বিপদ আসলে চতুর্দিক থেকেই আসে🙂(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আজ আমি ওতোটা ভালো নেই😞।মানসিক ভাবে ভীষণ খারাপ অবস্থা😥।নিজের এডমিশন নিয়ে প্রবলেম,ফ্যামিলি ক্রাইসিসসহ আরো নানারকম ঝামেলায় জর্জরিত হয়ে আছি😟।

এই মূহুর্তে আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার এডমিশন নিয়ে।কোথায় হবে না হবে,থাকতে পারবো কি পারবো না,বাবা ওতো খরচ বেয়ার করতে পারবে কি পারবে না এসব চিন্তা সবসময় মাথায় ঘুরপাক খায়🙂।আজ নটরডেমের ফর্ম ফিলাপ করেছি,এক্সাম আগামী ১৬ তারিখ সকাল ১০ঃ৩০ এ।তো সেজন্য আগামীকাল রাতের গাড়িতে ঢাকায় যাবো।যাতায়াত খরচ সহ আরো কিছু খরচের জন্য আজ সকালে বাবা আমায় ৩০০০ টাকা দিয়েছিলো।তার একটু পরেই আমি আর বাবা দুজন মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ফুফুকে খাবার দিতে যাবো বলে।ওই ৩০০০ টাকাও আমার মানি ব্যাগেই ছিলো তখন।হাসপাতালের আগে পুলিশ চেক পোস্ট ছিল।সেখানে এসে আমাদের মোটরসাইকেল আটকায় ছিলো।পরে সব কাগজপাতি ঠিকঠাক দেখে হেলমেট না থাকার জন্য ৩০০০ টাকা ফাইন ধরেছিল🙂।
IMG_20220111_212557.jpg

কি আর করার🙃,কাছে থাকা ওই ৩০০০ টাকাই দিতে হয়েছিলো।ওই টাকা আমায় বাবা কিভাবে ম্যানেজ করে দিয়েছিলো তা আমি জানি।সেজন্য আমার মনটা অনেক ছোট হয়ে গেছিলো তখনই।বাট একটা জিনিস দেখে আমি শিহরিত যে,আমার বাবা খুব সহজেই বিষয়টা মেনে নিতে পেরেছিল।যেখানে আমি নিজেই মনমরা হয়ে আছি এখনো।কিছুদিন আগে দাদি মারা গেছে,দুদিন আগে নানি মারা গেছে।এদিকে ফুফু হাসপাতালে ভর্তি, তাকে খাবার দিতে যাওয়া।নিজের ভর্তির জন্য দৌড়াদৌড়ি করা,,মানে প্যারার সর্বোচ্চ স্থানে আমি আছি🙂।জীবনটা একদমই অসহ্যকর হয়ে উঠেছে।স্বাভাবিক অবস্থায় কবে ফিরতে পারবো আল্লাহ তায়ালা জানেন😓।

cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 11/01/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইন শা আল্লাহ আপনি দ্রুতই সকল সমস্যা কাটিয়ে উঠবেন ভাই। আল্লাহ আপনার দাদা আর নানু কে বেহেস্তে নসিব করুক। দোয়া করি আপনার ফুফু ও যেনো দ্রুতো সুস্থ হয়ে উঠে। সব কিছু ভুলে একটু ভালো মত প্রস্তুতি নেন ভর্তির জন্য।

দোয়া রাখবেন ভাইয়া🙂ভালোবাসা নিয়েন।