আমি আবারো $PUSS কিনেছি। || I bought some $PUSS again. 😻

in hive-129948 •  2 months ago 
আমি আবারো $PUSS কিনেছি

I_20241201_224250_0000.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি আবারও কিছু পুশ কিনতে সমর্থ হয়েছি। সত্যি বলতে বেশ ভালো লেগেছে, অনুভূতিটা হয়তো বলে বোঝাতে পারবো না।

গত কিছুদিন আগে প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি $PUSS কিনতে পেরেছিলাম এবং সেটা বেশ কিছু দিন হোল্ড করতে সক্ষম হয়েছিলাম। এরপর কিছু কয়েন আমাকে সেল করতে হয়েছিল একান্তই ব্যক্তিগত প্রয়োজনে। কি আর করা ব্যাপারটা একদমই খারাপ লেগেছিল। যাইহোক এরপর এক ধাপে বেশ কিছু কয়েন কিনতে সক্ষম হয়েছিলাম। আজকে আবারো বেশ কিছু কয়েন কিনতে সক্ষম হলাম। আসলে স্টিমিটে আমার উপার্জন যতটুকু ছিল সেটাই পলোনিক্সে নিয়ে টিআরএক্স করে তাই ডেপোজিট করেছিলাম ট্রনলিংকে। এরপর সানপাম্প থেকে পুশ কয়েন কিনলাম। তো চলুন পুরো ব্যাপারটা দেখে নেয়া যাক।

Screenshot_2024-12-01-11-48-55-57_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

এখানে দেখা যাচ্ছে পূর্বে আমার একাউন্টে ১২৩৬৭ পুশ কয়েন রয়েছে এবং ৩৬ টিআরএক্স রয়েছে। এবার পুশ কেনার চেষ্টা করবো।

Screenshot_2024-12-01-11-53-08-62_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

পুশ কেনার জন্য আমার কাছে সানপাম্পটা বেশি ভালো লাগে। এখানে আমি ৩১ টিআরএক্স দিয়ে ১০০১ টি পুশ কয়েন কেনার জন্য অর্ডার সাবমিট করছি।

Screenshot_2024-12-01-11-53-36-87_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

এখানে দেখাচ্ছে আমার অর্ডার কমপ্লিট হয়েছে। সত্যিই দারুন ব্যাপার।

Screenshot_2024-12-01-11-55-19-96_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

অবশেষে আমার একাউন্টে পুশ কয়েন জমা হয়েছে। সবমিলিয়ে আমার একাউন্টে এখন ১৩৩৬৮ পুশ কয়েন রয়েছে।

আসলে আমি প্রতিনিয়ত কিছু কিছু পুশ কয়েন কেনার চেষ্টা করে যাচ্ছি। আসলে ব্যাপারটা আমাকে ভীষণ আনন্দ দেয় এবং বেশ স্বস্তি বোধ হয় বটে। আশাকরি খুব তাড়াতাড়ি হয়তো আরো বেশ কিছু পুশ কয়েন কিনবো, তবে দাম নিয়ে তেমন মাথাব্যথা নেই।
যাইহোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুশ প্রমোশন

Screenshot_2024-12-01-23-34-57-69_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-01-23-33-16-40_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2024-12-01-23-33-03-71_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

আজকে দেখছি আপনি পুশ কয়েন কিনেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার পুশ কয়েন কেনা দেখে আমরা অনেকেই উৎসাহিত হয়েছি বিশেষ করে আমি নিজেই এখন ভাবছি যে আমি আরো পুশ কয়েন হোল্ড করবো।"হোল্ড ইজ গোল্ড"। আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল ভাই।

আমার পুশ কেনা দেখে আপনিও অনুপ্রাণিত হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো।
আশাকরি আপনিও পুশ কিনে হোল্ড করবেন।

image.png

আমি বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম পুষ কিনব। কিন্তু এর দাম এখনো ভালো পর্যায়ে রয়েছে যার জন্য কেনার সুযোগ করে নিতে পারছি না। আপনি কিনেছেন জেনে অনেক অনেক ভালো লাগলো। আমরা এখন যদি এভাবে কিনে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্যই ভালো।

আসলে মাঝে মাঝেই কিছু পুশ কয়েন কেনার ইচ্ছে জাগে তাই আবারো চেষ্টা করলাম পুশ কেনার।
আপনিও সময় সুযোগ পেলে পুশ কয়েন কেনার চেষ্টা করুন।

নতুন করে পুশ কয়েন কেনার জন্যে আপনাকে অভিনন্দন। আশা করি এবার এটাকে হোল্ড করে রাখতে পারবেন।

ভাল থাকুন।

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা চেষ্টা করে যাবো, দেখি কি হয়।

হঠাৎ করে পুশ কয়েন কেনার মজাই আলাদা। আমিও মাঝে মধ্যে পুশ কয়েন কেনার চেষ্টা করি। আমরা সকলেই জানি পুশ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এভাবেই পুশ কয়েন অল্প অল্প করে কিনে হোল্ড করার চেষ্টা করুন। আপনার অনূভুতি পড়ে ভীষণ ভালো লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।

কমিউনিটির প্রতিটা ইউজার প্রতিনিয়ত পুষ নিয়ে কাজ করছে। নতুন করে আবার কিছু পুষ কিনেছেন আরে সেটা হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই কয়েনের ভবিষ্যৎ এখন উজ্জ্বল যত বেশি হোল্ড করে রাখবেন তত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবেন।

ধন্যবাদ ভাই।
কমিউনিটির সবার উচিত কিছু কিছু পুশ কয়েন কিনে হোল্ড করা।

নতুন করে আবার পুশ কয়েন কেনার পোস্ট শেয়ার করেছেন ভাইয়া যা দেখে ভীষণ আগ্রহ হবে সবার আশাকরি।আমরা সবাই যদি নিজেদের কয়েন বেশী বেশী করে সংগ্রহ করে রাখি তবে আমরাই দিনশেষে লাভবান হবো।ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু, আমাদের সবার উচিত বেশি বেশি পুশ কয়েন কিনে হোল্ড রাখা।

মানুষের পারিবারিক সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক।তার পরেও আপনি কিছু পুশ কয়েন কিনেছেন জেনে খুবই ভালো লাগলো। আমিও চেষ্টা করে যাচ্ছি পুশ কয়েন কেনার জন্য।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

আশাকরি তুমিও পুশ কয়েন কেনার চেষ্টা করবে।
এটা ভবিষ্যতের জন্য ভালো হবে।

আসলে পুস কয়েনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই আমাদের উচিত বেশি বেশি করে আমাদের নিজস্ব কয়েন হোল্ড করে রাখার।আপনি আবারো পুস কয়েন কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।
আসলেই পুশ কয়েনের ভবিষ্যত ভালো তাই আমাদের কিনে হোল্ড করা উচিত।

আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি পুস নিয়ে কাজ করার জন্য। আপনি আজকে অনেকগুলো পুস কিনলেন দেখে অনেক ভালো লাগলো। আমাদের সবার উচিত নিজের একাউন্টে এভাবে আস্তে আস্তে পুসের সংখ্যা বৃদ্ধি করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই।
আমাদের সবার উচিত কিছু কিছু পুশ কিনে সংগ্রহে রাখা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

এটাকে বলে পরিকল্পিত ভাবে এগিয়ে যাওয়া। একেবারে না কিনে বারে বারে কেনা ধাপে ধাপে কেনা। ক্রিপ্টো ট্রেডিং এর একটা নিয়ম এটা। যেন প্রাইজ টা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে। আপনার জন্য শুভকামনা ভাই।

ধন্যবাদ ইমন।
তুমি ব্যাপারটা ধরতে পেরেছো ❤️

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি নতুন করে আবার পুশ কিনেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আমরা সবাই জানি সামনে পুশ কয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

পুশ কয়েন আমাদের জীবনে উজ্জ্বল নক্ষত্র। তবে আপনি পুশ কয়েন কিনেছেন শুনে বেশ ভালো লাগলো। কিছু পুশ কয়েন কিনে হোল করে রেখেছেন দরকারের কারণে আবার সেল করেছেন। তবে পুশ আমাদের ভাগ্য একদিন পরিবর্তন করবে। এবং এই মুহূর্তে আপনার অ্যামাউন্টে ১৩৩৬৮+আসে শুনে বেশ ভালো লাগলো। আমি নিজেও চেষ্টা করি অল্প অল্প হলেও পুশ কয়েন কিনে রাখতে ।

আপনি আবারো $PUSS কিনেছি জেনে ভালো লাগলো। $PUSS আমাদের সপ্ন পূরণ করবে। তার কারণ হলো $PUSS এর ভবিষ্যৎ উজ্জ্বলময়। আপনি একান্তই ব্যক্তিগত প্রয়োজনে সেল দিয়েছিলেন। এখন আবার কিনেছেন, এভাবে কিনে রাখলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এখন আপনার মোট ১৩৩৬৮ পুশ কয়েন রয়েছে দেখে খুবই ভালো লাগলো।