$PUSS শোরগোল।

in hive-129948 •  5 months ago 
$PUSS শোরগোল

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkwkNjpDbYwJE2oo4b4CPRm3puqe5xGW8TQfKNqfN6cQMKLQHksxi34iUhW1xjDJ33aAEbcj3G6xC11z9jRBL.png

আসলে হঠাৎ করে নতুন কিছুর দেখা পেলে মানুষ সেটাকে পেতে চায়। আর সেটা যদি এমন জিনিস হয় যা আপনাকে মোটামুটি রাতারাতি বেশ বড়লোক বানিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয় 😄 ঘটনাটা মাত্র কদিনের কিন্তু ইতিমধ্যে ব্যাপক শোরগোল তৈরি করে ফেলেছে।

দাদা যেমন বিচক্ষণ তেমনি তার বুদ্ধিমত্তা, হঠাৎ করেই কিভাবে কোথা থেকে যেন $PUSS এর আবির্ভাব ঘটিয়ে দিলেন। তবে আজকের পোস্টের মাধ্যমে @rme দাদার পুশ আবির্ভাবের ব্যাপারটা জানার ইচ্ছা পোষণ করছি। আমার মনে হয় এটার পেছনে বেশ মজার কোন ঘটনা কিংবা ব্যাপার থাকতে পারে। যদিও দাদা বলেছেন এটা নিছক মজা এবং বিনোদনের জন্য করা হয়েছে, কিন্তু এটা ইতিমধ্যে ব্যাপক শোরগোল তৈরি করে ফেলেছে। $PUSS আমার বাংলা ব্লগ ছাড়িয়ে তার পদচারনা দিক বেদিকে ছড়িয়েছে।

প্রচারেই প্রসার। ইতিমধ্যে যেভাবে সবাই এর প্রচার প্রচারণায় মনোনিবেশ করেছে, তাতে করে এর বিস্তৃতি ঠিক কত দূর গিয়ে ঠেকবে তা বলা যাচ্ছেনা। তবে যতদূর যাক না কেন আমাদের কমিউনিটির লোকজন ঠিক পিছু নেবে। 😀

ও আচ্ছা, কি যেন বলছিলাম? ও হ্যাঁ মনে পড়েছে। $PUSS শোরগোল নিয়ে আলোচনা করছিলাম। প্রথমেই আমরা অনেকেই মজার ব্যাপারটা তেমন বুঝতে না পারলেও শোরগোল কিন্তু ধীরে ধীরে পাচ্ছিলাম। এই শোরগোল একটা সময় কান পর্যন্ত তখন পৌঁছাল যখন শুনলাম অনেকেই নাকি রাতারাতি বড়লোক হয়ে গেছে 😄 অনেকের উপার্জনের সংখ্যা বাড়তে বাড়তে মোটামুটি সংখ্যার পেছনে বেশকিছু শূন্য বসতে শুরু করে দিয়েছে। যাইহোক ততক্ষণে কড়াকড়ি আরোপ করা হলো আর আমরা ধীরে ধীরে কিছু $PUSS কিনলাম কিন্তু শূন্য আর তেমন বাড়াতে পারলাম না। যাইহোক ব্যাপারটা এখন মজার পর্যায় থেকে এখন মোটামুটি আন্তর্জাতিক এবং মহাশূন্য পর্যন্ত ছড়িয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। তবে শোরগোল কিন্তু কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি ছড়িয়েছে, দেখা যাক সামনের দিনগুলো আমাদের জন্য কি বয়ে আনে। আমরা কিন্তু $PUSS এর পিছু ছাড়ছি না, ব্যাপারটা অনেকটা আঠার মতো লেগে থাকা বলা যায় 😀

যাইহোক সবকথার শেষ কথা হলো চলুক $PUSS শোরগোল আর উত্তেজনা ছড়িয়ে পরুক দূর বহুদূর, তবে আশা যেন পূর্ণ হয় সংখ্যার পেছনে বেশ কিছু শুন্য বানিয়ে 🤑



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

সংখ্যার পিছনে বেশ কিছু শূন্য বাহ্ দারুন। আপনি ঠিক বলেছেন পুষ এর পিছনে হয়তো দাদার একটা গল্প রয়েছে। হয়তো সময় মতো আমরা দাদার কাছে থেকে জানতে পারবো। পুষ নিয়ে ভিন্ন রকম একটি পোস্ট তুলে ধরেছেন। আপনার লেখা বরাবরই ভীষণ ভালো লাগে। পুষ এর পিছনে সবাই আটার মতো লেগে আছে। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ভাই দেখছি শব্দ নিয়ে বেশ খেলেছেন পোস্টের মধ্যে হা হা। puss নিয়ে শোরগোল পড়ে যাওয়া টা একেবারে অস্বাভাবিক কিছু না। কারণ এখন পযর্ন্ত সবাই প্রফিটে আছে। এবং সবাই বেশ ভালো একটা প্রফিটের আশা করছে। বেশ সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ আপনার মতামত টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।।

ভাই আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। $PUSS নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। যেদিকে তাকাই শুধু পুশ আর পুশ। অনেকেই হোল্ড করে মুনাফায় আছেন। নিশ্চয়ই দাদার এটার পেছনে বেশ মজার কোন ঘটনা কিংবা ব্যাপার থাকতে পারে। দাদার ঘটনা শোনার অপেক্ষায় রইলাম। আপনার পোস্ট পড়ে অনেক ইনজয় করেছি। খুব সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে।