ক্লে দিয়ে ঘর তৈরি।১০%শ্যাই-ফক্স

in hive-129948 •  3 years ago 

GridArt_20220214_002818627.jpg

এক্সপেকটেশানস ভারসেস রিয়ালিটি

হেলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুস্থ আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ।
আসলে বাচ্চাদের সাথে ক্লে দিয়ে খেলছিলাম। ভাগ্নে খুব কাদছিল ক্লে দিয়ে ঘর বানিয়ে দেওয়ার জন্য। আমিও ব্লগের একটি নতুন আইডিয়া পেয়ে গেলাম। এবং ভাগ্নের আবদারও পুরন করে দিলাম।তাহলে চলুন দেখে নি আজকের ব্লগ।
"ক্লে দিয়ে ঘর"।

IMG-20220128-WA0054.jpg

উপকরণপরিমাণ
ক্লে৫/৬ টি রঙের

20220128_192439.jpg

ধাপ _১

প্রথমে আমি ল্যাপটপে যেভাবে ঘর বানাবো তা ডাউনলোড করে নিয়েছি।এভাবে ঘর বানানো ছিল আমার এক্সপেকটেশন।

20220128_191744.jpg

ধাপ _২

এরপর আমি শুরু করলাম ক্লে দিয়ে আমার কাজ। প্রথমে আমি ঘর বানানোর চেষ্টা করছি।

20220128_191830.jpg

ধাপ -৩

এরপর এভাবে কাঠির ভেতর ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি

20220128_191814.jpg

ধাপ _৪

ক্লেটি এভাবে রেখেঘরের পাশে আরও একটি ঘর এবং তার উপর চালা দিয়ে নিয়েছি।

20220128_191908.jpg

ধাপ _৫

এরপর ঘরের সামনে সাদা রঙের ক্লে দিয়ে রাস্তা এবং সবুজ রঙের ক্লে দিয়ে ঘাস বানিয়ে নিয়েছি।তার উপর গোল গোল করে ফুল বানানোর চেষ্টা করেছি।

20220128_192148.jpg

ধাপ _৬

এরপর ঘরের সাইডে একটা পুকুর এবং তার উপর কিছু গাছ পালা দিয়ে ঘরটি সাজিয়ে দিয়েছি।

20220128_193244.jpg

এইতো এইভাবেই খুব সহজে তৈরী করে ফেললাম ক্লে দিয়ে ঘর। যদিও ছবির মতো হয় নি। আশে পাশের গাছ গুলো ক্লে দিয়ে তৈরি করা যায় নি। কারণ তা বার বার পড়ে যাচ্ছিল। যাইহোক শেষ মেশ এই ভাবেই আমি আমার ক্লে দিয়ে ঘর বানানো সম্পন্ন করলাম।

IMG-20220128-WA0053.jpg

আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ব্লগটি। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।

ধন্যবাদ

@farhanatonni

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো খুবই সুন্দর ভাবে ঘরটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য।

ক্লে দিয়ে ঘর তৈরি করেছেন অসাধারণ ছিল কিন্তু প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। এক কথায় ভাল লাগলো আমার অনেক

বাহাপুর অসাধারণ একটি ঘর দেখলাম। আপনার প্রত্যাশা অনুযায়ী বেশ ভালই তৈরি করেছেন। তৈরীর বর্ণনাও বেশ সুন্দরভাবে দিয়েছেন। এভাবেই এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

ক্লে দিয়ে ঘর তৈরিটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনার সৃজনশীলতা অনেক ভালো লেগেছে আমার কাছে ঘর তৈরি সম্পর্ক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য আপু