অনেক আগে থেকেই ভাবছিলাম এই ডিসেম্বর এ কোথাও একটা ঘুরতে যাবো। ডিসেম্বর এর কারণ হচ্ছে এটাই একমাত্র মাস যেখানে একটু কম কাজের চাপ থাকে। কাজ বলতে আমি বুঝাচ্ছি আমার দৈনন্দিন কার্যকলাপ। কারণ এই ডিসেম্বর এই বড়সড় একটা ছুটি পাওয়া যায় কলেজ থেকে। আর সেটা ডিসেম্বর এর ঠিক মাঝে মাঝি থেকে শুরু হবে। কোথায় যাবো সেটা যদি বলতে চেন তাহলে বলতে হবে , শীতের সময় আমার কাছে সব থেকে বেশি পাহাড় পর্বত ভালো লাগে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি।
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া তে যখন প্রাকৃতিক কিছু ভিডিও দেখি তাহলে সত্যিই সব কিছু রেখে প্রকৃতির প্রেমে ডুবে যেতে ইচ্ছে করে। এই ছন্নছাড়া জীবনের সব মানেই যেন প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া যায়। অনেকেই যখন অতিরিক্ত পরিমানে ডিপ্রেসেড হয়ে পরে তখন ডাক্তাররা দেখবেন উনাকে নিয়ে বেশি ঘুরতে ফিরতে বলে। আসলে কি ঘুরলে মানুষের মন প্রফুল্ল হয়। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ। এটা আমাদের মনকে প্রফুল্ল রাখার জন্য যেমন কাজের তেমনি আমাদের শরীর সাস্থ ঠিক রাখার জন্যই অনেক উপরকারী। কেন ? আসলে , বর্তমান আমাদের বাংলাদেশের কথাই যদি চিন্তা করি তাহলে দেখা যাবে আমাদের দেশের বায়ু অনেক দূষিত। বিশেষ করে শহরের।
আমাদের দেশ সবুজ শ্যামলের দেশ কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের পরিবেশের উপর গভীর প্রভাব পড়ছে। তবে কি সেটা প্রযুক্তির অগ্রগতির দোষ ? অবশ্যই না , আমরা ছোট থেকেই সব বই পুস্তক এই দেখে আসছি "প্রযুক্তি মানব কল্যাণ এর জন্য তৈরী করা হয়েছে , এখন সেটার সুব্যবহার বা অপব্যবহার সম্পূর্ণ ব্যবহারকারীর উপর নির্ভর করে। একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝা যাক , বিভিন্ন রাসায়নিক কারখানা গুলোতে যখন কোনো কিছু উদ্পাদনের পর বিষাক্ত বর্জ গুলো যে তৈরী হয় সেগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমাদের আশেপাশের সব দেশ গুলোতে সেই বিষাক্ত দ্রব্য গুলোকে সংরক্ষণ করে সেই বিষাক্ত দ্রব্য গুলোকেই আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এতে যেমন তাদের সাশ্রয় হচ্ছে তেমনি আবার তারা তাদের পরিবেশকেও বাঁচাতে সক্ষম। যার পুরো উল্টো চিত্র আমাদের দেশে দেখতে পাওয়া যায় ।
আর এই জন্য সাইকোলজি বলে শহর বাসীদের মেজাজ সব সময় খিট খিটে থাকে। এবং সেটা ৮০% ই সত্য। একমাত্র সেই কারণেই আমি সব সময় চাই এমন কোনো জায়গায় ঘুরতে যেখানে কিনা শুধু সবুজ আর সবুজ এ ঘেরা গাছ পালা , পাখিদের গান , সাথে পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকা বাঁকা নদী। ভাবতেই যেন এই দৃশ্যের প্রেমে ডুবে যাই।
খিট খিটে স্বভাব মনের শয়তানি বলেই মনে হয়। তবে প্রকৃতি অনেকটা প্রভাব রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা তো আছেই । 😂
তবে সেটা আশেপাশের পরিবেশের উপরও অনেকটা নির্ভরশীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit