আমি রংপুর শহরে বেশ কয়েকবার গিয়েছি, তবে চিকলি পার্কে যাওয়া হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম এটি দারুন একটি জায়গা। বিশেষ করে লেক টা দেখলাম বেশ বড় আর টয় ট্রেনটা দারুন। সবমিলিয়ে দারুন একটি বিনোদন কেন্দ্র এটি , বুঝতে পারলাম। দেখি আবার উত্তরবঙ্গের দিকে গেলে ঘুরে আসবো। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
RE: চিকলি পার্কের কিছু ফটোগ্রাফি। ১০% লাজুক শিয়ালের জন্য।
You are viewing a single comment's thread from:
চিকলি পার্কের কিছু ফটোগ্রাফি। ১০% লাজুক শিয়ালের জন্য।
আমি যদিও উত্তরবঙ্গের মানুষ না। তবে রংপুর জেলায় দেখার মতো যতগুলো জায়গা আছে তার মধ্যে এটি অন্যতম তা বলতে পারি। সময় সুযোগ করে দেখে যান আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit