কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. মার্কার।
২. কম্পাস।
৩. সাদা কাগজ।
৪. পেন্সিল ✏️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে অর্ধেক গোল এঁকে নিব।
ধাপ:-০২
এবার আর একটু বড় করে অর্ধেক গোল এঁকে নিব।
ধাপ:-০৩
এভাবে আরো কয়েকটা অর্ধেক গোল এঁকে নিব।
ধাপ:-০৪
এবার গোলের মাঝখানে দাগ টেনে নিব।
ধাপ:-০৫
মার্কার এর সাহায্যে গোল ভরাট করে নিব।
ধাপ:-০৬
এবার এভাবে ছোট ছোট গোল করে গোলটা ভরাট করে নিব।
ধাপ:-০৭
এখন পাতার মতো করে এঁকে ডিজাইনটা ভরাট করে নিলাম।
ধাপ:-০৮
এবার এভাবে ডিজাইনটা করে ডিজাইন টা ভরাট করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৯
এখন ফুলের মত ডিজাইন করে ফুলটা ভরাট করে নিব।
ধাপ:-১০
এবার এভাবে ডইজআইন টা করে ডইজআইন টা ভরাট করে নিলাম।
ধাপ:- শেষ ধাপ
সমস্ত কাজ শেষ করার পর আমি আমার একটা সিগনেচার দিয়ে দিলাম।এইতো হয়ে গেল আমার আজকের ম্যান্ডেলা আর্ট। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পর এই ম্যান্ডেলা আর্টটি করলাম। অনেক দিন পর করার জন্য অনেক সময় লেগেছে করতে আজকে। খুব একটা ভালো হয়নি।মন মতো করতে পারি নাই। তারপরও চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
মার্কার দিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া।খুব সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্টগুলো খুব ভাল লাগে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কার দিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের আর্ট আমার খুব ভাল লাগে। আপনি দক্ষতার সঙ্গে সম্পূর্ন আর্ট করেছেন। এই আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, আপনার অঙ্কিত ম্যান্ডেলা দেখে বেশ বুঝতে পারছি, কতটা ধৈর্য সহকারে অংকন টি সম্পন্ন করতে হয়েছে। কেননা ম্যান্ডেলা অঙ্কন করতে গেলে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি সেই সময় ও ধৈর্য ধারণ করে মার্কার দিয়ে ম্যান্ডেলা আর্ট করেছেন। যা দেখতে খুব খুব আকর্ষণীয় লাগছে। আপনি কিভাবে মার্কার পেন দিয়ে ম্যান্ডেলাটি সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কার দিয়ে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এ ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কার দিয়ে ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। সত্যি ভাই আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কার পেন দিয়ে অংকন করা খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই কলমের কালি মোটা হবার হলে সহজেই যেকোনো জিনিস অংকন করা যায়। তারপরও এই ধরনের জিনিস অংকন করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি অন্যান্য আর্টের মধ্যে ম্যান্ডেলা আর্ট একটু কঠিন যেটা আমার কাছে মনে হয় । ম্যান্ডেলা আর্ট তৈরি করা কঠিন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আপনি মার্কার পেন দিয়ে খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক চমৎকার হয়েছে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই নিখুঁতভাবে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। মার্কার কলম দিয়ে এভাবে আর্ট করলে একটু বেশি ভালো লাগে দেখতে। দেখে বুঝতে পারছি এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। বেশ ভালোভাবেই অঙ্কন করেছেন পুরো আর্ট। আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ম্যান্ডেলা আর্টটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটা তৈরি করতে আপনার। তবে দারুণ হয়েছে ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit