আশাকরি সবাই ভালো আছেন।
আজ একটি শোক সংবাদ নিয়ে পোস্ট করছি। আমার খালাম্মা আজ দুপুরে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজ উপর ওয়ালা তাকে তার কাছে নিয়ে গেছেন।
যথারীতি সকাল থেকেই আমার কাজের চাপ ছিল। গতকাল থেকেই শুনছিলাম তার শরীরটা বেশ খারাপ, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাই মনটা সকাল থেকেই খুব খারাপ ছিল, তবুও বেরিয়েছিলাম ইসলামী ব্যাংকের দরকারি একটা কাজে। আমি যখন ইসলামী ব্যাংকের গাড়িতে মাঝ রাস্তায় ঠিক তখনই খারাপ খবরটা শুনতে পেলাম। তখন ইসলামী ব্যাংকের লোকজন স্বান্তনা দিলেন। কিন্তু কাজটি শেষ না করে ওখান থেকে ফিরে আসা কোনমতেই সম্ভব নয়, এতে আমার কোম্পানীর রেপুটেশন নষ্ট হবে। বাধ্য হয়ে কাজ শুরু করলাম কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, কাজটি জটিল পর্যায়ে ছিল। প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছে সারতে। যাইহোক ইসলামী ব্যাংকের কাস্টোডিয়ান ভাইয়েরা যথেষ্ট আন্তরিক মানুষ, উনারা খুব দ্রুত তাদের গাড়িতে করে একদম আমার বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে।
যাইহোক আমি দ্রুত সময়ের মধ্যে পরিবারের সবাইকে তৈরি হতে বলি এবং আমি নিজেও তৈরি হয়ে যাই। এরপর গাড়িতে উঠে খালার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম কিন্তু রাস্তার অবস্থা দেখলাম ভীষণ খারাপ। জানাজা এবং মাটি আগামীকাল সকালে দেয়া হবে। তাই ধৈর্য্য ধরে রাস্তায় এগিয়ে যাচ্ছি, রাস্তা যেন ফুরাচ্ছেই না।
খালাম্মা আমাকে একদম নিজের ছেলের মতো আদর করতেন, মাঝে মাঝেই চোখে পাতা ভিজে যাচ্ছে। আসলে ভালো মানুষগুলো খুব তাড়াতাড়ি ওপারে চলে যায়।
যাইহোক সবার দোয়া কামনা করছি।
প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এরকম আন্তরিক হওয়া উচিত। প্রিয় মানুষ গুলো যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন কোন কাজেই যেন ভালোভাবে মন বসে না। যদিও আপনি অফিসের দায়িত্ব এবং রেপুটেশনের দিক চিন্তা করে কাজটি ফেলে আসেন নি। এটাও অনেক বড় গুরুত্বপূর্ণ ছিল। আপনার খালাম্মার জন্য দোয়া করি যেন আল্লাহতালা বেহেশত নসিব করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। তবে এভাবে পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। দোয়া করি আল্লাহ আপনার খালাম্মাকে জান্নাতবাসী করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীর্ঘদিন অসুস্থতায় ভোগা অনেক কঠিন। আর ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে তো কষ্ট অনেক বেশি। আপনার খালাম্মার আত্মার শান্তি কামনা করি। আপনাদেরও মনের জোর বজায় থাকুক পরিস্থিতি সামাল দিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার খালাম্মা মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফেরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাকে মাফ করে জান্নাত নসিব করে। আপনাদের সকলকে যেন শোক সইবার তৌফিক দান করে আমিন। এই দুঃসংবাদ শুনে খুব খারাপ লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আপনার খালাম্মা আজ আর পৃথিবীতে নেই।শুনে খুবই খারাপ লাগলো ভাইয়া। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তিনি তাকে জান্নাতবাসী করবেন।আপনাদের পরিবারের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।শোক ভুলে থাকার তৌফিক আল্লাহ দান করুন,আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমেই আপনার খালামার জন্য মন ভরে দোয়া করি। সৃষ্টিকর্তা যেন উনাকে জান্নাতের সবচাইতে উঁচু মাকাম দান করেন। সেই সঙ্গে তার পরিবারকে শোক সইবার তৌফিক দান করুক। যেহেতু আপনাকে ছেলের মত দেখতেন তাই নিঃসন্দেহে আপনার মন মানসিকতা খুবই খারাপ তা বুঝতে পেরেছি। যাইহোক খবরটি শুনে নিজের কাছেও খুব খারাপ লাগছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার খালাম্মা দীর্ঘ রোগভোগের পর পরলোক গমন করেছেন শুনে খুব খারাপ লাগলো। তাঁর আত্মার পরম শান্তি কামনা করি পরমেশ্বর এর কাছে। তাঁর পরকাল মঙ্গলময় হোক। তবে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন এটা খুব খারাপ লাগার একটি বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit