$PUSS এক্স (X)প্রমোশন জরুরি।

in hive-129948 •  5 months ago 
$PUSS এক্স (X)প্রমোশন জরুরি

PUSS_-_2-2.png

কথায় আছে না, প্রচারেই প্রসার।
মানে আপনি কোন একটি বিষয়কে যতটা যোক্তিক ভাবে ছড়িয়ে দিতে পারবেন ততটাই সেটা সুন্দরভাবে তার অস্তিত্ব জানান দিতে শুরু করবে। দেখুন যেকোন জিনিসের শুরুটা আসলেই কঠিন, কারন তার ভবিষ্যৎ একদমই অজানা। কিন্তু আপনি যদি যৌক্তিক কার্যকলাপের মাধ্যমে সেটাকে তুলে ধরে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলেই সেটা সাফল্য গাঁথা রচনা করতে বাধ্য।

$PUSS শব্দটা ছোট্ট এবং এর শুরুটা মজার ছলে তৈরি হলেও দাদা এটাকে যৌক্তিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। প্রথমে আমাদের পক্ষে শুরু করাটা একটু কঠিন হলেও ধীরে ধীরে আমরা এর মহত্ত্ব টের পেয়ে আর দেরি না করে লেগে পরলাম $PUSS মিশনে। আসলে এখানে শুধুমাত্র লেগে থেকে ফলাফল আশা করলে হবে না এর ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।

টুইটার এক্স X যাই বলুন না কেন এটা বর্তমানে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে বড় বড় বিনিয়োগকারীদের আনাগোনায় মুখরিত এই যুগান্তকারী প্লাটফর্ম। তাই একবার যদি বড় কোন বিনিয়োগকারীর নজরে পরা যায় তাহলে সত্যিই সেটা $PUSS কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দারুন হবে। মজার ব্যাপার হলো আপনারা জেনে অবাক হবেন, কিছু বড় বড় বিনিয়োগকারীর ছোট্ট দুই লাইনের টুইট বার্তায় একটি কয়েন হঠাৎ করেই আকাশ ছোঁয়া দামে উঠে যায়। আবার একটু নাখোশ বার্তায় ব্যাপক ধস নেমে যায়। তাহলে বুঝতেই পারছেন টুইটার বা এক্স ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি একবার আমাদের $PUSS কয়েনের সঠিকভাবে প্রমোশন করতে পারি তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।

একটা টুইট করতে বেশি সময় লাগে না। ভয় পাবার দরকার নেই নিজে যতটুকু বোঝেন, সেটাকে ইতিবাচকভাবে গুছিয়ে সঠিক ট্যাগ ব্যবহার করে এক্স প্রমোশন করুন। এখানে এতো বাঁধাধরা নিয়ম নেই, আপনি আনন্দের সাথে ছোট্ট ছোট্ট টুইট করুন। যদি তবুও কোন কিছু বোঝার ব্যাপার থাকে, যারা নিয়মিত প্রমোশন করছেন তাদের টুইটগুলো ফলো করতে পারেন। যাইহোক আমি আশাবাদী সবাই সবার জায়গা থেকে $PUSS কে প্রমোশন করার চেষ্টা করবেন। হয়তো আপনার একটা টুইট ভালো কিছু বয়ে আনতে পারে 🤑

TNXt1szZ4jbxkbMJS93bNBZZLFUhGTNSasC2JDUoSS4V7ktBC5N9F7MPQKfUZqf5Jx3RS7BrkBPa1zvWH26okhX8WE1yfr71TamEaGCw77...YB4hRMg2p82Y5ZrQUCP6NPSto4JwJkBPbgKd9jUJ3F8RsMNUcLUBMzJ7NDWjiyDnJKKPcLUAhx8QXHcwCYk5b89wdnfyhpKSqr42UPfPYpyqtbr6a1PqsZRvu.webp



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

$PUSS এক্স (X)প্রমোশন জরুরি একদমই ঠিক বলেছেন। আমরা সকলেই যদি সঠিক ভাবে $PUSS এক্স (X)প্রমোশন করি। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে সবাই $PUSS এক্স (X)প্রমোশন করার উৎসাহ পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এখন আমাদের সবার উচিত $PUSS কয়েন নিয়ে প্রচুর পরিমাণে টুইটারে প্রমোশন করা। তাহলে গড়বড় ইনভেস্টরদের নজরে আসবে আমাদের প্রিয় $PUSS । অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলে প্রমোশনের জন্য টুইটার কিংবা এক্স (x) বেশ গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া। টুইটার ক্রিপ্ত ইন্ডাস্ট্রিতে ব্যাপক প্রভাব ফেলছে। তাই আমাদের সবাইকে puss এর প্রমোশনের জন্য সেখানে টুইট করা জরুরি। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনি ঠিক বলছেন ভাই $PUSS এক্স (X)প্রমোশন জরুরি। আমরা যদি বেশি করে (X)প্রমোশন করি তাহলে খুব তাড়াতাড়ি $PUSS সকলের নিকটে পৌঁছে যাবে। যত বেশি প্রমোশন ততো বেশি লাভ। এত সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।