একগুচ্ছ স্মৃতি - কলেজ জীবনের।

in hive-129948 •  2 years ago 
নতুন নতুন সবকিছুতে কার না ভয় লাগে ? সেটা প্রায় আজ থেকে ১ বছর আগের কথা। SSC পরীক্ষা শেষ হয়েছে এখন কলেজ এ ভর্তির পালা। স্বভাবতই রেজাল্ট তেমন বেশি ভালো ছিল না। এছাড়াও আম্মু বাসা থেকে বেশি দূরের কোনো কলেজ এ ভর্তি হওয়াতে মোটেও মত দিতো না।


তাই আর বাসা থেকে বেশি দূরে কোথায় কলেজ এর জন্য এপলাই করিনি। এপলাই এর রেজাল্ট যখন আসে স্বভাবতই ধারে কাছের কলেজ থেকেই আসে। তো ভর্তির কার্যক্রম শেষ করে প্রথম ক্লাস এর তারিখ ঘোষণা করে দিয়েছে , ক্লাসএ সবাইকে উপস্থিস থাকতে বলা হয়েছিল ।


সব শেষে যাওয়ার পালা। যেহেতু আমি চিনিনা কলেজ কোথায় সেহেতো আব্বুকে আমার সাথে নিয়ে যেতে হবে। যদিও কলেজ বাসা থেকে ধরে কাছে কিন্তু আমার সেখানে সচরাচর যাওয়া হয়না। যাইহোক , ঐদিন যাওয়ার পর আমি কিচ্ছু চিনিনা জানিনা। দারোয়ান কে জিজ্ঞেস করার পর উনি বললো ইন্টার এর প্রথম বর্ষের সব ছেলেদের ৪ তলায় বসতে বলা হয়েছে। আমি দেরি না করা গেলাম ৪ তলায়।


গিয়ে দেখি তেমন কেউ আসে নি। কিচ্ছুক্ষন যাওয়ার পর পুরো ক্লাস ভর্তি হয়ে গেলো। প্রতি বেঞ্চ এ ৩ জন করে বসে ও জায়গা হচ্ছিলোনা , তাই সবাইকে অডিটোরিয়াম এ দিয়ে বসতে বলে , সেখানে আমাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হবে।


আর যেহেতু এটা combined কলেজ ছিল না তাই শুধু আমরা ছেলেরা ছেলেরা ছিলাম , প্রথম দিনই অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিলো কিন্তু ভাগ্যের সেই নির্মম পরিহাস ওরা সবাই অন্য সেকশন এ ছিল। সত্যি বলতে আমি যেমনটা ভেবেছিলাম তেমন ছিলোনা ঐদিনটা। সবার সাথে কথা বলে ঐদিন ভালোই লেগেছিলো ।


জীবনের সব থেকে সংক্ষিপ্ত সময় গুলোর মধ্যে কলেজ জীবনটা অন্যতম। কেননা , তখন আমরা বলতে গেলে অনেক বড় হয়ে যাই , নিজেদের মধ্যে অনেক বিশাল বড় একটা পরিবর্তন এসে পরে। বন্ধু বান্ধবদের প্রতি আলাদা ভাবে একটা মায়া জন্মায়। কিন্তু সেই মায়া ২ বছর পর ত্যাগ করে চলে আসতে হয়। হয়তো ২-১ জনের সাথে দেখা হবে যদি একসাথে একই ভার্সিটি তে ভর্তি হই , কিন্তু কলেজ জীবনের বন্ধুত্বটা তো ২-১ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না।


12.JPG

Img

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই অনুচ্ছেদটি পড়ে আমার কলেজ জীবনের অনেক কথা মনে পরে গেল। আসলেই কলেজ জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়। মায়া-মমতা জন্মায়, বন্ধুত্ব টা কি সেটা ভালোভাবে বুঝতে শেখায়। আপনি অনেক চমৎকার ভাবে বিষয় গুলো ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

এই ছোট্ট একটা সময়ের মধ্যে লক্ষ স্মৃতি মনের মধ্যে গেথে থাকে । ধন্যবাদ আপু :)

কলেজ জীবন বলেন আর স্কুল জীবন বলেন এর মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে তা কোনো দিনও ভুলার নয়। কলেজ জীবনে আমরা খুব কম সময় কাটিয়েছি তারপরও বহু স্মৃতি জমে আছে। আপনার পোস্ট পড়ে আমি যেন কিছুক্ষণের জন্য হলেও ফিরে গিয়েছিলাম কলেজ জীবনে। আপনার কলেজ জীবনের খুব সুন্দর মুহূর্ত সংক্ষিপ্ত আকারে শেয়ার করার জন্য ধন্যবাদ।

যদিও এখনো বাকি আরো ৭-৮ মাস এর মতো , আপু । ধন্যবাদ আপনাকে :)

অল্প সময়ের মধ্যে কলেজ জীবনটা খুবই সুন্দর একটি সময় কাটে। এরপরও অল্প সময় থাকলেও অনেক স্মৃতি জড়িয়ে থাকে। স্মৃতিগুলো খুব নাড়াদে সবসময়। খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন খুব সংক্ষেপে। আমার কলেজ জীবনের স্মৃতি মনে করিয়ে দিলেন।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

শিক্ষাজীবন মধুর জীবন, কলেজ জীবন জড়িয়ে থাকে হাজার স্মৃতি হাজার মধুর সম্পর্ক। তখন সবাই মাঝে একটা ম্যাচুয়েট ভাব চলে আসে। একটা সময় গিয়ে কেউই পাশে থাকে না। যে যার মত হয়তো মাঝেমধ্যে কারো সাথে দেখা হয়ে যায়। তবে ভালোবাসাটা আগের মতই থাকে। আপনার কলেজ জীবনের প্রথম দিনের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা। এত সুন্দর করে অনুভূতিগুলো প্রকাশ করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

ধন্যবাদ ভাইয়া ।

আসলে কলেজ জীবনের মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি রয়ে যায়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ছাত্র জীবনে প্রতিটি মুহূর্ত খুবই আনন্দময় এখন বুঝতে পারছি। আপনি খুব সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।