ব্লকচেইন এর এই জগতে দিন দিন সব কিছুই যেন decentralized হয়ে যাচ্ছে। সর্ব প্রথম যখন ওয়েবসাইট এর উদ্ভব হয় তখন ওয়েবসাইট গুলো স্ট্যাটিক ওয়েবসাইট ছিল। স্ট্যাটিক বলতে বুঝানো হয়েছে যে সেই ওয়েবসাইট গুলো ইউসার এর সাথে কোনো ইন্টারেক্ট করতে পারতো না। উদাহরণ হিসেবে আমরা খবরের ওয়েবসাইট গুলোকে ধরতে পারি। সেখানে যেমন আমরা শুধু খবর পড়তে পারবো । তেমনি স্ট্যাটিক ওয়েবসাইট গুলো থেকে শুধু তথ্য সংগ্রহ করা যেত।
তারকিছুদিন পর আসে ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ বর্তমানে আমরা যে ওয়েবসাইট গুলো সচরাচর ব্যবহার করি। যেমন গুগল , ফেইসবুক ইত্যাদি। সব গুলোই ইউসার এর সাথে ইন্টারেক্ট করতে সক্ষম। এটাকে অনেকেই web ২.০ নামেও চিনে থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে উদ্ভব হয়েছে ব্লকচেইন এর।
সেখানে সব কিছুই decentralized . কারো কোনো ক্ষমতা নেই সেখানে গিয়ে রাজত্ব করার। সেখানে সবার নিজের একটা পরিচয় আছে। উদাহরণ হিসেবে যদি আমি বলি : আপনার কাছে বর্তমানে ১০ হাজার টাকা আছে। আপনি সেটাকে ব্যাংক এ ডিপোজিট করলেন। তাতে আপনার টাকার সম্পূর্ণ মালিকানা ব্যাংক নিয়ে গেলো।
যদিও আপনার চাওয়া মাত্রই আপনি সেটা পেয়ে যাবেন কিন্তু তবুও আপনার দেয়া সেই টাকা দিয়ে ব্যাংক যা ইচ্ছা করতে পারবে। কিন্তু Defi এ আপনার টাকার মালিকানা একমাত্র আপনিই পাবেন। কারো কোনো তথ্য / অর্থ কেউই নিজের বলে দাবি করতে পারবে না।
আরো একটা উদাহরণ যদি বলি আপনি যখন কারো কাছে টাকা পাঠান তখন অবশ্যই ব্যাংক এর মাধ্যমে সেটা পাঠাতে হয়। কিন্তু Defi এ ব্যাংক বলতে কিছুই নেই। লেনদেন সরাসরি আপনার আর আপনি যাকে টাকা পাঠাবেন তার মধ্যে হবে।
আহঃ কথায় কথায় Defi এর ফুল মিনিং টাই বলা হলো না। Defi এর ফুল ফর্ম হচ্ছে Decentralized finance . সব থেকে বড় কথা হচ্ছে শীঘ্রই web ৩.০ লঞ্চ হতে যাচ্ছে। সেখানে সব কিছু ব্লকচেইন baised তৈরি হবে। কারো তথ্য কেউ হাতিয়ে নেয়ার মোটেও কোনো সুযোগ থাকবে না।