবে। আপনি সুস্থ থাকুন সেই আশাই কাম‍্য। শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাই ♥️
আপনি কি টিকা নিয়েছেন।।।

খুব ভালো করেছেন। করোনা টিকা নেওয়া আমাদের সকলের প্রয়োজন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ বৌদি। আমাদের দেশে টিকা পাওয়া খুব কঠিন, তারপরও পেলাম। আপনাদের পুরো পরিবারের জন্য দোয়া রইল। সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

ভালো ম্যানেজমেন্ট এবং সুন্দর পরিবেশ দেখে সত্যিই ভালো লাগছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসলে এত সুন্দরভাবে মেনটেন করে দেওয়াটা অনেক সময় সম্ভব হয় না। তবে এখানে আপনি 15 মিনিটে আপনার সিরিয়াল পেয়ে গেছেন এটা খুব অবাক করার মত বিষয় ছিল। টিকা গ্রহণ সংক্রান্ত অনেক বিস্তারিত বিষয় শেয়ার করেছেন যা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল সবার জন্য। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আমার কাছেও বিষয়টি খুব অবাক লেগেছে। আমি মোটামুটি সারাদিনের সময় নিয়ে গেছি কিন্তু ওদের সবকিছু এতো সুন্দর করে সাজানো আর এতো তাড়াতাড়ি হয়ে গেল সবকিছু কি বলবো। যাক ভাই দোয়া করবেন দ্বিতীয় ডোজ দিতে পারলে বাঁচি।