আসসালামু আলাইকুম
আমার নাম ফারহানা তন্নি
আমার বয়স ২২ বছর। আমার পরিবারের সদস্য ৪জন। আমি আমার বাবা-মার বড় মেয়ে। আমার একজন ভাই আছে। তাকে আমি সবচেয়ে বেশি ভালবাসি। আমার সপ্ন একজন ফ্যাশান ডিজাইনার হব। আমি কাপড় এ সেলাই, বাটিক, প্রিন্ট করতে পছন্দ করি। বেক্তিগত ভাবে আদর্শ এবং সাহায্যকারি মানুষ দের খুবই পছন্দ করি।
আমার বাসা নড়াইল এ। আমি ঢাকার আজিম্পুর এ থাকি। আমি ইডেন কলেজ এ পড়ি। এখন এই করোনা সময়কালে বাসাই বসে চাকরির প্রস্তুতি নিচ্ছি। মানুষ হিসেবে আমি নিজেকে একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। নামাজি আর সৎ মানুষ দের প্রতি আমি অল্পতেই মুগ্ধ হই। দায়িততোসিল মানুষদের আমি খুব পছন্দ করি। নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।
বাংলা ভাষা ও ইংরেজি ভাষা ছাড়াও আমি হিন্দি ভাষা পারি। বাংলা ভাষার পারে হিন্দি ভাষা আমার খুবই ভালো লাগে।
আমি পড়ালেখা করতে পছন্দ করি। ঘুরতে যেতে ও খুবই পছন্দ করি। যে কোন কাজে হাল ছেড়ে দেওয়া আমি একদমই পছন্দ করি না। আমি মনে করি যে কোন কাজে একবার শুরু করলে সফলতা না আসা পর্যন্ত ওই কাজ করে যাওয়া উচিত।
আমি মনে করি জীবনে দু:খ আসা একটা সাধারণ বিষয়। জীবনে দু:খ আসবেই। কিন্তু থেমে গেলে চলবে না। কারণ এটা জীবনেরই একটা অংশ। ২০ বছর বয়সে অনেক সমস্যার সম্মুখীন হতে হইয়েছে। তবুও থেমে যাই নি। যতবার দু:খ পেয়েছি ততবারই ওই দু:খ কে নিজের মনের শক্তিতে পরিনত করে নতুন করে ঘুরে দাড়িয়েছি। এটাই আমার কাছে জীবন।
আমার প্রিয় খাবার পান্তা-ইলিশ। গ্রাম বাংলার এই খাবারটি সত্যিই অসাধারণ। বর্ষার দিন এ খিচুড়ি খেতেও খুবই ভালো লাগে। রান্না করতে ভালবাসি। প্রায় প্রতিদিন ই কিছু না কিছু রান্না করে আম্মুকে কাজে সাহায্য করি।
আমার প্রিয় খেলা ক্রিকেট। খেলয়াড় হিসাবে মাশরাফি কেই বেশি পছন্দ করি। ঘরোয়া খেলার ভেতর লুডু খেলতে খুব ভাল লাগে। এছাড়াও কেরাম র দাবা খেলা প্রায়ই খেলে থাকি। আমার ভাই এর সাথে।
ধন্যবাদ আপনাদেরকে এতটা সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য। ইনশাআল্লাহ আমার বাংলা ব্লগ এ আমি নতুন, অনেক ভালো কাজ করার চেষ্টা করবো।
আমার বাংলা ব্লগে পোস্ট করার নিয়ম অনুসরণ করেননি আপনি, আমার বাংলা ব্লগে ভেরিফিকেশন পোস্ট করতে হলে আমার বাংলা ব্লগের রোলস সম্পর্কে আপনাকে জানতে হবে ।
এই পোস্ট লিংক ফলো করুন আর ভেরিফিকেশন পোস্ট করুন।
https://steemit.com/hive-129948/@hafizullah/3hnhiw-or-or
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit