কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করার পর হঠাৎ কেন যেন খুদা লেগে গিয়েছিল। পড়ে রুমমেট কে বললাম যে আজকে তো খুদা লেগেছে কি করা যায়। রুমমেট বললো ভাই আমারো একই অবস্থা। চলেন বাহিরে যায়।রাত আনুমানিক 11.30 বাজে তখন। এরপর সবাই মিলে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি একটা বেকারি দোকান খোলা আছে। দোকানে পেট ভরার মতো খাবার ছিল। এদের খাবার গুলো একদম লাইভ তৈরি করে থাকে। দোকানে পাশে এদের ফ্যাক্টরী এদের সব খাবার গুলো দাঁড়িয়ে লাইভ দেখা যায়।
এই খাবার গুলো রাতের বেলায় তৈরি করা হয়।রাতে তৈরি করে আর সারাদিন বিক্রি করে। প্রথমে আমরা একটা কেক আর কয়েকটি বন রুটি 🍞 অর্ডার করলাম। বন রুটি গুলো গরম গরম হওয়ায় খুব মজাদার ছিল।আর কেকটা তেমন মজাদার ছিল না। খাওয়া দাওয়া শেষ করে একটা চা দোকানে গিয়ে আড্ডা দিলাম কিছু সময়।এর মধ্যে আবার হঠাৎ বৃষ্টি চলে আসছিল। হঠাৎ করে মুশল ধারে বৃষ্টি নামতে শুরু করেছে।যাওয়ার মতো কোনো জায়গা পায়নি।আশে পাশে সব দোকান গুলো বন্ধ ছিল। পড়ে আর কি করা চা দোকানে কষ্ট করে দাঁড়িয়ে ছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ভিজে গিয়েছিলাম।আধা ঘন্টা যাওয়ার পর যখন বৃষ্টি থামছিল না তখন হালকা বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মধ্যে এক দৌড়ে চলে এলাম বাসায়। এরমধ্যে ভিজে অবস্থা খারাপ। এইভাবে যে বৃষ্টি হবে আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজবো এটি অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গিয়েছিল। আসলে রাতে বেলা ঢাকা শহরে ঘোরাঘুরি করার মজাই আলাদা।কারণ ঢাকাতে রাতের বেলায় জানজট কম থাকায় ঘুরতে বেশ ভালো লাগে। আমরা কলিগরা মিলে মাঝে মধ্যে এইভাবে রাতে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যায়। ঢাকা ফাঁকা রাস্তায় পাশে বসে চা আর ফুচকা অথবা কাবাব খেতে কি যে ভালো লাগে সেটা বুঝাতে পারবো না। আমার কাছে এই খাবার গুলো সবচেয়ে বেশি ভালো লাগে রাতে শহরে । বিশেষ করে পুরাতন ঢাকায় রাত যতো গভীর হবে ততই খাবারের দোকান গুলো জাঁকজমক পূর্ণ হয়। যাইহোক আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় খাওয়া দাওয়া করার পরও ক্ষুধা লেগে যায়। ঠিক বলেছেন ভাই, রাতের বেলা ঢাকায় ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। কারণ রাস্তা ঘাট ফাঁকা থাকে। যাইহোক বেকারি দোকান খোলা ছিলো বিধায় টুকটাক কিছু খাবার খেতে পেরেছেন। ফাঁকা রাস্তার পাশে বসে কাবাব বা ফুচকা খেতে আমারও খুব ভালো লাগে। যাইহোক অবশেষে এতো রাতে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরতে হলো। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের বেলা বেরিয়ে খুব ভালোই খাওয়া দাওয়া করেছেন এবং বেশ ভালো সময় কাটিয়েছেন। আমার কাছে রাতের বেলা বাইরে ঘুরাঘুরি করতে খাওয়া-দাওয়া করতে অনেক ভালো লাগে আর প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি দেখতে এত বেশি সুস্বাদু লাগছে। ধন্যবাদ আপনাকে রাতের বেলা খাওয়া দাওয়া করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit