মেসের ভাইদের সাথে বারবিকিউ পার্টি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

মেস লাইফে পা দেয়ার আগে এই লাইফ সম্পর্কে বড় ভাইদের থেকে নানান রকম কথা শুনেছি।কেউ ইতিবাচক বলেছে আবার কেউ নেতিবাচক।তবে বেশিরভাগের মতামতই ছিল খাবার নিয়ে,আর সাধারণ বিষয় ছিল যে ডাল নাকি পানির মতো🙂।খাবারের হিসাব বাদ দেই,তাদের মতামত আরো ছিল মেসের অন্যান্য লোক আর রুমমেট নিয়ে।আলহামদুলিল্লাহ,আমি দু দিক থেকেই ভালো আছি।বুয়ার রান্না একদম বাড়ির রান্নার মতোই আর অন্যান্য ভাইদের কথা বলতে গেলে সবাই জাস্ট অমাইক। ব্যবহার থেকে শুরু করে যাবতীয় সব কাজেই আলহামদুলিল্লাহ তারা সবাই অনেক ভালো।আমার আসার মাত্র দুইদিন হচ্ছে,এতেই তাদের সাথে আমার এতোটা মিল হইছে তা বলার বাহিরে।ধরতে গেলে নতুন একটা পরিবারই হয়ে গেছে।
গতকাল রাতে ভাইদের সাথে ছাদে একটি বারবিকিউ পার্টি করা হয়েছিল।সত্যি বলতে বেশ উপভোগ্য ছিল।রাত ১০ টা থেকে প্রায় ৪ টা পর্যন্ত আড্ডা চলেছিল।
IMG20211203203918.jpg

IMG20211203201316.jpg

IMG20211204022810.jpg

IMG20211203232246.jpg

IMG20211204021431.jpg

IMG20211203225622.jpg

IMG20211203230933.jpg

IMG20211203230907.jpg

IMG-20211203-WA0008.jpeg

IMG20211203205212.jpg

রাত ৩ টার ওদিক কাজ শেষ হয়ে গিয়েছিল।তারপর ঘরে এসে পিয়াজ মরিচ দিয়ে চাটনি বানানো হয়েছিল।আর সাথে রুটি আর সস ছিলই।মজার বিষয় হচ্ছে ১২ টার দিক আমি ঘুমাই গেছিলাম😅।পরে ভাইয়েরা ডাক দিয়ে তাদের সাথে নিয়েছিল।
সর্বোপরি ভালো ছিল।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/11/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেকদিন আগে বারবিকিউ পার্টি দিয়েছিলাম। বারবিকিউ খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।এটা তৈরি করতে অনেক সময় লাগলেও সুস্বাদুই ভরপুর ।আপনার তৈরি বারবিকিউ দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে ।আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বারবিকিউ পার্টি শেয়ার করার জন্য ।

জি ভাইয়া আসলেই সুস্বাদু কিন্তু দুঃখের বিষয় হলো দুইটি মুরগির ভেতর শেষ মুরগিটি ঝলসাতে গিয়ে কয়লার তাপ শেষ হয়ে গিয়েছিল😅।যার জন্য সেইটা খুব একটা ভালোভাবে সিদ্ধ হইছিলো না।
তবে ভালো ছিল,ভালোবাসা নিয়েন ভাই🥰

বারবিকিউ আমার অত্যাধিক পছন্দের একটি খাবার ভাই। বারবিকিউ খেতে সত্যিই অনেক মজা লাগে আমার। এটি খাইতে অনেক টেস্টি ও সুস্বাদু। বিশেষ করে এটি বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় তবে এই জিনিসটি বানাতে অনেক ইনজয় করি আমি। আপনার এই পোস্ট দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করেছেন। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

নিজে যদিও কোনো কাজই করিনি সবই ভাইরা করেছেন,তাও বুঝেছি অনেকে প্যারাদায়ক একটি কাজ🙂
ধন্যবাদ ভাইয়া, ভালোবাসা নিয়েন।🤎

ভাইয়া বারবিকিউ পার্টি আয়োজন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে ভাইয়া বারবিকিউ তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু খেতে অনেক অনেক সুস্বাদু। আপনার পোষ্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার পোস্টটিতে বারবিকিউ পার্টি দারুন ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।