হেই সুপ্ত🥰(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

কিউটিপাই সুপ্ত

IMG20220120123304-01.jpeg

ছবিতে যেই কিউটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সুপ্ত।আমার ফুফাতো ভাইয়ের মেয়ে।
আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা হয়তো জানেন যে,এক্সাম দেয়ার উদ্দেশ্য নিয়ে আমি গত ১৩ তারিখে ঢাকায় এসেছি।তো সেদিন এসে গতকাল পর্যন্ত আমি ছিলাম আমার অন্য এক ফুফাতো ভাইয়ের বাসায়।ওর ও অবশ্য কিছুদিন আগে বিয়ে হয়েছে।ওখান থেকে নটরডেম কলেজ মাত্র ৪ কিলোর মতো ছিল তাই সেখানেই গিয়েছিলাম।তো এক্সাম শেষ করে গতকাল পর্যন্ত ওখানেই ছিলাম।
এর আগে আমার জেএসসি এক্সাম শেষে মানে ২০১৮ সালে আমি ঢাকায় এসেছিলাম।সেবার এসেও এই ভাইয়ের কাছেই ছিলাম।তাই আর অন্য ভাইয়ের বাসায় আসা হইছিলো না।তাই ভাবলাম এবার ঘুরেই যায়।গতকাল পর্যন্ত ছিলাম ধানমন্ডিতে আর এখন আছি সাভারে।
গতকাল সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই বেরিয়ে পরেছিলাম ভাইয়ার এখানে আসার জন্য।ওখান থেকে ভাইয়া পল্লিবিদ্যুতের একটা বাসে তুলে দিয়েছিল।আর তারপর বাস থেকে নেমে আবার এই ভাইয়ার সাথে বাইকে করে তার বাসায় এসেছিলাম।
ওই ভাইয়ের বাসায় সময় কাটানোর মতী কেউ ছিল না।সারাদিন মোবাইল চেপেই সময় কাটিয়েছি😪।তবে এখানে এসে একজনকে পেয়েছি আর সেই হলো সুপ্ত🥳।আশ্চর্যের বিষয় হলো,এই সুপ্তই আমাদের বাসায় গেলে আমাকে চিনতোই না,সেখানে মেশা তো দূর।অথচ কাল আমি ঘরে ঢুকতে না ঢুকতেই চাচ্চু চাচ্চু বলে চিল্লানো শুরু করেছিল😊।কাল থেকে আসার পর এখন পর্যন্ত একটা মুহূর্ত আমায় ছেড়ে কোথাও যায়নি😷।খাইতে বসলেও আমার কাছে,ফোন চাপলেও আমার কাছে মানে আমাকে ছাড়া নড়েই না😑।নিজেও বুঝলাম না হঠাৎ কি হলো যে এতো মিল হয়ে গেলো😵।ও যে কি পরিমাণ চঞ্চল তা দেখে বোঝা যায়না🤧।আমি ঘুমাইলে কানের কাছে এসে চিল্লায়া ঘুমা ভাংগায় আবার আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দুই গালে ওর লিপ্সটিক দিয়ে দাগায়া শেষ করে ফেলছে🥴।

IMG20220121102303.jpg

IMG20220120123620.jpg

IMG20220121120743.jpg

IMG20220121102238.jpg

IMG20220120123307.jpg

IMG20220121105646.jpg

সাজের জিনিসপত্র দেখাতে সে ওয়ারড্রবের উপর

IMG20220121134932.jpg

IMG20220121134921.jpg

সময়গুলো খুব ভালো কাটছে ওর সাথে।যেমন চঞ্চল তেমন তার বুদ্ধি।আমার মায়ের মতো আমায় শাসন করে।ফোন না রাখলে বলে,ফোন রাখবা নাকি আমি ওই রুম থেকে আমার লাঠিটা আনবো?আমি যখন বলি লাঠিই আনো তখন ও মাম পানির খালি বোতল এনে আমায় মার দেয়🤣😂। তবে আর খুব বেশি সময় তার সাথে কাটাতে পারবোনা।আর ক্ষানিক্ষন পরেই বাসের সময়🙂।বাসায় চলে যাবো।প্রায় ৮ দিন থাকা হলো ঢাকায়।বাসার সবার জন্য মনটা ছটফট করছে,তাও অনেক কষ্টে এতোগুলো দিন থাকলাম।ভালো থেকো সুপ্ত🥰😘

cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.21/01/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!