এক্সপেকটেশানস ভারসেস রিয়ালিটি
হেলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুস্থ আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ।
আসলে বাচ্চাদের সাথে ক্লে দিয়ে খেলছিলাম। ভাগ্নে খুব কাদছিল ক্লে দিয়ে ঘর বানিয়ে দেওয়ার জন্য। আমিও ব্লগের একটি নতুন আইডিয়া পেয়ে গেলাম। এবং ভাগ্নের আবদারও পুরন করে দিলাম।তাহলে চলুন দেখে নি আজকের ব্লগ।
"ক্লে দিয়ে ঘর"।
উপকরণ | পরিমাণ |
---|---|
ক্লে | ৫/৬ টি রঙের |
ধাপ _১
প্রথমে আমি ল্যাপটপে যেভাবে ঘর বানাবো তা ডাউনলোড করে নিয়েছি।এভাবে ঘর বানানো ছিল আমার এক্সপেকটেশন।
ধাপ _২
এরপর আমি শুরু করলাম ক্লে দিয়ে আমার কাজ। প্রথমে আমি ঘর বানানোর চেষ্টা করছি।
ধাপ -৩
এরপর এভাবে কাঠির ভেতর ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি
ধাপ _৪
ক্লেটি এভাবে রেখেঘরের পাশে আরও একটি ঘর এবং তার উপর চালা দিয়ে নিয়েছি।
ধাপ _৫
এরপর ঘরের সামনে সাদা রঙের ক্লে দিয়ে রাস্তা এবং সবুজ রঙের ক্লে দিয়ে ঘাস বানিয়ে নিয়েছি।তার উপর গোল গোল করে ফুল বানানোর চেষ্টা করেছি।
ধাপ _৬
এরপর ঘরের সাইডে একটা পুকুর এবং তার উপর কিছু গাছ পালা দিয়ে ঘরটি সাজিয়ে দিয়েছি।
আপনি তো খুবই সুন্দর ভাবে ঘরটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে ঘর তৈরি করেছেন অসাধারণ ছিল কিন্তু প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। এক কথায় ভাল লাগলো আমার অনেক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহাপুর অসাধারণ একটি ঘর দেখলাম। আপনার প্রত্যাশা অনুযায়ী বেশ ভালই তৈরি করেছেন। তৈরীর বর্ণনাও বেশ সুন্দরভাবে দিয়েছেন। এভাবেই এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে ঘর তৈরিটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনার সৃজনশীলতা অনেক ভালো লেগেছে আমার কাছে ঘর তৈরি সম্পর্ক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit