ফুচকা পার্টি😋(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।জ্বর,স্বর্দি গতকালের থেকে অবশ্য আজ অনেক কম।

ফুচকা,নামটা শুনলেই জিভটা কেমন করে তাইনা?আমার অবশ্য ওতো লোভ নাই এর প্রতি,তবে খেতে ভালোই লাগে।আমি যতদুর জানি তাতে মেয়েদেরই এর প্রতি লোভ বেশি😁।খুব ভালোবাসে নাকি। ফেসবুকে তো অনেকের এমনও স্ট্যাটাস দেখি যাতে বলে,বিয়ে করলে ফুচকাওয়ালাকেই করবো যাতে ফ্রি ফ্রি ফুচকা খাইতে পারি🤣😂।
তো মূল কথায় আসি।এক্সাম তো শেষ,ইন্টারের জন্য সবাই ঢাকা রাজশাহী কিংবা বগুড়ার দিকে যাচ্ছে।আমার মামাতো বোন আমার সাথেই পড়ে।তো ওরাও বাসা ছেড়ে বগুড়া চলে যাবে।আর কয়েকটাদিন আছে,তো এই কয়টাদিন ওরা নানাভাবে কাটাচ্ছে আরকি।এরই মাঝে একদিন ওরা ওদের পুরো ফ্ল্যাটের লোকদের নিয়ে ফুচকা পার্টি দিয়েছিল এবং সেই কথা ও পরে আমায় বলেছিলো।শুনে মনে হলো,হামভি কিসিসে কাম নেহি😏।বাসায় এসেই আম্মু আর আপুকে বললাম,তো বললো এ আর এমন কি?বিকেলেই করবোনি,তুই শুধু বাজার থেকে ফুচকার পাপড় কিনে আনিস।যেই কথা সেই কাজ,বিকেলে আমি দোকানে গিয়েছিলাম আর আম্মু-আপু দুজনে অন্য যোগারযন্ত করছিলো।

IMG20211223183631.jpg

IMG20211223180852.jpg

আমার বাইরে থাকার সময়টুকুতেই আম্মুর ওসব বানানো শেষ হয়ে গিয়েছিলো।বাসায় এসে আম্মুর হাতে পাপড়গুলো দিয়েছিলাম, জাস্ট ওগুলো ভাজাই বাকি ছিলো।ভোক্তা হিসেবে ছিলাম আমি,আমার ছোট ভাই,আম্মু,খালাতো বোন আর তার দুই ছেলে মানে আমার ভাগ্নে আরকি। আমাদের সবার থেকে আমার ছোট ভাগ্নেটারই এক্সাইটমেন্ট বেশি ছিল।ভাত খেতে চায়না,তবে এই ধরনের খাবারগুলো খুব খায়।খেতে খেতে একটা কথা বলেছিলো যেটা শুনে সবাই অবশ্য হেসেছিলো🤣, ও বলেছিলো আরো এক বস্তা লাগবে(ফুচকা আরকি)।
IMG20211223185113.jpg

IMG20211223184910.jpg

IMG20211223184927.jpg

IMG20211223185940.jpg

IMG20211223185937.jpg

IMG20211223185833.jpg

সবাই মিলে ঘন্টা খানেক বেশ আনন্দ করেছিলাম।মাঝে মাঝে পরিবারের সাথে এমন সময় কাটাতে ভালোই লাগে।সুন্দর ছিল মুহুর্তগুলো।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.26/12/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ফুচকা 😋😋 লোভ আর সামলাতে পারছিনা ভাই ।পার্টিটা বেশ জমে উঠেছে ইশ আমার দেখে হিংসা হচ্ছে ।সত্যি চমৎকার আড্ডাটি হয়েছে ভাই ।ধন্যবাদ এমন সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ।

তাইলে আর দেরি কিসের?আজই করে ফেলুন না কেন একটি পার্টি☺️
ভালোবাসা নিয়েন 🥰❣️

🌹👍

আগে আমি ফুচকা খেতাম না। আমার পছন্দ ছিল সবসময়ই চটপটি কিন্তু কিছুদিন আগে একজনের পীড়াপীড়িতে ফুচকা খেয়ে ছিলাম। তারপর থেকেই ফুচকার প্রেমে পড়ে গেছি। এখন ভালো ফুচকা দেখলেই খেতে ইচ্ছে করে। ভালোই লাগলো আপনার ফুচকার গল্প। শুভকামনা রইল আপনার জন্য।