একটি শাপলাময় সকাল (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago  (edited)

এখন রাত প্রায় ১০ টা বাজে।আর এমন সময় সকালবেলার কাহিনী নিয়ে লিখতে উনিশ-বিশ ফিল হচ্ছে কেনজানি!সকাল সকাল লেখা সম্ভব না কারণ কলেজে ইয়ার চেইঞ্জ এক্সাম শুরু হয়েছে।সো প্যারা এমনিতেই অভারলোডেড হয়ে আছে।
IMG_20221024_204348.jpg

গত বুধবার, তখন বাজে সকাল ৫ঃ৩০।নিরব ফোন দিয়ে বললো,চল শাপলা বিল থেকে ঘুরে আসি।সবাই তো যাচ্ছে।যদিও চোখে ঘুম ছিল তারপরেও মনটা বাধা না দেয়ায় ওকে বললাম-কাওছার,মুন,স্বরুপ ওদেরকেও ডাক।ও আচ্ছা বলে ফোনটা কেটে দিলো।আর তারপর আমি উঠে ফ্রেশ হয়ে হাটতে হাটতে আমাদের খেলার মাঠের ওখানে গিয়েছিলাম। মিনিট ২০ এর ভেতর সবাই একখানে হয়ে একসাথে হাটা লাগিয়েছিলাম শাপলা বিলের উদ্দেশ্যে।

IMG-20221024-WA0025.jpg
বলে রাখা ভালো,ওইটা মূলত দুই চারটা জমির সমষ্টি, বিল না।তবে সবাই বিল বলেই ডাকে আরকি।আমাদের সরকারি ডিগ্রী কলেজ থেকে একটু ভিতরের দিক গিয়ে বামুনকুড়ি নামের একটা জায়গায় এই শাপলা বিল।

প্রায় ৩০/৩৫ মিনিট হাটার পর আমরা সেই বিলে পৌছেছিলাম।চতুর্দিকে ধানের জমি আর তার মাঝে অহরহ লাল শাপলা।
IMG_20221024_205751.jpg
একটা ব্যাগে নিজেদের মানি ব্যাগ,ঘড়ি,এগুলো রেখে আমরা পানিতে নেমেছিলাম।খুব বেশি পানি ছিলনা।হাটুর একটু উপর পর্যন্ত পানি ছিল।
সত্যি বলতে শাপলা ছেড়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার ছিলনা।জাস্ট ছবি তোলার জন্যই ৭/৮ টা তুলেছিলাম।প্রায় মিনিট ১৫ ছিলাম পানিতে।ওরা শাপলা তুলছিলো।যখন জিজ্ঞাসা করলাম এতো কি করবি?নিরব বললো,বৌ চাইছে🥲।কাওছার বলে,৫ টাকা পিছ বিক্রি করবো😵‍💫।
আমি নির্বোধ ওদের শুভ কামনা জানিয়ে পানি থেকে উঠে এসেছিলাম।একটু পর ওরাও উঠে এসেছিল।তারপর সবাই নিজেকে রনবীর কাপুরের জায়গায় ভেবে একটু স্টাইল দিয়ে ছবি টবি তুলেছিলাম।

IMG_20221024_210546.jpg

ইতরামি বাদরামি করতে করতে একেকজনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। মানে,কারো গা পানিতে আবার কারো গা কাদাতে মাখামাখি হয়ে গিয়েছিল।হেটে বাড়ি ফেরার মতো অবস্থায় কেউ ছিলাম না।তাই আসার সময় একটা ভ্যানে করে এসেছিলাম সবাই মিলে।
IMG_20221024_205022.jpg
এগুলো অবশ্য পানিতে নামার আগে তোলা।

পুরো সময়টা দারুণ উপভোগ করেছিলাম।বাসায় ফিরতে ফিরতে ৯ টার মতো বেজেছিল।এতো সুন্দর আর মজার সকাল খুব কমই কাটিয়েছি।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেয।

Cc.@farhantanvir
Shot on. Redmi note 9 & vivo y30
Location
Date.24/10/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।আজ বিকেলে বের হয়ে সবাইকেই দেখছি হাতে শাপলা নিয়ে যাচ্ছে। এই বিলটা কোথায়?? সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজ থেকে একটু ভেতরের দিকে,বামুনকুড়িতে।

ধন্যবাদ ভাইয়া।

ইতরামি বান্দরামি করার ফলে কেউ পানিতে কেউ কাঁদায় মেখে আপনাদের যে অবস্থা হয়েছিল একটা ছবি সে অবস্থায় দেখতে খুব ইচ্ছা হচ্ছিল। হয়তো বলবেন দেখে আপনি কি করবেন, আপনাদের মত একটু মজা নিব এই আর কি। আসলে বড় বিষয় হচ্ছে বন্ধুরা মিলে এভাবে যে কোন জায়গায় ঘুরতে যাওয়া এক অন্যরকম অনুভূতি কাজ করে, তখন মনে হয় যেন জীবনের সব স্বাধীনতা এই বুঝি পেয়ে গেলাম।

আসলে ভাইয়া ওই সময়টায় কেউ ফোন বের করেছিলাম না।ব্যাগেই ছিল।নাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম।
ভালোবাসা নিয়েন ❤️

শাপলা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আমাদের পুকুরে অনেক শাপলা ফুল রয়েছে। শাপলা ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশে শাপলা ফুলের সৌরভে সকালের মুহূর্ত খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

আমি জাস্ট শুনেই এসেছি তবে কখনো খেয়ে দেখা হয়নি ভাই।স্বাদ কেমন লাগে?

রণবীর কাপুরের স্টাইলে তোলা ছবিগুলো কিন্তু দারুন হয়েছে ভাইয়া😅। তবে যাই বলুন না কেন শাপলা ফুল গুলো দেখে কিন্তু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আসলে এভাবে কখনো শাপলা ফুল তোলার সৌভাগ্য হয়নি। দূর থেকে দেখেছি। কখনো কাছে গিয়ে স্পর্শ করে দেখা হয়নি। সত্যি ভাইয়া বন্ধুরা মিলে শাপলা ফুল তুলেছেন দেখে ভালো লাগলো।

আপনি ছুয়ে দিলে তো শাপলা ফুলের কিজে একটা হয়ে যাবে😁।
এরপর কখনো সুযোগ পেলে চেষ্টা করবেন অপূর্নতাকে পূর্ন করার😊

আমিও বিল থেকে অনেকবার শাপলা তুলেছি। তবে আপনাদের মত এমন পানিতে এবং কাঁদায় নেমে নয়। একটি নৌকাতে করে গিয়ে তুলেছিলাম। চমৎকার লাগছে শাপলা গুলো দেখতে। আমার তো আপনার বন্ধুদের দেওয়া উত্তর গুলো ভালো লেগেছে, কেউ বউয়ের জন্য শাপলা নিচ্ছে। কেউ আবার ৫ টাকা পিস বিক্রি করবে তাই। হিহিহি। আপনাদের বন্ধুত্ব এমনই সুন্দর থাকুক। এবং অনেক সুন্দর লিখেছেন,পোস্টটি খুব ভালো লেগেছে।

ওরা এমনিতেই মজা করেছিল আপু😄।সবসময়ই এমন ভাবেই থাকি তো আমরা😊।
আপনার কাছে ভালো লাগাই আমার স্বার্থকতা ☺️।ভালোবাসা নিবেন🥰

একটা কাজ করতে গেলে যদি সেখানে বন্ধু নামক ব্যক্তি গুলো থাকে তাহলে কিছুটা মজা মাস্তি হয়ে যায়। তেমনি ভাই শাপলা নিতে গিয়ে আপনাদের শরীরে সব বন্ধুরা তাদের নিজেদের মত মজা মাস্তি করেছে।
এইসব বিষয়গুলো পড়ে অনেক ভালো লাগলো।
তাছাড়া অনেকদিন থেকে এই শাপলা ফুল দেখা হয় না। তবে আপনার মাঝে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
আপনার ও আপনার বন্ধুদের জন্য শুভকামনা রইল

একদম ভাই,শুধু যে মজা হয় তাই না।এক্সট্রা একটা শক্তিও থাকে মনের ভেতর😊।ফ্রেন্ড নামক চিড়িয়াগুলো একটু বেশিই ভালোবাসার।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। শাপলা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। পানিতে থাকা অবস্থায় ফুলগুলোকে দেখতে একটু বেশি ভালো লাগে। বন্ধুদের সাথে এরকম জায়গা ঘোরাঘুরি করতে গেলে খুবই মজা হয়। আপনার এই পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে অসাধারণ লেগেছে।

জেনে ভালো লাগলো ভাই আমার।সবসময় শুভ কামনা ও ভালোবাসা আছে🖤

অও,লাল রঙের শাপলা ফুল।কি সুন্দর দেখতে ,আমার তো এখুনি তুলে নিতে মন চাইছে কয়েকটি।তবে কচুরিপানার মধ্যে হয়েছে ফুলগুলো।বামুনকুড়ি নামটি বেশ সুন্দর।আসলে ফুলগুলো এতটাই সুন্দর যে কারো তুলতে মন চাইবে।ছবিগুলো ভালো ছিল, ধন্যবাদ ভাইয়া।

নামটা যেমন সুন্দর,জায়গাটাও তেমনই সুন্দর দিদি।পুরো সবুজে ঘেরা।
আপনাকেও ধন্যবাদ দিদিমণি 🥰

আহা কি চমৎকার সব অপরূপ দৃশ্য! মনটা জুরিয়ে গেল।চেষ্টা করব আমিও ওখানে যাওয়ার জন্য ।

অবশ্যই আসবেন😊।

. চেষ্টা করবো ইনশাআল্লাহ!