আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
গতকাল আপনাদের বলেছিলাম যে আমি তিনদিনের ছুটি পেয়ে বাসায় এসেছি।আর এটাও বলেছিলাম যে,এই তিনদিনের জমানো কাহিনীগুলো নিয়ে হোম ডেইস পার্টে কিছু গল্প লিখবো।তো সেটারই ফার্স্ট পার্ট এখন শুনাইতে যাচ্ছি।তো চলুন....
বুধবার রাতে ১০ টার ওদিক বাসায় পৌছেছিলাম। তাই বুধবারের কোনো ঘটনা নেই বলার মতো।পরেরদিন সকালে ঘুম থেকে উঠেছিলাম ৯/১০ টার ওদিক।উঠে খেয়ে দেয়ে আবার বিছানার সাথে সময় কাটিয়েছিলাম দুপুরের আগে পর্যন্ত।তারপর গোসল সেরে দুপুরের খাবার খেয়ে আবার ঘুম😑।৪ টার ওদিক একটা ফ্রেন্ড ফোন করে বললো অনেকদিন ধরে ফুটবল খেলা হয়না,আয় খেলি।যদিও ফুটবল খেলা পারিইনা,তারপরেও গেলাম।খেলি না খেলি ফ্রেন্ডগুলোর সাথে তো দেখা হবে।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা খেয়েই খেলতে গিয়েছিলাম আমাদের হাই-স্কুল মাঠে।
ভেবেছিলাম খেলবোনা।কিন্তু বন্ধুদের জোরাজোরিতে খেলতেই হয়েছিল।মাশাল্লাহ ১০ মিনিট খেলতে না খেলতেই এনার্জির মা হাওয়া🙂।প্রায় ৩/৪ মাস পর মাঠে নেমেছিলাম।তাই,তেমন দৌড়াতেও পারিনি।একটু খেলতেই পা লেগে আসছিলো।সেজন্য আর না খেলে বসে পরেছিলাম।১০ মিনিট না খেলতেই আমার যে ঘাম ঝড়েছিল, ৩০৷ মিনিট খেলেও ওদের ওতটা ঝড়েনি🤣।
দেখে মনে হচ্ছে,ওদের সবার দৌড় আমি দৌড়েছি🤣।
আমি @farhantanvir আর আমার বন্ধু কাওছার মাহমুদ।
ওদের খেলা শেষ হয়ে গেলে একসাথে সবাই বসে বেশ অনেকক্ষন আড্ডা দিয়েছিলাম।কে কোথায় আছি,কেমন আছি।এসবই আরকি।সত্যি বলতে এই সময়টুকুই আমার সবচেয়ে ভালো কেটেছিল এই তিনদিনের ভেতর।
৮ টার ওদিক বাসায় ফিরে ফ্রেশ হয়ে আবার ফোন নিয়ে পড়েছিলাম।একটু পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
প্রথমদিন এভাবেই কেটে গিয়েছিল 😊।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.19/03/22