তাই দেহকে নয় হৃদয়কে ভালোবেসে দেখো,
কোনোদিনও সেটা ফুরোবে না ।
কারণ, ভালো লাগা ফুরিয়ে যাবে,
ভালোবাসা ফুরোয় না ।
সত্যিকারের ভালবাসা একমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। সেখানে বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে হৃদয় রাঙিয়ে সীমাহীন ব্যাকুলতায় ভালোবাসা যায়।
সত্যিকারের ভালবাসা আমৃত্যু ব্যাপি বিস্তৃত 🤗