স্বাধীনতার সুবর্ণজয়ন্তী(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

গতকাল ছিল ১৬ই ডিসেম্বর।বিজয়ের ৫০ বছর পূর্ন হয়েছে।সারাদেশে রমরমা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দিনটি।প্রতি বছরই আমাদের এখানে এই দিনটি খুব ঘটা করে পালিত হয়।আমাদের স্থানীয় হাই-স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতবার অবশ্য প্যান্ডেমিকের জন্য কোনো আয়োজন করা হয়েছিলনা।তবে এবার বাদ যায়নি।সেই সকাল ৮ টা থেকে সব কার্যক্রম শুরু হয়েছিলো।৭ঃ২৭ এর ওদিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য।রাস্তায় বের হয়েই দেখি স্কুলের বাচ্চারা ডিসপ্লের জন্য মাঠের দিক যাচ্ছে।
IMG20211216082330.jpg

ওদের পিছে পিছে স্লোগান শুনতে শুনতেই মাঠের দিক এগিয়ে ছিলাম।গিয়ে দেখি আমার কোনো ফ্রেন্ডই ছিলনা।একা একা বেশ কিছুক্ষন বসে গান শুনেছিলাম আর মাঠের এদিক ওদিকের ছবি তুলছিলাম।
IMG20211216085147.jpg

IMG20211216085211.jpg

একটু পরেই কয়েকজন ফ্রেন্ড এসেছিলো।কয়টা মাথা একখানে হয়েছিলো, তো দুষ্টামি ফাইজলামি আর বাকি থাকেনি।না খেয়ে গিয়েছিলাম,কিন্তু ওদের সাথে থেকে ক্ষুধার কথা মনেই হয়নি।
IMG20211216091849.jpg

IMG20211216102804.jpg

IMG20211216091847.jpg

IMG20211216104818.jpg

অনেকক্ষন বসে থেকে আড্ডা দেয়ার পর আর মন টিকেনি।মাঠের একদিকে ভাজা পোড়ার দোকান ছিল।সেদিকে গিয়ে আগে এটা সেটা খেয়ে পেতপূজো সেরে নিয়েছিলাম।আমাদের এখানে VOID নামের একতি সংগঠন আছে।তো গতকাল সেই সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন করা হয়েছিল।তিনজন মিলে আবার সেখানে রক্ত পরিক্ষাও করেছিলাম।

IMG_20211217_221543.jpg

মাঠের এদিক ওদিক থেকে ঘুরে এসে আবার আগের জায়গায় এসে বসেছিলাম।তারপর কিছুক্ষন অনুষ্ঠান দেখে বাসার দিক এসেছিলাম।ক্ষুধা নিয়ে আর কতই ঘুরি।ভাতের ক্ষুধা কি আর ভাজাপোড়ায় যায়।
IMG20211216104208.jpg

IMG20211216095431.jpg

IMG20211216104707.jpg

IMG20211216095734.jpg

IMG20211216114303.jpg

IMG20211216114306.jpg

নিচের ছবিগুলো জুম করে তোলা জন্য একটু ঝাপসা হইছে।
তবে ভালো ছিল সময়টুকু।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.17/12/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলা আমাদের গর্ব বাংলা আমাদের অহংকার। ডিসেম্বর মাস মানেই যেন বাঙালির কাছে গৌরবময় একটি মাস। অর্জিত হয়েছিল বাঙালি জাতির স্বাধীনতা। স্বাধীনতার সূর্য জয়ন্তী এই মাসে বাঙালি সকল বীরদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট লেখার জন্য।