Let's do something better with $PUSS |
---|
বর্তমান সময়টা ভার্চুয়াল মুদ্রার। প্রতিনিয়ত নতুন নতুন সব মুদ্রা এসে ক্রিপ্টো মার্কেট কাঁপিয়ে দিচ্ছে। তবে এই মুদ্রার মধ্যে কিছু কিছু রয়েছে যা কিছুদিন মার্কেটে কিছু মুভমেন্ট দেখিয়ে এবং অর্থ কামিয়ে নিয়ে হুট করে হারিয়ে যায়। তবে এর মধ্যেও ব্যাতিক্রম কিছু রয়েছে যার মধ্যে রয়েছে আমাদের $PUSS
$PUSS শুধুমাত্র মাত্র কয়েন নয় এটি এমন একটি ভার্চুয়াল মুদ্রা যা পুরো কমিউনিটির কার্যক্রমের সাথে ইউটিলিটি কয়েন হিসেবে সংযুক্ত করা হয়েছে। এটা এমন যুগান্তকারী উদ্যোগ যা এই মুদ্রাটির বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে এবং এর জনপ্রিয়তা বাড়তে থাকবে।
শুরুর দিকে শুধুমাত্র একটি কয়েন হিসেবে আত্মপ্রকাশ করলেও সেটা rme দাদার দূরদর্শিতায় ইউটিলিটি কয়েন হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে। ভাবতে পারছেন কয়েনটা কোথা থেকে আজকে কোথায় চলে গিয়েছে? এটা একমাত্র ভালো পরিকল্পনা এবং দূরদর্শিতা ছাড়া কখনও সম্ভব নয়, যা আমাদের দাদার মধ্যে রয়েছে।
বর্তমান সময়ে বিভিন্ন কয়েন স্টেকিং করে সবাই উপার্জন করার চেষ্টা করে। তবে এবিবি কিউরেশনের সাথে স্টেকিং আর ভোটিং এডজাস্টমেন্টের আইডিয়া এককথায় অসাধারণ। এতে করে পুশের স্টেবিলিটি এবং নির্ভরযোগ্যতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করি।
তাছাড়াও পিইউএসডি এবং ইপুশ সহ আরো বেশ কিছু ইউনিক কনসেপ্ট আনা হয়েছে, যা এই প্রজেক্টে নতুন মাত্রা যোগ করেছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা সবকিছুর কার্যকারিতা দেখতে পাবো, আর সেই সেই সাথে দূর্বার গতিতে এগিয়ে যাবে ইউটিলিটি কয়েন পুশ।
সবকিছুর মূলে রয়েছে কমিউনিটি শক্তি। তাই কমিউনিটি মানে আমরাই পারি এই ইউনিক $PUSS কনসেপ্ট এগিয়ে নিয়ে যেতে। প্রতিনিয়ত প্রমোশন এবং সাপোর্ট অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলুন এগিয়ে যাই পুশকে সাথে নিয়ে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দূর্বার গতিতে এগিয়ে যাবে ইউটিলিটি কয়েন পুশ একদমই ঠিক বলেছেন। দাদার পরিকল্পনা এবং উদ্যোগ গুলো সব সময়ই আমাদের জন্য সুন্দর কিছু বয়ে আনে। পুশ এর ভবিষ্যৎ উজ্জ্বল আমরা সকলেই আশাবাদী। প্রতিনিয়ত আমাদের সবাইকে কাজ গুলো করতে হবে। তাহলে পুশ এর সাথে আমরা সকলেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS দূর্বার গতিতে এগিয়ে চলছে, এবং এগিয়ে চলছে $PUSS নিয়ে বিভিন্ন কার্যক্রম দাদার মাধ্যমে। দাদার বিভিন্ন উদ্যোগ ও কমিউনিটি পরিকল্পনা $PUSS এর স্টেবিলিটি এবং নির্ভরযোগ্যতা আরো বৃদ্ধি পাবে এই আশাই করি। $PUSS এর ভবিষ্যৎ উজ্জ্বলময় হোক এই কামনাই করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার বিভিন্ন চিন্তাভাবনা সত্যিই মাঝে মাঝে আমাকে অবাক করে দেয়। পুশ নিয়ে যেভাবে আমরা এগিয়ে চলেছি তার একমাত্র কৃতিত্ব হল দাদার। তার বিশাল চিন্তাভাবনার ফলাফল আমরা ভোগ করছি দীর্ঘমেয়াদি ভাবে। পুশ কয়েন ইউটিলিটির সাথে যুক্ত হয়ে আরো বেশি স্টেবিলিটি পেয়েছে এ কথা মানতেই হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ বলেছেন ভাই। দাদার দূরদর্শী চিন্তা ভাবনার জন্যই এমনটা সম্ভব হয়েছে। এককথায় চমৎকার বললেন আপনি। পাশাপাশি পুশ এর ফিচারর্ড গুলো আসছে সেগুলো পুরোপুরি চালু হলে সত্যি পুশ কে আমরা একটা অন্য মাএায় দেখতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit