নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন ! Steemit তেমন ভাবে কখন ব্যবহার করিনি ...তাই Steemit এ যে এমন একটি অসাধারণ বাঙ্গালী গ্রুপ আছে বা হতে পারে আমার কোনো ধারণাই ছিল না...অ্যাডমিন এবং অন্য সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এমন একটি প্রচেষ্টা এর জন্য....আপনারা এই ভাবেই এগিয়ে চলুন
গ্রুপ এ এটি আমার প্রথম পোস্ট.....ভ্রমণ কাহিনী বা ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে যদি আপনার উৎসাহ থাকে তাহলে আশা করবো আপনাদের এই পোস্ট টি ভালো লাগবে!....আপনাদের মতামত অবশ্যই জানাবেন...খারাপ হলে দু কথা শুনিয়েও দিতে পারেন...
গত ক বছর ধরে ঘরের ভিতর বসে বসে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল....করোনা নিয়ে একের পর এক বাজে খবর শুনতে শুনতে আর পারছিলাম না.... করোনা এর প্রকোপ একটু কমাতে শেষ অব্দি আর নিজেকে আটকাকে পারলাম না....!!... ঠিক করলাম কাছাকাছি কোথাও একুট ঘুরে আসা যাক....
কাছাকাছি এর মধ্যে ঘোরার জায়গা বলতে তো দিঘা, মন্দারমণি, তাজপুর বা বকখালি...ও তো আগেও গেছি... পরেও কখনো যাওয়া যাবে....তাই ঠিক করলাম সুন্দরবন্ যাবো..... মার্চ মাস ....সময় তা একেবারেই আদর্শ সময় নয়....কিন্তু তবুও ঠিক করলাম...এখানেই যাই...যা থাকে কপালে!!!
অগত্যা, এক শনিবার এর সকালে আমাদের যাত্রা শুরু! সাথে আমার স্ত্রী!
কলকাতা এর একটি ট্রাভেল এজেন্সী এর সাথে কথা বলে আমরা দুই দিন এক রাত্রির এক প্যাকেজ ঠিক করলাম. ...ঠিক হলো আমাদের পার্ক স্ট্রিট থেকে পিক আপ করা হবে....
প্রথম দিন
পার্ক স্ট্রিট ছিল আমাদের পিক আপ পয়েন্ট. ....আমাদের সাথে বেশ কিছু আরও সহযাত্রী ছিলেন.... দ্বিতীয় পিক আপ পয়েন্ট ছিল সাইন্স সিটি.....দুই জায়গা থেকে পিক আপ হওয়ার পর শেষ অব্দি আমাদের যাত্রা শুরু হলো সকাল ০৯ তা নাগাদ....মাঝে ছোট একটু বিরতি ব্রেকফাস্ট এর জন্য...এছাড়া গাড়ি তেও আমাদের হালকা কিছু স্নাক্স দেয়া হয়েছিল....!
বাসন্তী হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছোট শুরু করলো......প্রায় ঘন্টা দেড়েক চলার পর আমরা এসে পৌছালাম গদখালী তে....এখানে আমাদের গাড়ি চলা শেষ...এবার শুরু জলপথ ভ্রমণ!....
গদখালী এর ঠিক ওপারেই ...গোসাবা....ছোট বেলা থেকেই খবর এর কাগজে নাম শুনেছিলাম জায়গা টার...মনে পরে গেলো!
যাই হোক, আমাদের জন্য আগে থেকেই লঞ্চ ঠিক করা ছিল.... উঠে পড়া গেলো লঞ্চ এ ....লক্ষ্য সুন্দরবন.....
এদিক ওদিক দেখতে দেখতে সময় কাটতে লাগলো...হাতে ক্যামেরা থাকলে সময় কাটানোর সমস্যা হয়না....এদিক ওদিক দেখতে দেখতে দিব্বি সময় কাটতে লাগলো...আমাদের প্রথম দিন থাকার জন্য পাখিরালায় বলে একটি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছিল...জানতে পারলাম ওখানে যেতে প্রায় ঘন্টা আড়াই সময় লাগবে...প্রথমেই সবার জন্য চা এবং কিছু হালকা স্নাক্স দেয়া হলো....
দুপুরের খাবার এর ব্যবস্থা লঞ্চ এর মধ্যেই করা হয়েছিল..... সরু চাল এর ভাত, ডাল, আলু ভাজা, দুই রকম মাছ, তরকারি এবং, চাটনি দিয়ে খাওয়া টা মন্দ হলো না.... স্বাদ ও মোটের ওপর ভালোই... বাইরে বেরিয়ে তাও আবার লঞ্চ এর মধ্যে এর থেকে বেশি কিছু আশা না করাই ভালো...
লঞ্চ যারা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন... তাদের কাছে প্রথমেই জেনে নিয়েছিলাম যে এই মার্চ মাসে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়ার আশা না করাই ভালো...গরম যেহেতু শুরু হয়ে গেছে....দেখা পাওয়ার চান্স খুব একটা নেই.... কিন্তু আশা ছাড়তে পারলাম না...দেখাই যাক না শেষ অব্দি....তাই আশেপাশে যা দেখা যাই তাই দেখতে দেখতে চলতে থাকলাম.....
মাঝখান যদি আর দুই পাশের ম্যানগ্রোভ অরণ্য....এই নিয়েই সময় কাটতে থাকলো সময়....বিকেল প্রায় তিন টের সময় আমরা এসে পৌছালাম পাখিরালায় তে ....আগেই বলেছি আজ আমাদের থাকার ব্যবস্থা এখানেই....
যে হোটেলে আমরা ছিলাম...তার নাম ছিল বনলতা....হোটেল এর ব্যবস্থা মোটামুটি ভালোই...হোটেল টি দেখে মনে হলো খুব বেশিদিন এর পুরোনো নয়....নতুন নতুন এ হয়তো হোটেল টি খোলা হয়েছে....প্রতি টি গ্রুপ এর জন্য একটি করে রুম বরাদ্দ ছিল.... রুম গুলি মোটামুটি ভালোই...পরিষ্কার বিছানা, বাথরুম সমেত AC রুম ....
ঠিক হলো...একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে আবার যাত্রা শুরু করবো... বিকেলে দেখার মধ্যে সারাদিন বাইরে ঘুরে বেড়ানো এর পর পড়ন্ত বিকেলে পাখি দের ঘরে ফিরে আসা... সুযোগ থাকবে বেশ কিছু অন্যরকম পাখি দেখতে পাওয়ার যা সচরাচর দেখতে পাওয়া যায় না...শীতকালে এই রকম পাখি দেখতে পাওয়ার সুযোগ সবথেকে বেশি থাকে....
সুন্দরবন্ এ বনবিবি দেবী এর পূজা করা হয়...পুরো সুন্দরবন এলাকায় এই দেবী কে খুব এ মান্য করা হয়....তো সন্ধেয় এর অনুষ্ঠানে এই দেবী এর ওপর এ কিছু লোকগীতি আমরা শুনতে পাই ....সব কিছু বুঝতে না পারলেও বেশ উপভোগ করছিলাম...এই ধরণের অনুষ্ঠানে আগে কখনো দেখিনি...
দেখতে দেখতে প্রথম দিন কেটে গেলো...রাত এ খাবার এ ছিল... ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন...যারা নিরামিশভোজী তাদের জন্য পনির এর ব্যবস্থা করা হয়েছিল...খাবারের আয়োজন বিশেষ কিছু না হলেও মোটের ওপর খুব একটা খারাপ ছিল না...সব মিলিয়ে প্রথম দিন মন্দ কাটলো না....
পরের দিন যাওয়ার কথা সুন্দরবন মেন্ সেক্টর এ, যেখানে টাইগার রিসার্ভ আছে বা বলা ভালো যেখান থেকে বাঘ দেখতে যাওয়ার ভালো সুযোগ আছে.....দেখা যাক সেখানে কি হয়!!
প্রথম দিন এর এখানেই ইতি....এখনো অব্দি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না....!!
@entf007
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। সুন্দরবন সম্পর্কে নানা রকম ধারনা পেলাম। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করার কিছু নিয়ম আছে।
উল্লেখ্য যে 👇
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে। এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের discord এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
পরিচিতিমুলক পোস্ট করার সকল নিয়ম দিয়ে আপনাকে অবগত করেছি আপনি সঠিক সময় পরিচিতিমুলক পোস্ট করবেন।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আর এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। discord এ জয়েন থাকুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের
Discord এ 👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার খুব ইচ্ছে সুন্দরবনে ঘুরতে যাবার কিন্তু সেই সময় কিংবা সুযোগ একটাও আসেনা। প্রকৃতির অপরুপ দৃশ্যটা একবার অবলোকন করা দরকার। আপনার পোস্ট পড়ে ইচ্ছা তীব্র থেকে তীব্রতর হয়ে গেলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://som-landing.glitch.me/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit