আসসালামু আলাইকুম,
আজ নিয়ে টানা দুই পোস্টে নাটক রিভিউ করতেছি।গতকাল কিডনি নাটকটা রিভিউ করেছিলাম।যেটা ছিল কাজল আরেফিন অমি পরিচালিত আর আজকের টাও তারই প্রযোজনায় নির্মিত।ফিমেল এ ব্যাপক সাড়া পাওয়ার পর ফিমেল ২ তৈরি হয় আর তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৭ টায় ফিমেল ৩ মুক্তি পেয়েছে।নাটকের শেষ অংশে যে সিন দেখানো হয়েছে তাতে মনে হয় ৪ আসার সম্ভাবনা আছে।তো চলুন জেনে নেওয়া যাক ফিমেল-৩ সম্পর্কে,
নাটকটি সম্পর্কে কিছু তথ্য
----- | ----- |
---|---|
নাম | ফিমেল-৩ |
অরিজিন | বাংলাদেশী |
পরিচালক | কাজল আরেফিন অমি |
অভিনয়ে | পলাশ,সাব্বির,চাষী,মারজুক,পাভেল,শিমুল সহ প্রমুখ |
মুক্তি | ২ জুলাই,২০২৩ |
ব্যবধান | ৬৭.৩২মিনিট |
সংক্ষিপ্ত রিভিউ-
যারা ফিমেল এর আগের পার্টগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এই পার্টটাও দেখে ফেলেছেন এতোক্ষনে সেটা আমি বাজি রেখে বলতে পারি।১৩ ঘন্টায় এর ভিউ হয়েছে ৩.৩ মিলিয়ন।আসলে কেউ মার্কেট পেয়ে গেলে তাকে থামানো কঠিন।
এই পর্বে নতুন সংযোজন হিসেবে এসেছে ছানা ঘটক আর সেই চরিত্রে ছিলেন শিবলু।মজার বিষয় হচ্ছে মুদি আনোয়ার হয়ে গেছে রাজনীতিবিদ।লুইচ্চা লাবু কমিশনারের এগেইন্সটে ভোট করছে সে।এদিকে এতিম আকবরের ভাত মেরে শিমুলেও ব্যবসাও বেশ ভালোই চলছে এবং তার সার্ভিসের নাম দেয়া হয়েছে "মনোরঞ্জন।"ওহ,আসল কথাই তো বলতে ভুলে গেছি।হাতি টুটুল কিন্তু প্রথম বউ চলে যাওয়ার পর থেমে থাকেনি।সে নতুন আরেকটা বিয়ে করেছে এবং এবারো মানুষজনকে না জানিয়েই।কেমনে কি?😆
টুকটাক চেঞ্জ বলতে এটুকুই ছিল।আর স্টোরি আগেরগুলোর মতোই এক ফিমেলকে কেন্দ্র করে।তবে দ্বিতীয় পর্বের মতো এই পর্বের ফিমেলটাও কাল্পনিক।এবারের ফিমেলের নেশা অবশ্য ড্যান্সার শাহ-আলম,বডি সোহেল ওদের না থাকলেও এতিম আকবর,কুত্তা মিজান,লাবু কমিশনার এদের তিনজনের ছিল।আর এদের মাঝে গ্যাঞ্জাম পাকায় দিয়েছিল ছানা ঘটক।বাকিটা নাহয় নিজেরাই দেখে নিয়েন।
আমার মতামত
নাটক দেখার লিংকসমূহ:-
🟥ফিমেল নাটক দেখতে এখানে প্রেস করুন
🟥ফিমেল-২নাটক দেখতে এখানে প্রেস করুন
🟥ফিমেল-৩ নাটক দেখতে এখানে প্রেস করুন
তো আজ এ পর্যন্তই থাক।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন আর অবশ্যই ফিমেল নিয়ে গ্যাঞ্জাম করবেন না।
🌼আল্লাহ হাফেজ🌼
Cc. @farhantanvir
Picture source :- taken from youtube as screenshot
Date.03/06/23
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিমেল নাটকটি যদিও আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে দেখে খুব ভালো লেগেছে। আপনি আজকে তৃতীয় নাম্বার ফিমেল নাটকটি আমাদের মাঝে শেয়ার করেছেন। সম্পূর্ণটা পড়ে খুবই ভালো লেগেছে। সময় পেলে নাটকটি দেখার অবশ্যই চেষ্টা করবো আমি। দেখা যাক নতুন পাটে কি আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা নাটক যখন জনপ্রিয়তা পায় তখন সেই নাটকের আরো বেশি পর্ব চলে আসে। কিন্তু প্রথম পর্বটার মত পরবর্তী পর্বগুলো আর আকর্ষণীয় হয় না। যদিও এই নাটকটি আমার দেখা হয়নি কিন্তু মনে হচ্ছে মোটামুটি ভালই হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা নাটক গুলো দেখতে বরাবরই ভালো লাগে বিশেষ করে এ ধরনের হাস্যকর নাটক গুলো।তবে তোমার মতামত পড়ে খুব খারাপ লাগলো যে গতবারের মতো এবারের নাটকটি অতটা হাস্যকর হয়নি। যাই হোক অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সকালে এই নাটকটি দেখলাম। হাসতে হাসতে শেষ। নাটকটি দেখলে যে কারো মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিমেল নাটকটার কিছু অংশ আমি ফেসবুকের মধ্যে দেখেছিলাম। এমনিতে কিছুটা ভালো লেগেছিল ফেসবুকের মধ্যে দেখতে। ওখানে দেখার পরে ভেবেছিলাম এই নাটকটা দেখব কিন্তু সময়ের কারণে হয়ে ওঠেনি। আজকে ফিমেল তিন শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে পড়তে রিভিউটা। পরবর্তীতে কি হল তা দেখার জন্য অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit