রেসিপি : ||মুরগির রোস্ট রান্না রেসিপি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


PhotoCollage_1645782276376.jpg


📷Device: Realme note 5


রোস্ট রান্নার জন্য প্রয়োজনীয় উপকরন


উপকরণপরিমাণ
রোষ্ট মাংস১০ পিস
লবন২০ গ্রাম
গরম মসলা২৫ গ্রাম
তেল১৮০ গ্রাম
পিঁয়াজ৪০ গ্রাম
রসুন২০ গ্রাম
জিরা৫০ গ্রাম
তেজপাতা২ গ্রাম
দুধ৭৫ গ্রাম
টক দই৫০০ গ্রাম

চলুন শুরু করি


IMG_20220225_135444.jpg

IMG_20220225_135348.jpg

  • ধাপ-১ঃপ্রথমে রোষ্ট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরন সমূহ রেডি করে নিতে হবে। এবং রোষ্ট এর মাংস গুলো একটি মুরগী থেকে চারটি রোষ্ট পিচ কেটে নিতে হবে।এবং পিচ গুলো লবন,হলুদ এর গুরা দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর.....

IMG_20220225_135428.jpg

IMG_20220225_135413.jpg

  • ধাপ-২ঃকরাই এর উপর তেল ঢেলে গরম করে নিতে হবে। যাতে তেল গরম হয়ে যায়।তারপর.....

IMG_20220225_135535.jpg

IMG_20220225_135556.jpg

  • ধাপ-৩ঃ রোষ্ট গুলো তেল এর উপর দিয়ে ভেজে নিতে হবে। তারপর....

IMG_20220225_135636.jpg

IMG_20220225_135623.jpg

  • ধাপ-৪ঃ রোষ্ট গুলো ভালোভাবে ভেজে একটি পাত্রে রাখতে হবে। তারপর.....

PhotoCollage_1645784750418.jpg

  • ধাপ-৫ঃগুরা দুধ গুলো পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর.....

IMG_20220218_112310.jpg

IMG_20220225_135756.jpg

IMG_20220225_135817.jpg

  • ধাপ-৬ঃ উক্ত তেল এর উপর গরম মসলা বাটা,রোষ্ট এর মসলা,দুধ,টক দই এগুলো তেল এর উপর ছেড়ে দিতে হবে। কিছুহ্মন নাড়াচাড়া করে মসলা গুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর.......

IMG_20220225_135955.jpg

IMG_20220225_135937.jpg

  • ধাপ-৭ঃ মসলার সাথে রোষ্ট এর পিস গুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর পর ঢাকনা দিয়ে কিছুহ্মন ঢেকে রাখতে হবে। তারপর....

IMG_20220225_140108.jpg

IMG_20220225_140008.jpg

  • ধাপ-৮ঃঢেকে রাখার ২৫-৩০ মিনিট পরে রোষ্ট গুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।তারপর......

IMG_20220225_140028.jpg

তৈরি হয়ে গেল পছন্দের মুরগি দিয়ে তৈরি রোষ্ট রান্না রেসিপি

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মুরগির রোস্ট রান্না রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। দেখেই খুব লোভ লাগছে। মুরগির রোস্ট আমার জানামতে সবারই খুব পছন্দ। খুব টেষ্ট লাগে খেতে। আপনাকে ধন্যবাদ পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল ভাইয়া।

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️

@tipu curate

মুরগির মাংস এমনিতেই আমার খুবই পছন্দের তার উপর আবার যদি মুরগির রোস্ট করা হয় তাহলে তো কথাই নেই। আমি একটা মুরগির রোস্ট একবারেই সাবাড় করে দিতে পারব, মুরগির রোস্ট আমার এতটাই পছন্দের। আপনার রান্না করা মুরগির রোস্ট এর রেসিপি ও দারুন হয়েছে ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য 😍🙏

মুরগির রোস্ট আমার অনেক পছন্দের আপনি ঠিক তেমন একটি রেসিপি তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনি রেসিপিটি সম্পর্কে অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন এখন যে কেউ ইচ্ছা করলে নিজেই বাসায় মুরগির রোস্ট তৈরি করতে পারবে। শুভকামনা রইলো আপনার জন্য

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

বাহ আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখছি ।আমার কাছে মুরগির রোস্ট খেতে খুবই সুস্বাদু লাগে ।এটা সবারই প্রিয় খাবার। খুব সুন্দর করে রোস্ট তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

ওয়াও মুরগির মাংসের রোস্ট আমার খুবই প্রিয় দেখে ইচ্ছে করছে একটা তুলে খেয়ে ফেলি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে প্রস্তুত প্রণালি খুব ভালো লাগছে আমার কাছে শুভেচ্ছা রইল আপনার জন্য

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️🙏

মুরগির রোস্ট রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। মুরগির রোস্ট তো আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনার মুরগির রোস্ট এর রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। ঝটপট অসাধারণ রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। ধাপে ধাপে অনেক সুন্দর বাবু উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু❤️🙏

মুরগির রোস্ট রেসিপি দেখে তো খুব খেতে ইচ্ছা করছে ভাইয়া। আপনি তো লোভ লাগায় দিলেন। মুরগির রোস্ট আমার বেশ প্রিয়। আমার খেতে খুব ভালো লাগে। এত সুন্দর একটি রেসিপি আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর রেসিপি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার দাওয়াত রইলো আপু।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু❤️🙏

খুবই সুন্দর ভাবে মুরগির রোস্ট তৈরি করার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা মুরগির এই রোস্ট টি এতটাই সুন্দর হয়েছে যা দেখে আমার লোভ লেগে গেছে। একা একাই রোস্ট আপনি খেয়েছেন এটা কিন্তু ঠিক হয়নি ভাইয়া আমাদের দাওয়াত দিতে পারতেন। আপনার হাতের রোস্ট খাওয়ার দাওয়াতের অপেক্ষায় রইলাম।

আমার বিয়েতে দাওয়াত দিব ভাইয়া ইনশাআল্লাহ। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া🙏❤️

আমার ঠিকানায় তাহলে আপনার বিয়ের একটা কার্ড পাঠিয়ে দিয়েন ভাইয়া।

ঠিক আছে ভাইয়া🙏❤️

মুরগির মাংস গুলো দেখতে খুব ইচ্ছা হচ্ছে দেখাচ্ছে। এ ধরনের রেসিপি দেখলে জিভে জল চলে আসে সব সময়। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে এটি। মুরগির মাংসের রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️🙏

ভাই মুরগির রোস্ট রেসিপি দেখে তো খুব খেতে ইচ্ছা করছে, আপনি তো লোভ লাগায় দিলেন। যদিও মুরগির রোস্ট আমি খুব একটা পছন্দ করি না। প্রথমে একটু নিয়ে খেতে পারি কিন্তু পুরো রোস্টটা খেতে পারিনা। তবে আপনার রেসিপিটি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। রেসিপিটি আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বর্ণনা ও করেছেন। ইয়াম্মি একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

অসাধারণ ভাই। আপনার তৈরি মুরগির রোস্ট গুলো দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। দেখে জিভে জল চলে আসলো। আপনি খুব সুন্দর করে মুরগির রোস্ট এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার তৈরি রেসিপি। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম একটি সুন্দর মুরগির রোস্ট রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ❤️🙏

মুরগির রোস্ট খেতে অসাধারণ লাগে আমার। মুরগির রোস্ট আমার সত্যিই অনেক প্রিয় একটি খাবার। আপনি মুরগির রোস্ট তৈরির ধাপ গুলো খুবই সুন্দরভাবে ধাপে ধাপে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

দিলেন তো ভাইয়া লোভ লাগিয়ে। এত লোভনীয় একটি রেসিপি কেউ শেয়ার করে। দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। আপনার রোস্ট তৈরি রেসিপি দেখে বোঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার বিয়েতে দাওয়াত দিব ভাইয়া ইনশাআল্লাহ।অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️

আপনার উপস্থাপন করা মুরগির রোস্ট এর রেসিপি টা দেখতে বেশ সুস্বাদু দেখাচ্ছে ।ৎআমি ব্যক্তিগতভাবে মুরগির রোস্ট খেতে অনেক ভালোবাসি। কিছুদিন আগেই আমাদের বাড়িতে আমার আম্মু এই রেসিপিটা রান্না করেছিলেন এটা খেতে সত্যিই অনেক মজাদার ছিল । ঠিক তেমনিভাবে আপনার এই রেসিপিটি মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে যাই হোক আপনি এই রেসিপিটা আমাদের মাঝে অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏