||কলার পাতায় ভৌতিক বনভোজন||ফেলে আসা সোনালি অতীত 🕝||১০% প্রিয় লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@farhanshadikবাংলাদেশের নাগরিক।



আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কিশোর বয়সের এর ভৌতিক বনভোজন নিয়ে উপস্থাপন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% @shy-fox এর জন‍্য।


চলুন শুরু করা যাক

received_4715085611853052.jpeg

received_2881393525456254.jpeg

Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/poster.corrosive.reduce

দিনটা ছিলো বুধবার ২০১৬।আমরা ছিলাম নয় জন সমবয়সী ছোট বেলার খেলার সাথী। সবাই একই স্কুলে পড়াশোনা করতাম।আমরা সবাই ভালো ক্রিকেট খেলতাম। বাসার পাশে একটা ম্যাচ খেলে জয় লাভ করছিলাম। তো ওই দিন সবাই সিদ্ধান্ত নিলাম কাজ রাত এ সবাই পিকনিক করব।যেই কথা সেই কাজ শুরু করে দিলাম পিকনিক এর অ্যারেঞ্জমেন্ট।সব কিছু নিয়ে আসলাম রাত ১১ টার ওই দিকে শুরু করলাম রান্না।

received_804107060467495.jpeg

received_377013980432343.jpeg

Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/poster.corrosive.reduce

রান্না শেষ করে। খাবার বারতে গিয়ে দেখি প্লেট নিয়ে আসা হয় নি।সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কলার পাতায় সবাই এক সাথে খাবো। ইমরান এর সিয়াম কে পাঠানো হল কলার পাতা নিয়ে আসার জন্য।আমরা যেই জায়গায় পিকনিক করছিলাম ওই টা অনেক বছর আগে একটা শ্মশান ছিল।সবাই এই জায়গায় রাতের বেলা যায়তে ভয় পাই তো।মাঠের পাশে একটা কলা বাগান ছিল।সিয়াম আর ইমরান যখন পাতা কাটছিল তখন ওরা অনুভাব করতে পারছিল কেউ ওদের ফলো করছে।ওরা দৌড়ে আমাদের কাছে চলে আসলো। আমাদের জানায় কেউ তাঁদের ফলো করছে।আমি বলে উটলাম ওই সব কিছু না তোদের মনের ভুল।সবাই ক্ষুধার্ত ছিলাম।কলার পাত পরিষ্কার করার সময় হটাৎ অনেক জোরে বাঁতাস বইতে শুরু করল।পাশে বাঁশ ঝাড় অনেক আলোকিত হয়ে গেল।সবাই অনেক ভয় পেয়ে গেছিলাম। আমাদের মধ্যে থেকে রনি বলে উঠল এটা ভুতে দের কাজ। ওরা নিশ্চয়ই মাংসের গন্ধ পেয়ে আসেছে।রনি করাই থেকে ৩-৪ পিছ মাংস বাইরে ছুরে দিল আশ্চর্য ভাবে বাতাস থেমে গেল।যদিও রাতটি তে অনেক ভয় পেয়েছিলাম।ভৌতিক রাত,কলার পাতায় পিকনিক সব মিলিয়ে অনেক ভলো একটা অভিজ্ঞতা ছিল।সবাই মিলে কলার পাতায় খাওয়া মজায় অন্য রকম ছিল।

received_2931238657133668.jpeg
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/poster.corrosive.reduce

কৌশর এর ফলে আসা দিন গুলো এখনো অনেক মিস করি।মনে হয় ওই দিন গুলোই জীবনের সব থেকে সুখের সময় ছিল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

কলার পাতায় ভৌতিক বনভোজন আসলে ছোটবেলায় খেতাম। ছোটবেলা অনেক আনন্দ করে সকলে একসাথে কলাপাতায় খেতাম।আবারো শৈশবের কথা মনে পড়ে গেল। আপনার খুব ইনজয় করছেন বন্ধুবান্ধবের সাথে খুব ভাল ছিল

ধন্যবাদ ভাইয়া ♥️♥️

কলার পাতার বনভোজন ভৌতিক হতে যাবে কেন ভাই?এটি আমাদের আদিযুগ থেকে প্রচলিত আছে। খুব সুন্দর ছিল আপনাদের বনভোজন।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

বাহ দারুন তো। রান্না খাওয়া এবং একটি ভৌতিক কাহিনিও ছিল। আপনার পোস্ট টা পড়ে বেশ মজা লাগল। রাতে আমরা অনেক পিকনিক করেছি কিন্তু কলাপাতায় কখনো খাইনি। যাইহোক খুব ভালো ছিল পোস্ট টা।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

বাহ নামটা পড়েই ভালো লাগছে কলাপাতায় ভৌতিক বনভোজন। আমার কখনো কলাপাতায় খাওয়া হয়নি। আপনাদের শেয়ার করা ছবিগুলো দেখে কলাপাতায় খেতে ইচ্ছে করছে। কাহিনী টা পড়ে মনে হল ব্যাপারটা আসলে অনেক ভৌতিক ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য এবং শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন যেতাম, তখন কোন দাওয়াত থাকলে কলার পাতায় খাবার দিত। আপনার কলার পাতায় খাবার দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

ও ভাই আপনারা তো খুব ভয়ানক মানুষ শশান ঘাটে কেউ পিকনিক করে। আপনাদের ডিসিশনটা খুবই মজার ছিল এবং কি সব বন্ধু মিলে খুবই আনন্দময় একটা রাত কাটিয়েছেন। এবং সাথে বন্ধু হিসেবে ভূত ছিল আপনারা ভয় পেয়েছেন খুবই আশ্চর্য। তারপর ওইখান থেকে খেয়ে দেয়ে আসছেন রনি ভাই মাংসের টুকরো ছুড়ে মারলো আর অমনিতেই বাতাস বন্ধ হয়ে গেল খুবই আশ্চর্যজনক বিষয়। সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন ভাইয়া। তবে আমার এতটুকু বয়সে আমি ভূত কি জিনিস দেখি নি। যদি আপনাদের সাথে থাকতে পারতাম অবশ্যই ওই আনন্দটুকু ভোগ করতে পারতাম। আপনাদের আনন্দ এবং ভয়ের বিষয় নিয়ে খুব সুন্দর একটা পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

বাহ,দারুণ এক অভিজ্ঞতা।ভূতে ভয় পাওয়ার সাথে পিকনিকের মজা।আসলে আমাদের শৈশবে এমন অনেক স্মৃতিই থাকে।আর পিকনিক হলে কিছু না কিছুই তো ঘটবেই।খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ভাইয়া আপনার অভিজ্ঞতাটি।আর বন্ধুরা মিলে কলাপাতায় একসাথে খাওয়া দেখেও খুব ভালো লাগলো।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

এইরকম কলার পাতায় ভৌতিক বনভোজন কখনো দেখিনি আমার জীবনে। আজকেই দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। তবে আমিও একদিন ট্রাই করবো আমার কিছু বন্ধুদের নিয়ে করার।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

আমাদের মধ্যে থেকে রনি বলে উঠল এটা ভুতে দের কাজ। ওরা নিশ্চয়ই মাংসের গন্ধ পেয়ে আসেছে।রনি করাই থেকে ৩-৪ পিছ মাংস বাইরে ছুরে দিল আশ্চর্য ভাবে বাতাস থেমে গেল।

এ ও কি সম্ভব!!
আমার তো পড়েই গায়ে কাঁটা দিয়ে উঠলো।
আমি হলে তো ভয়েই মারা যেতাম!

রাতটি অনেক ভয়ঙ্কর ছিল..মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

আমরাও বন্ধুরা সার্কেল প্রায়ই পিকনিক করা হয়ে থাকে। রাত ১টা থেকে ২টা পর্যন্ত পিকনিক করা হতো।এই রকম একসাথে কলার পাতায় আমরাও খেয়েছি। খুবই সুন্দর একটা মুহুর্ত উপভোগ করেছেন দেখছি। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

বাহ্ বাহ্ ওস্তাদ সুন্দর একটি গল্প লিখেছেন। আপনার অভিজ্ঞতা টা প্রশংসনীয় আমি হলে মরেই যেতাম। আপনার গল্প টা পরছিলাম আর মনের মধ্যে ভয় লাগছিল। সুন্দর একটি গল্প উপস্থাপন করার জন‍্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া ♥️

পিকনিক মানে মজাই মজা।রাতে বন্ধুদের সাথে পিকনিক এক অন্য রকম ফিলিংস। ভুতের কাহিনিটা ভয়ানক ছিলো।

ধন্যবাদ ভাইয়া ♥️

ফেলে আশা সোনালি অতিত ছোট বেলায় সবাই একসাথে পিকনিক করে খাবার সময় হলে মাঠ থেকে কলার পাতা কেটে এনে সবাই সামনে নিয়ে বসতাম এবং খাবার খেতাম যা আজ শুধই অতীত।

ধন্যবাদ ভাইয়া ♥️

সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ে গেলো আপনার পোস্টের মাধ্যমে। কতো আনন্দের মাঝে কাটাতাম দিনগুলো। সবাই একসাথে কলাপাতায় খেতে খুবিই মজা লাগে।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া 🤝😍

এরমক ভাবে একসাথে সকলে মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা।অনেক সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন ভাই।আপনার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

মনে পড়ে গেল ছোট বেলার সেই বনভোজন যেটাকে আমরা চড়ুইভাতি বলতাম। অনেক ভালো সময় কাটালেন ভাইয়া।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ♥️

আপনার কলাপাতায় খাবার দৃশ্য দেখে ।আমার অতিতের কথা মনে পরে গেছে ভাই ।কলা পাতায় খেজুর রসের পায়েস বন্ধুরা মিলে গভীর রাতে ।সেই আনন্দ হয়েছিলো ।ধন্যবাদ ভাই এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য ।

আপনার গঠনমূলক মন্তব্যের জন‍্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।♥️

আসলে ছোট্ট বেলায় আমরা বন্ধু বান্ধব সবাই মিলে বনভোজন করতাম। সত্যিই এই সুন্দর অনুভূতি গুলো বলে শেষ করা যাবেনা। খুব ভালো লাগলো আপনার পোস্টটি।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

ধন্যবাদ ভাইয়া

খুবই সুন্দর ছিল আপনাদের বনভোজন 💝

ধন্যবাদ ভাইয়া ♥️