পাখিরাও ভালোবেসে ঘর বাঁধে||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@farhanshadikবাংলাদেশের নাগরিক।

আজ - ২৬ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আমি ফারহান সাদিক আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে পাখিদের ভালোবাসার গল্প শেয়ার করতে যাচ্ছি।আমি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন‍্য।

IMG_20211011_202220.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/oafs.houseboat.adjourned

চলুন শুরু করা যাক

আমাদের বাসার সামনে একটা লিচু গাছ ছিল।আমি প্রতিদিনই লক্ষ্য করতাম একটি পাখি সেখানে এসে বসতো।একদিন কৌতূহলবশত সেখানে গিয়ে দেখি একটি পাখির বাসা রয়েছে।পাখিটির বাসার মধ্যে দুই টা ডিম রয়েছে।ডিম 2 টি দেখার পর বেশ কিছু দিন আমি ওই পাখির বাসার সামনে যেতাম না।আমি প্রতিদিন ওই লক্ষ্য করতাম বাসার জানালা দিয়ে।একটি পাখি উড়ে যায় এবং অন্য পাখিটি এসে ডিমগুলোকে হিট দেয়।

received_470724146774687.jpeg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/oafs.houseboat.adjourned

আমি একদিন হঠাৎ দেখতে পেলাম পাখি দুটি আর আসছে না বাসার দিকে।আমি পাখির বাসাটির কাছে গিয়ে দেখলাম পাখির বাসায় দুটি বাচ্চা পাখি রয়েছে।আমি সেদিন সারাদিন আমার বাসার সামনে বসে ছিলাম পাখির বাসার দিকে তাকিয়ে দেখলাম। যে পাখি দুটি আর তার বাসার দিকে আসছে না।
আমি ভাবলাম পাখি 2 টি কে কেউ হয়তো বা শিকার করেছে।আমি পাখির বাচ্চা দুটিকে নিয়ে আসলাম আমার বাসায়।এবং প্রতিদিন আমি পাখির বাচ্চা দুটিকে পরিমাণমতো সরিষা খাওয়াতাম।

received_588898464882695.jpeg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/oafs.houseboat.adjourned

আস্তে আস্তে বড় হতে থাকলো বাচ্চা দুটি।এখন পাখির বাচ্চা দুইটি পরিপূর্ণ পাখি তে রূপান্তরিত হয়ে গেছে।তাদের মধ্যে একটা মহিলা পাখি এবং আরেকটি পুরুষ পাখি।একদিন আমি ভাবলাম পাখিটাকে ছেড়ে দেই। আদরের পাখি দুইটাকে যখন ছাড়ি তখন আমার খুব কষ্ট হয়েছিল।সকালে যখন ছেড়ে দিলাম সন্ধ্যার সময় দেখি পাখি দুটি আমার বাসার ছাদে এসে বসে আছে।আমি পাখি দুটি কি আবার নিয়ে আসলাম নিয়ে এসে আমার খাঁচার মধ্যে রেখে দিলাম খাঁচার মুখ খোলা রেখে তারা সারাদিন ঘুরে বেড়ায় এবং রাত্রি হলে আবার বাড়ি ফিরে আসে।পাখি দুইটা ডিম দেওয়ার জন্য খড় কুটা টানছে।আবারও হয়তো তাদের ঘর আলো করে কোন নতুন অতিথি আসবে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি পাখিদের ঘরবাধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে খুব সুন্দর একটি পোস্ট করেছেন সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর

আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

Nice 👌

আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

আপনি পাখিদের ঘরবাধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সুন্দর উপস্থাপনা ছিলো ভাইয়া। অভিনন্দন রইল আপনার জন‍্য।

আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনি পাখিদের ঘরবাধা সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন।অভিনন্দন রইল আপনার জন‍্য।

ধন্যবাদ ভাইয়া