নাড়ির টানে বাড়ি ফেরা ।

in hive-129948 •  2 years ago 

তা প্রায় অনেক দিন যাবত বাড়িতে যাওয়া হয়নি। এবার অনেক বড় একটা বন্ধ পেয়েছি , না গেলেই নয়। ভেবেছিলাম যে লম্বা একটা বেড়ানো দিবো কিন্তু সেটা আর হলো না। কলেজ বন্ধ হয়েছে ঠিক আছে কিন্তু সব প্রাইভেট , কোচিং বন্ধ হয়নি। আর এমনিতেও বছরের শুরুতে তেমন বেশি একটা পড়ালেখা হয়না। এমনিতেই অনেক পিছিয়ে।

তাই ছোট একটা বেড়ানো দিয়েই এবার কাজ চালাতে হবে। প্রথমে আমি ভেবেছিলাম আবার ১ দিনের জন্য না বাড়িতে যাওয়া হয়। আসলে , আম্মুকে বুঝা অনেক কঠিন। কখন কি সিদ্ধান্ত নিয়ে নেয় বলা মুশকিল। কিন্তু না , তা প্রায় ৪ দিন মাঝে থেকেই আসলাম বাড়ি থেকে।

IMG_20220202_115903.jpg

IMG_20221107_113146.jpg

বাড়ি যাওয়ার আনন্দের কিন্তু আলাদা। বিশেষ করে যখন সেটা ট্রেন ভ্রমণ হয়। আমি আর আম্মু বেশির ভাগ সময় আব্বুকে বলি ট্রেন এর টিকেট কাটার জন্য জন্য কেননা ট্রেন এ যাওয়ার যে আলাদা মজা সেটা বাস কিংবা অন্য কোনো কোনো জার্নিতে পাওয়া দুষ্কর।

কিন্তু এই আরামদায়ক জার্নি পাওয়ার জন্য প্রায় ৫ দিন আগে থেকে টিকেট কেটে রাখতে হয়। তাও কোনো গ্যারান্টি থাকে না টিকেট পাওয়া যাবে কিনা। যাই হোক , আমরা আবার সুন্দরভাবেই টিকেট কাটতে পেরেছিলাম।

pexels-oleg-magni-1040499.jpg

এই জার্নিতে আমরা শুধু একা ছিলাম না , আমাদের সাথে মামা আর নানু ছিল। বেশ কয়েকদিন আগে নানু এসেছিলো আমাদের বাসায় বেড়াতে উনাকে সাথে করে নিয়ে আর মামা ঢাকায়ই থাকে। যেহেতো প্রায় ৫ জন ছিলাম সে কারণে অন্যান্যবারের থেকে এবার বেশি মজা পেয়েছি। আর সব আসন গুলোও প্রায় একসাথে ছিল , কিন্তু আমার আসনটা একদম জানালার কাছেই ছিল , ত আমি কিনা জানালার কাছ ছাড়া বসতেই পারি না।

গ্রাম যাওয়ার আনন্দ আপনারা নিশ্চই উপলব্ধি করতে পারছেন। যদিও এটা শুধু আমার অনুভূতি না , যারা কিনা নিজের মাতৃভূমি ছেড়ে শহরে আসে বাশ করছে তারা সবাই গ্রাম যাওয়ার আনন্দটা উপলব্ধি করতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে যত দিন ঘনিয়ে আসছে , ততটি সবাই নিজেদের ভবিষ্যত উজ্জ্বল এর লক্ষে কোথাও না কোথায় বিচ্ছন্ন হয়ে যাচ্ছে।

IMG_20220202_115648.jpg

যেমন এইবারের কথাই যদি বলি , বাড়ি প্রায় ফাঁকা ছিল ।এমনিতে অনেক বন্ধু বান্ধব থাকে কিন্তু এইবার ছিলই না বলতে গেলে , কেউ বেরিয়ে পড়েছে হয়তো ভালো পড়ালেখার উদ্যেশে আবার কেউ বেরিয়েছে নিজের ভেঙে পরা পরিবারকে সাহায্য করতে। দিন শেষে সবারই যেন অনেক বড় একটা দায়িত্ব নিজের করে নিতে হয় ।

Device specification

DeviceLocation
Vivo Y91CHere
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাই। গ্রামে যাওয়ার অনুভূতি যেনো আলাদা। অনেকদিন পর ছুটি পেয়ে গ্রামে গিয়েছেন নিশ্চই দিন গুলো খুব উপভোগ করেছেন আপনি। ট্রেন জার্নি সত্যি অনেক মজার হয়৷ তবে এর থেকেও মজার জার্নি হচ্ছে লঞ্চ জার্নি। ট্রেন এর জার্নি আমার কাছেও দারুন লাগে। সমস্যাটা হচ্ছে টিকিট পাওয়া নিয়ে।

টিকিট ভাইয়া ৫ দিন আগে থেকে কেটে রেখেছিলাম অনলাইনে । তাই আর ঝামেলা হয়নি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

  ·  2 years ago (edited)

দিন শেষে সবারই যেন অনেক বড় একটা দায়িত্ব নিজের করে নিতে হয়।

আপনি ঠিকই বলেছেন ভাইয়া। গ্রামের বাড়িতে বেড়াতে কার না ভালো লাগে। নাড়ির টানে বাড়ি কথাটি আসলেই সত্যি। ট্রেন ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে।

হ্যাঁ ভাইয়া , এই জন্য ট্রেনের টিকিট পাওয়া অনেক কষ্ট সাধ্য। ধন্যবাদ আপনাকে।

গ্রামে যাওয়ার মজাই আলাদা ঠিক বলেছেন ভাই আর তা যদি হয় শীত কালে তাহলে তার মজা দিগুন হয়ে যায়। ধন্যবাদ আপনার বেড়ানোর আনন্দ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আপু।