রেসিপি : || কুমড়া বরার সাথে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।

আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কুমড়া বরার সাথে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% @shy-fox এর জন‍্য।


PhotoCollage_1640802457849.jpg


📷device name📷 : Realme note 5


চলুন শুরু করা যাক



IMG_20211230_001411.jpg

  • ধাপ-১ঃপ্রথমে প্রয়োজনীয় উপকরণ যেমন মাছ,তেল,পিয়াজ,মরিচ,লবন,মসলা, কুমড়া বরি,আলু সংগ্রহ করে নিতে হবে।এবং আলু গুলো কুচি কুচি কেটে নিতে হবে। তারপর.........

IMG_20211230_001432.jpg

IMG_20211230_001251.jpg

  • ধাপ-২ঃপিয়াজ, মরিচ কুচি কুচি করে কেটেপাটায় বেঁটে নিতে হবে সাথে মসলা এ-ও বেঁটে নিতে হবে। তারপর.......

IMG_20211230_001527.jpg

IMG_20211230_001450.jpg

  • ধাপ-৩ঃকুমড়া বরা গুলো কে করাই এর উপর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।তারপর........

IMG_20211230_001317.jpg

IMG_20211218_150602.jpg


  • ধাপ-৪ঃবোয়াল মাছ গুলো কে ভালো ভাবে কেটে নিতে হবে এবং পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে।তারপর.........

IMG_20211230_001735.jpg

IMG_20211230_001715.jpg

  • ধাপ-৫ঃমাছ গুলো কে হালকা মসলা দিয়ে ৮-১০ মিনিট জাল করে নিতে হবে।তারপর.......

IMG_20211230_001547.jpg

IMG_20211230_001604.jpg

  • ধাপ-৬ঃমাছ জাল দেওয়া শেষ হলে পিয়াজ,রসুন, তেজপাত ভেজে নিতে হবে এবং মসলা বাটা গুলো করাই এর উপর ছেড়ে দিয়ে নাড়তে হবে। তারপর.......

IMG_20211230_030253.jpg

IMG_20211230_030354.jpg

  • ধাপ-৭ঃমাসলা গুলো উপর আলু এবং কুমড়া বরা দিয়ে ১০-১২ মিনিট নেড়ে ঢেকে রাখতে হবে।১০-১২ মিনিট ঢেকে রাখার পর কাসানো বা জাল দেওয়া মাছ ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর পানি দিতে হবে।তারপর.........

IMG_20211230_030413.jpg

  • ধাপ-৮ঃপানি দিয়ে ২৫-৩০ মিনিট রাখার পরে তৈরি হয়ে যাবে। সুস্বাদু বোয়াল মাছের ঝোলা।

আমার অনুভূতি

বোয়াল দেশীয় মাছ গুলোর মধ্যে একটি। এটি অত্যন্ত সুস্বাদু একটি মাছ।কিছু বছর আগেও বাংলাদেশের হাওরে পুকুরে এ মাছগুলো অনেক পাওয়া যেত। বর্তমানে এই মাছ প্রায় বিলুপ্তির পথে।কুমড়া বরা আলুর সাথে ঝোল করলে এই মাছের স্বাদ দ্বিগুন বেড়ে যায়। এই মাছ টি আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কুমড়ো বড়ির সাথে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি। যা স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। পর্যাক্রমে ছবিগুলো সাজানো হয়েছে। সব মিলিয়ে চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।

গঠন মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

  • কুমড়া বরার সাথে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। জন্য শুভকামনা রইল ♥️

  • কুমড়া বড়ির যেকোনো রেসিপি আমার কাছে অনেক মজা লাগে। বোয়াল মাছ তৈলাক্ত মাছ হওয়ায় অন্যান্য মাছের চেয়ে এই মাছের স্বাদ একটু বেশি। রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে ‌। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

🌺🌺



ভাইয়া অসাধারণ রেসিপি বানিয়েছেন কুমড়ার বড়া আমার অনেক প্রিয় খাবার, আপনি বোয়াল মাছ দিয়ে বানিয়েছেন, খুব সুন্দর উপাস্থপনা করেছেন, ভাইয়া আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য