জীবনের প্রথম সিনেপ্লেক্সে মুভি দেখা (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।

সিনেমা হল,,এই কথাটি যদি আমার বাবার কানে কখনো যায় এবং সে সময় যদি আমি বাবার আশেপাশে থাকি তাহলে সিনেমা হলে না যাওয়ার জন্য যত কথা আমায় বলে তা নিয়ে ২০ মার্ক পাওয়ার মতো একটা প্যারাগ্রাফ নিশ্চিত লেখা যাবে।ছোট থেকেই শুনে আসছি তো,তাই কখনো হলে যাওয়ার চিন্তা মাথাতেও আনিনি।কেবল মাত্র কৌতুহল হিসেবেই রয়ে গিয়েছিল।যখন ২০১৬ সালে বগুড়ায় ছিলাম তখন এখানে মধুবন সিনেমাহল নামেই খ্যাত ছিল।তবে এবার এসে শুনি মধুবন এখন সিনেপ্লেক্স করা হয়েছে।
ঘরেই বসে ছিলাম।হঠাৎ করে ভাইয়া বলতেছে যে চল মুভি দেখে আসি।তা বললাম,কই থেকে?তখন বললো মধুবনের কথা।আমি তো প্রথমেই না করে উঠেছিলাম যে যাবোনা।পরে বুঝাইলো যে সিনেমাহল আর সিনেপ্লেক্স এক না।অন্য ভাইরাও বললো।তো শেষমেশ রাজি হয়ে গিয়েছিলাম।বাসা থেকে নেমে চারজন মিলে একটা অটো নিয়ে সোজা গন্তব্যে গিয়েছিলাম।
IMG20211205180351.jpg

IMG20211205180459.jpg

মুভির নাম ছিল,মিশন এক্সট্রিম।অভিনয়ে ছিল আরেফিন শুভ এবং নায়িকা যে ছিল তাকে অবশ্য চিনিনা।মুভি রিভিউ তো দিচ্ছিনা তাই ওতো জেনে আমারো কাজ নাই,আপনারো নাই।মুভির কিছু ছবি দেখেন ওর চাইতে।

IMG20211205192912.jpg

IMG20211205202951.jpg

IMG20211205203000.jpg

IMG20211205193000.jpg

IMG20211205193108.jpg

IMG20211205193048.jpg

IMG20211205202946.jpg

IMG20211205193052.jpg

মুভি চলাকালীন নিজেরা কিছু ছবিও তুলেছিলাম সাথে পপকর্নও খেয়েছিলাম।

IMG20211205191445.jpg

IMG20211205193641.jpg

IMG20211205191427.jpg

মুভিটাও খুব একটা খারাপ ছিলনা আর সিনেপ্লেক্সের পরিবেশটাও ভালো ছিল।সব মিলিয়ে বেশ ভালো উপভোগ করেছিলাম।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.06/12/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি অস্থির এক পরিবেশ সিনেমা হল এর। আর সিনেমা হলে গিয়ে ছবি দেখার অনুভুতি একদমই আলাদা৷
আগেরদিনে সবাই সেখানেই গিয়ে মুভি দেখতেন কিন্তু বর্তমান যুগে সব হাতের নাগালে হওয়ায় এই অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।

খুব ভালো লাগলো আপনার অভিজ্ঞতা জেনে।অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য ভাইয়া