ডুবে ডুবে ভালোবাসি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago 

কল্পনা করুন,আপনার এলাকার রাস্তাঘাট সব ঠিক করা হয়েছে,বৃষ্টিতে কোথাও আর পানি জমে না।যাতায়াত করতে মানুষের আর প্যারা খেতে হয়না।
না থাক,আর কল্পনা করতে বলবোনা।এটা আকাশ-কুসুম কল্পনা হয়ে যাচ্ছে।

IMG_20220904_114511.jpg

ছোট থেকেই দেখে আসছি বৃষ্টি হলেই রাস্তার এই করুন দৃশ্য।তো এখন হঠাৎ করে যদি সব ঠিক হয়ে যায় তাহলে তো সেটা ভালো হবেনা।নস্টালজিক কিছু এভাবে নষ্ট করা বিশাল বড় অপরাধ।
ঘরেই শুয়ে ছিলাম।হঠাৎই বৃষ্টির শব্দ শুনতে পেলাম।ক্রমাগত শব্দ বেড়ে চলছিলো।মিনিট ২০ কেটে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে।
বৃষ্টি একটু কমলে বাসা থেকে বেরিয়ে রাস্তার দিক গিয়েছিলাম।গিয়ে দেখি,আমার ভাবনার বাস্তব রুপ।মানে,রাস্তা পানিতে তলিয়ে গেছে।
IMG20220828165449.jpg

IMG20220828165455.jpg

একটু আগে বললাম না যে,হঠাৎ এ রাস্তাগুলো ঠিক হয়ে গেলে খারাপ লাগবে,আসলেই তাই!ছোটবেলা থেকে দেখে আসছি,এখন যদি ঠিক করা হয় তাহলে তো শুধু আমার না-আমার মতো আরো অনেকের মধুর কিছু স্মৃতি নষ্ট হয়ে যাবে।আর এতো এতো মানুষ নস্টালজিক হয়ে পরলে দেশ এগোবে কিভাবে?তাই আমি স্যালুট জানাই তাদের,যারা আমাদের মতো নস্টালজিক মানুষদের কথা ভেবে অবকাঠামো এমনই রেখেছেন এবং আগামীতেও রাখবে বলে ভেবে রেখেছেন।
IMG20220828165506.jpg
উন্নতির আশা করেন এমন অনেকেই আমার সাথে মতের অমিল দেখাবেন।তাদের জন্য একটু বলি।

পানিতে টিকটক লাইকি ভিডিও বানাতে আপনাকে যেতে হয় সুইমিং পুলে কিংবা কক্সবাজারে।তো ঘর থেকে বের হলেই যদি পানি পেয়ে যান,তো পয়সা খরচ করে ওদিক যাওয়ার দরকার কি!
আবার ধরুন,পানির ভেতর দিয়ে জোরে জোরে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাওয়ার সময় যে ফিলটা পাওয়া যায় শুকনো রাস্তায় কি সেই ফিল পাবেন?
পানির জন্য রাস্তার কই ভাংগা আছে তা দেখতে না পেরে হঠাৎ করে বাইক বা সাইকেল নিয়ে পড়ে গেলে যে হয়রানিটা হয় শুকনো রাস্তায় কি সেটা পাবেন?
IMG20220828165559.jpg
তো এতোকিছু হারিয়ে নিশ্চয় আপনি চাইবেন না যে,রাস্তা ভাল করা হোক!হ্যাঁ, ঠিক এগুলো চিন্তা করেই কতৃপক্ষ রাস্তা ঠিক করেন না।তারা চান না,এতো কিছু উন্নয়নের তলায় পরে হারিয়ে যাক।আর আমাদেরও উচিত তাদের এই প্রচেষ্টাকে সফল করতে ডুবে ডুবে তাদের ভালোবাসা।
আমি ভালোবাসি,আপনি ভালোবাসুন, আরো দশজনকে ভালোবাসতে উদ্বুদ্ধ করুন।এতো এতো ভালোবাসায় সিক্ত হয়ে কতৃপক্ষ নিশ্চয় এই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিবেন।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.04/09/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি রাস্তায় পানি জমার এতগুলো সুযোগ-সুবিধা বললেন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বাদ দিয়েছেন। যেটি আমাদের বাংলা সিনেমায় অহরহ দেখা যায়। নায়ক নায়িকা কেউ একজন দাঁড়িয়ে থাকবে আর অপরজন গাড়ি নিয়ে যাওয়ার সময় পানি ছিটিয়ে দিয়ে যাবে😜।
যাইহোক অনেক দুঃখ নিয়ে কথাগুলো লিখেছেন তা আপনার লেখা পড়েই বোঝা যাচ্ছে। আশাকরি কর্তৃপক্ষের শুভ বুদ্ধির উদয় হোক।

এই দেখেছেন,এতো সুবিধার ভিড়ে আমি ওই মোমেন্টটাই ভুলে গিয়েছি😑।কতৃপক্ষ আসলেই মহান✌️।

ভাইয়া আমাদের এলাকায় কিন্তু এইরকম বৃষ্টি হলে অনেক সুবিধা হয়। কারণ বৃষ্টি হলে পাকা রাস্তার উপর দিয়ে মাছ পাওয়া যায় অনেক। এতে করে অনেক মানুষ উপকৃত হয় কিন্তু। বিষয়টি কিন্তু নজরে রাখা দরকার।

এটাও তো পয়েন্ট🫡
ফ্রি ফ্রি মাছ পাওয়া যাচ্ছে,যার জন্য সমাজের গরীব-দুঃখীদের মুখে একটু হলেও মাছ যাচ্ছে।এ কথা ভেবেও হয়তো কতৃপক্ষ রাস্তা ওমনই রেখেছেন।তারা আসলেই মহান।

তা ভাই টিকটক প্রতিবন্ধীদের খবর দেব আর নই কক্সবাজার আ নই কুয়াকাটা এবার ফারহান তানভীর ভাইয়ের বাড়ির কাছেই হি হি।। সত্যি কথা ছোট থেকে যেটা দেখে আসছেন যদি একদিনে ঠিক হয়ে যায় তাহলে অবাক হতেই হবে।।

বাপ-দাদার আমলের স্মৃতি, ধইরা রাখতে চাই🤣🤣।