আমার একা থাকতে ভালো লাগে,তবে কয়েক জন মিলে একসাথে কোথাও যাওয়া বা ঘড়াঘুড়ি বা আড্ডা দিতে খুব ভালো লাগে। বেশ কিছু দিন আগে খবর দেখতে ছিলাম মোবাইলে ইউটিউবে হঠাৎ একটা নিউজ দেখলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে ৪ টি সাদা ডোরাকাটা বাঘের বাচ্চা বা শাবক জন্ম নিয়েছে। যা কি না পৃথিবীতে বিরল। যাদের পেট থেকে হয়েছে তাদের নাম হচ্ছে রাজ এবং পরী।
কোম্পানিতে চাকরি করলে তো যখন খুশি ছুটি নেওয়া যায় না আবার যাবো যাবো করে যাওয়া ও হয়ে উঠেনা।একদিন শুক্রবার যাবার জন্য বাসা থেকে রওনা দিলাম।আমি ও আমার স্ত্রী, কিছু পায়ে হেঁটে যাবার পরে একটা রিকশা নিলাম,বেশ কিছুটা পথ যাবার পরে সেই রিকশা চালক আর রিকশা চালাতে পারছেনা কি আর করার আছে সেখান থেকে আবার সিএনজি এরপর কিছুটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে।সাপ্তাহিক ছুটির দিনে এরকম জায়গায় যাওয়াটা স্বাভাবিক ভাবেই সবাই যাইতে চাইবে। তবে যেমন বেশি লোকজন যেখানে সমাগম ঘটে সেখানে আমার যেতে খুব বেশি ভালো লাগেনা।কাউন্টারে প্রচুর লোক, অনেক কষ্টে টিকেট নিয়ে ভিতরে প্রবেশ করলাম।
প্রথমে চিড়িয়াখানায় আপনি দেখতে পারবেন পাখিদের পর্যায়ক্রমে বানর, সিংহ, হরিণ আর ও বিভিন্নরকম পশু-পাখি। আমার যাবার কারণ ছিল বাঘের বাচ্চা বা সাবক দেখা? আমি যখন তাদের খাঁচার কাছে গেলাম দেখি কয়েকটা বাঘ ঘুম যাচ্ছে আর তাদের বাচ্চা গুলো খিঁপতো ভাবে খাঁচাতে থাবা দিচ্ছে। যদিও তাদের দেখে খুব ভালো লেগেছে তবুও আমার কাছে "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
ঘুরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। আপনি দেখছি চট্টগ্রাম চিড়িয়াখানায় ভ্রমণ করার মুহূর্তটি আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আসলে চিড়িয়াখানায় গেলে মনটাও একেবারে ভালো হয়ে যায় কারণ বিভিন্ন রকম পশু পাখি দেখলে ভীষণ ভালো লাগে। আর আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন রকম পরশু পাখির ফটোগ্রাফিও করেছেন। ভীষণ ভালো লেগেছে আপনার ঘুরাঘুরি করার এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে। সেই সাথে ফটোগ্রাফি গুলো দেখেও ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কষ্ট করে লিখাটি পড়া এবং মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit