লেভেল ২ হতে আমার অর্জন - By @esh-ebrar

in hive-129948 •  2 years ago  (edited)

43.JPG

কিছুদিন আগেই লেভেল ১ এর পরীক্ষা দিলাম। তারপর গত বুধবার লেভেল ২ এর ক্লাস করেছিলাম। আর এই বুধবার মৌখিক পরীক্ষা। kingporos ভাইয়া বললো শুক্রবার রাতের মধ্যে লিখিত পরীক্ষার পোস্ট করে দিতে। তাই ভাবলাম দেরি না করে আস্তে ধীরে বসে লিখে ফেলি। আর এমনিতেও লেভেল ২ এর বিষয়টা আমাদের জন্য সত্যিই অনেক গুরুত্ব পূর্ণ।

Posting key এর কাজ কি ?

পোস্টিং কি শব্দটি শুনলেই বুঝা যাচ্ছে এটা পোস্ট সংক্রান্ত কোনো বিষয়ের কাজে লাগবে। ঠিক তাই , আমরা যদি স্টিমিট এ যেকোনো প্রকার পোস্ট করতে চাই তাহলে আমাদের পোস্টিং কি এর প্রয়োজন হবে। শুধু পোস্ট বললে ভুল হবে কাউকে ভোট দেয়া , কমেন্ট করা + রেস্টিম ও ফলো , আনফলো করতে আমাদের পোস্টিং কি ব্যবহার করতে হবে।

Active key এর কাজ কি ?

একটিভ কি মূলত আমাদের ফিনান্সিয়াল সব ধরণের কাজের জন্য ব্যবহার করা হয়। ফিনান্সিয়াল কাজ বলতে আমি বুঝতে চেয়েছি ওয়ালেট সংক্রান্ত সব ধরণের কাজ। কাউকে স্টিম পাঠানো , SBD থেকে স্টিম কনভার্সন , উইটনেসস ভোট সাথে ইন্টারনাল মার্কেট এ ক্রয় বিক্রয় করার জন্য ব্যবহার করা হয়।

Owner key এর কাজ কি ?

Owner কি হচ্ছে সম্পূর্ণ মালিকানা সম্পর্কিত কি। এটাকে এক কথায় দলিল বললো চলে। ওউনার কি এর মাধ্যমেই আমরা আমাদের একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবো। আর আমরা ওউনার কি এর মাধ্যমে ওউনার , এক্টিভ ও পোস্টিং কী পরিবর্তন করতে পারবো।

Memo key এর কাজ কি ?

মেমো কি সচরাচর আমাদের ব্যবহার করা হয়না। তবে এটার কাজ হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ পাঠানো বা দেখার জন্য। এনক্র্যাটপেড মেসেজ বলতে আমি বুঝতে চেয়েছি এমন মেসেজ যেটা কিনা অন্য কেউ দেখতে পাবে না। ধরুন আমি আপনাকে একটা মেসেজ পাঠাবো এবং আমি চাচ্ছি আপনি ছাড়া যাতে অন্য কেউ সেই মেসেজটা দেখতে না পারে। আর সেই মেসেজটা দেখার জন্য আপনার মেমো কি এর প্রয়োজন হবে।

Master password এর কাজ কি ?

মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আমার সবগুলো পাসওয়ার্ড এর মাথা। এটাই একমাত্র পাসওয়ার্ড যেটা কিনা আমাদের সব পাসওয়র্ড এর কাজ করতে পারে। আর আমাদের সব পাসওয়র্ড গুলো মূলত এই মাস্টার পাসওয়ার্ড থেকেই জেনারেট হয়। তবে যেহেতু মাস্টার পাসওয়র্ড দিয়ে সব কি এর কাজ করা যাবে কিন্তু কোনো ভাবেই আমরা এমনটা করবো না। এতে আমাদের সিকিউরিটি ইস্যু তৈরী হতে পারে । সব শেষে যতটুকু সম্ভব আমাদেরকেই তো সতর্ক থাকতে হবে ।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড যেহেতু অনেক সেনসিটিভ একটি কি সেটাকে আমাদের অবশ্যই সঠিক ভাবে ও সুরক্ষিত ভাবে সংরক্ষণ করতে হবে। আর আমরা আমাদের মাস্টার পাসওয়র্ড সংরক্ষণে মাস্টার্ড পাসওয়ার্ড কে একটি ডাইরি তে লিখে সুরক্ষিত একটি জায়গায় রেখে দিতে পারি , তারপর সেই PDF ফাইলটি গুগল ড্রাইভ এর মধ্যে রাখতে পারি এবং অবশ্যই 2FA অন করে রাখতে হবে। যাতে খুব সহজে কেউ আমাদের গুগল ড্রাইভ একাউন্ট এক্সেস করে না পারে ।

পাওয়ার আপ কেন জরুরী?

আমরা যারা দীর্ঘস্থায়ী ভাবে স্টিমিট অর্থাৎ ব্লগ্গিং এর সাথে জড়িয়ে থাকতে চাই তাদের জন্য অবশ্যই পাওয়ার উপ জরুরি। এতে আমাদের একাউন্ট আরো শক্তিশালী হবে। এছাড়াও পাওয়ার উপ এর মাধ্যমে আমাদের কিউরেশন রিওয়ার্ড বৃদ্ধি পাবে। কিউরেশন রিওয়ার্ড বলতে আমি বুঝিয়েছি আমরা কাউকে ভোট দিলে যে রিওয়ার্ড আমরা পেয়ে থাকি।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে ওয়ালেট এ যেতে হবে এবং একটিভ কি দ্বারা লগইন করে আমার লিকুইড স্টিম ব্যালান্স এর ড্রপডাউন বাটন এ ক্লিক করতে হবে এতে একটি অপসন থাকবে "পাওয়ারআপ" নাম একটি অপসন থাকবে। এবং সেখানে ক্লিক করে এমাউন্ট বসিয়ে পাওয়ার আপ বাটন এ ক্লিক করলেই আমার পাওয়ারআপ হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড এর কাজ কি?

আমরা যখন কাউকে স্টিম অথবা SBD পাঠাতে যাই তখন সেটাকে কেন পাঠাচ্ছি সেটা উল্লেখ করলে হলে আমরা মেমো ফিল্ড ব্যবহার করতে পারি। এটা মুলত কোনো এক্সচেঞ্জ এ ডিপোজিট করার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

আমাকে সেখানে ৩০০ SP লিখতে হবে।

আমিনটেই এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে পোস্ট অনেক বড় হয়ে গিয়েছে। তাই আর কথা বাড়াচ্ছিনা না। আর পোস্ট যাতে অনেক বড় হয়ে না যায় সেই জন্য কিছু কিছু প্রশ্নের উত্তর অনেক সংক্ষেপে দিয়েছি। আশা করছি তাতে কোনো সমস্যা হবে না , ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এবিবি স্কুল থেকে আপনি লেভেল দুই সম্পূর্ণ করেছেন শুনে খুবই ভাল লাগল।এভাবেই এগিয়ে যান সেই কামনা করি।ভাল ভাল কাজ আমাদের মাঝে উপহার দিবেন ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

লেবেল টু আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখানে পাসওয়ার্ড সম্পর্কে আমাদেরকে বোঝানো হয় শেখানো হয়। যাই হোক আপনি লেভেল o২ হতে খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন। পরবর্তীতে লেভেলের জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ আপু।

উত্তর গুলো ঠিকই দিয়েছেন আমার বাংলা ব্লগের সব কটি নিয়ম পড়েছেন? তাহলে এতগুলো রোমান হরফ ব্যবহার করলেন কেন?

আসলে ভাইয়া , টাইপ করার সময় ওই ওয়ার্ড গুলোর বানানে একটু প্রব্লেম হয় তাই এভাবে লিখেছিলাম।

বাংলা হরফে টাইপ করবেন। বাকিরা আরামসে বুঝতে পারবে।