আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।
দরকার,প্রয়োজন,চাহিদা,বাধ্যতা এই শব্দগুলোর শক্তি অনেক অনেক বেশি।স্বাভাবিক অবস্থায় পরিবর্তন আসতেও সময় লাগেনা এগুলোর জন্য।কখনো মানুষের পরিবর্তন ঘটে আবার কখনো নিয়মে আবার কখনো জায়গায়।সব পরিবর্তনেই দরকার লুকিয়ে থাকে।
এক্সামের রেজাল্ট তো বের হইছে কয়েকদিন আগে।আমাদের এখানে বলতে গেলে এস,এস,সি লেভেল পর্যন্তই একটু ভালো পড়াশোনা হয়।ইন্টার লাইফটা এখানে তেমন কেউ থাকেনা।পাড়ি দেয় ঢাকা,রাজশাহী কিংবা বগুড়ার দিকে।আমি এখনো অবশ্য আমাদের এখানেই আছি,কারণ কলেজ সিলেকশন হয়নি এখনো।
একটা পোস্টে বলেছিলাম যে আমি আর আমার মামাতো বোন একসাথেই পড়ি আর এক্সামও একসাথেই দিয়েছি।আলহামদুলিল্লাহ ওর রেজাল্টও অনেক ভালো হইছে।আমি এখানে থাকলেও ওরা মানে ওর পরিবার চলে গেছে গত ৩০ তারিখে।
শুনেছি মামা বিয়ের পর থেকেই এখানে থাকতো।প্রথম নাকি আমাদের বাসাতেই ভাড়া ছিল,তারপর অন্য এক বাসায় ওঠে।প্রায় ১৮/১৯ বছর হয়েছিল তাদের এখানে থাকা।কিন্তু,ওই যে দরকার বা প্রয়োজন। যা মেটানোর জন্যই মায়ার বাধন ছেড়ে যেতে হলো তাদের।
তাদের যাওয়ার দিন শুরু থেকেই তাদের সাথে ছিলাম।এটা সেটা এগিয়ে দেওয়া,এখানে সেখানে যাওয়া ইত্যাদি টুকিটাকি কাজ করে সাহায্য করার চেষ্টা করছিলাম আরকি।এমনিতেই লোক নিয়েছিল সেসবের জন্য কিন্তু তাও যেতে তো হয়।সেদিন আবার আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট ছিল।১১ টার ওদিক রেজাল্ট পাবলিশ হইছিলো।তখন অবশ্য নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম।এদিক সেদিক থেকে ফোন আসছিল রেজাল্টের জন্য।তাই মামাকে বলে চলে এসেছিলাম।বিদায় দেয়াটা আর হয়নি🙂।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.03/01/22