Buy fast or you will have to pay |
---|
আসলে ব্যাপারটা ঠিক এরকম বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা। আবার সবাই সবকিছু বুঝবে না এটাও একটা ব্যাপার, তবে সবাইকে বোঝার মতো পরিস্থিতি তৈরি করেও দিতে হয়। যাইহোক প্রথমে দাদা যখন এই পুশ কয়েন নিয়ে তার যাত্রা শুরু করেন তখন এর বিষয়ে আমরা তেমন কিছুই জানতাম না। আর দাদার পোস্ট পড়ার পর বুঝতে পারলাম হয়তো ব্যাপারটা অনেকটাই মজার ছলে এগিয়ে যাচ্ছে। এদিকে এডমিন ভাইয়েরা যতটা সম্ভব পুশ প্রমোশন করেই যাচ্ছেন। কিন্তু তবুও ৯৯% সদস্য ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারেননি, আর কেনা তো দূরের কথা। আসলে আমাদের মাঝে এমন অনেকেই আছেন এই ব্যাপারগুলো তেমন ভালো বোঝেন না। আবার এমন কিছু মানুষ আছেন পুরোপুরি স্টিমিটের উপার্জনের উপর অনেকটাই নির্ভর করেন, যাদের কোথাও বিনিয়োগ করার মতো হয়তো সামর্থ্য নেই। তবে একটা ব্যাপার হলো যখন একজন মানুষ বুঝতে পারে আসলেই এটা লাভজনক এবং এর ভবিষ্যৎ ভালো ঠিক তখনই তার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সেই কাজটি করার চেষ্টা করে। যাইহোক এখনো অনেকেই কয়েনটি কেনেন নি কারন তারা এর ভালো এবং কার্যকারী দিকগুলো সম্পর্কে অবগত নন।
প্রথমত পুশ আমার বাংলা ব্লগের ফাউন্ডার কর্তৃক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে তিনি বেশ বিশাল অংকের অর্থ বিনিয়োগ করেছেন। তিনি বিচক্ষণ একজন মানুষ এবং এধরনের বিনিয়োগের ক্ষেত্রে পরিপক্ক একজন মানুষ। তাছাড়াও তিনি জানিয়েছেন এটার পেছনে বেশ ভালো মানের একটা সাপোর্ট রয়েছে, যেখান থেকে দামটা হুট করে পরে যাওয়ার সম্ভাবনা কম। যাইহোক এতো কিছুর পরেও সাধারণ সদস্যদের তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না, কারন তারা তখনও ব্যাপারটা বুঝে উঠতে পারেননি। যখন কমিউনিটিতে একদমই কড়াকড়ি আরোপ করা হলো তখন অনেকেই দেখলাম কেনার চেষ্টা করে যাচ্ছেন, তখন দামটা মোটামুটি অনেক উপরে উঠে গেছে। যাইহোক যদি প্রথম থেকেই সবাইকে একটা মিটিংয়ের মাধ্যমে বোঝানো যেতো এর উপকারি দিকগুলো তাহলে হয়তো এতক্ষণে সবার একাউন্টে পর্যাপ্ত পরিমাণে পুশ টোকেন থাকতো।
ব্যাক্তিগত ভাবে আমি বেশ ঝামেলার মধ্যে থাকি এবং আমার খুব বেশি উপার্জন এখানে নেই। তাছাড়াও তেমন বেশি এনগেজমেন্ট করতে পারিনা তাই তেমন ভোট পাইনা। আজ সকাল থেকেই হুট করে পুশ নিয়ে চিন্তা করছিলাম, তবে সত্যিই তখনো মাথায় আসেনি পুশ কিনবো। পরে চিন্তা করলাম দাদা যেখানে আছেন সেখানে ভালো কিছু নিশ্চয়ই হবে। এরপর আমি একজন এডমিন ভাইয়ের সাথে ব্যাপারটা শেয়ার করি এবং তিনি বলার পর আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম পুশ কেনার। ততক্ষণে দাম অনেক উপরে চলে গেছে, বেশ কিছুটা টিআরএক্স সংগ্রহ করলাম এবং এডমিন ভাইয়ের সহযোগিতায় পুশ কিনলাম।
আমি এখন আশাবাদী পুশ আমাদের ভালো কিছু দেবে, যদিও হয়তো আমাদের বিনিয়োগের পরিমাণ কম। যাইহোক কমিউনিটির সাথে আর দাদার সাথে আছি এটাই সবথেকে বড় বিষয়। আমি জানি এখনো অধিকাংশ সদস্য পুশ টোকেন কেনেন নি, তাই আমি এই পোস্টের মাধ্যমে আহ্বান জানাবো খুব দ্রুত পুশ কেনার চেষ্টা করুন। ইতিমধ্যে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে হয়তো আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।
Cc:
@rme দাদা
@winkles দাদা
@hafizullah ভাই
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক কথা এই বিষয়টা সম্পর্কে প্রথমে অনেকেই ঠিকভাবে বুঝতে পেরেছিল না তাই ক্রয় করতে পারেনি। যদি সকলে বিষয়টা সম্পর্কে প্রথমে বুঝতো তাহলে আমাদের কমিউনিটির প্রত্যেকটা ইউজার অনেক বড় আকারের লাভবান হত। যাইহোক এখনো সময় আছে আমাদের সকলকে এটা ক্রয় করে রেখে দিতে হবে ভবিষ্যৎ সুন্দর করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পুশ কয়েন কিনে ছোট্ট বিনিয়োগ করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রথম দিকে আমরা কেউ এই পুশ কয়েন সম্পর্কে ভালো ধারণা পায়নি। প্রথম দিকে পুশ করেন কিনতে পারলে অনেক লাভ হত। যাইহোক আমাদের কমিউনিটির কয়েন তাই আমাদের সকলেরই উচিত অল্প হলেও কিনে রাখা। আপনার পোস্ট পড়ে পুশ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল আমিও কিছুটা পুশ কিনেছি। পুশ এর বিষয়ে আমি তেমন ভালো করে জানতাম না। তবে আপনার মাধ্যমে বেশ কিছু তথ্য পাওয়ার পর পুশ কিনেই ফেললাম। অনেক ইউজার আছেন যারা আসলে পুশ নিয়ে এখনো পুরোপুরি কিলার না। হয়তো এজন্য পুশ কিনতে পারছে না। পুশ এর বিষয়ে সব কিছু পরিষ্কার ভাবে ইউজারদের বললে হয়তো পুশ কিনতে সবাই আগ্রহ হবে। আপনার অনূভুতি গুলো পড়ে ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য। আশাকরি পুশ অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি $PUSS Coin এ ছোট বিনিয়োগ করেছেন আশা করছি একদিন এই ছোট বিনিয়র থেকে অনেক বড় প্রফিট পাবেন। আমার বাংলা ব্লগে যারা আছি সবার উচিত এই কয়েনটি কিনে হোল্ড করে রাখা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট টা পড়ে বেশ ভালো লেগেছে। আপনার মতো চিন্তা ভাবনা খুব কম মানুষই করে। পুশ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা হয়েছে এই কদিনে। যেহেতু এর পেছনে দাদা আছে সুতরাং এটার ভবিষ্যৎ ভালো। আমাদের সবার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী পুশ কিনে হোল্ড করা। কিন্তু দাদা নিজেও বলেছেন এটা ইনভেস্টমেন্ট হিসেবে না নিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit