আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
ঢাকায় এসেছি গত ১৩ তারিখে।আর আমার এক্সামের ডেট ছিল ১৬ তারিখ।তাই মাঝে দুইদিন সময় ছিল।ভাইয়ার বাসায় আছি।এখানে আশেপাশে দেখার মতো বলতে ধানমন্ডি লেক আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আছে।তো ভাইয়া আমাকে বলেছিল জায়গা গুলো থেকে ঘুরে আসতে।আমি বলেছিলাম,না ভাইয়া এখন কোথাও যাবোনা।এবার তো আমার মূল উদ্দেশ্য পরিক্ষা দেয়া।সেটাই আগে সেরে নেই,তারপর।এক্সাম দিয়েছি আর ইনশাল্লাহ ভালোই হয়েছে।আগামীকাল রেজাল্টও দেয়ার কথা আছে।আল্লাহ ভরসা, কি হয় এখন।
গতকাল দুপুর পর্যন্ত বাসাতেই ছিলাম।পরে আবার অনেক ফাপর লাগা শুরু হয়েছিল।তো ভাবলাম পরিক্ষাও শেষ,আজ নাহয় একটু ঘুরে আসি।কাপড়চোপড় পরে তৈরি হয়ে নিলাম।রাস্তাঘাট কিন্তু কিচ্ছু চিনিনা।বাসা থেকে নিচে নেমেই আগে ফোনে এমবি তুলেছিলাম।গুগল ম্যাপ ইউজ করতে হবে যে😁।তো তারপর আর কি,ম্যাপ বের করে পথ চলা শুরু করে দিয়েছিলাম।
পথে অবশ্য দুই একটা লোককে জিজ্ঞাসাও করেছিলাম।প্রায় ১৬/১৭ মিনিট হাটার পর গন্তব্যে পৌছেছিলাম।সময় এতো লাগতোনা। আমার জন্যক লাগছে আরকি।নতুন সব রাস্তা।এদিক দেখিছিলাম ওদিক দেখছিলাম।তাই একটু দেরি হয়েছিল।তবে অভিজ্ঞতাটা ভালো ছিল।
ভাইয়া ভাবি এবং আরো দুই একজন লেকের কথা যেভাবে বলছিলো তাতে মনে হয়েছিল যে খুব একটা ভালো জায়গা ঘোরার জন্য।বেশ একটা আকর্ষন নিয়েই গিয়েছিলাম।গিয়ে যা দেখেছিলাম তা আমায় যেমন হতাশ করেছিল তেমনই কষ্ট দিয়েছিল💔।ভেবেছিলাম হয়তো অন্যরকম কিছু,গিয়ে দেখি না।তবে বেশ অনেক অভিজ্ঞতা পেয়েছি।হতাশ একটু হয়েছিলাম।
তারপর কষ্টের কথাটা বলি।লেকের আগে থেকে দেখে আসছি শুধু জোড়া(প্রেমিক-প্রেমিকা আরকি)।আর তারপর যখন লেকে গেলাম,ওহ খোদা আই ওয়াজ জাস্ট ব্রোকেন।কোনো একটা জায়গা ফাকা ছিলনা যে একট বসবো।মনটা শুধু বলছিলো তুই কোনো কাজের না🙂,একটা মেয়েও জোটাতে পারিসনি।কি আর করার।গিয়েছি ঘুরতে,তাই একটু হাটাহাটি করলাম এদিক সেদিক।মাঝে মাঝে দুই একটা করে ছবি তুলছিলাম তাও লজ্জা পেতে পেতে🙃।লেকের এ পাশে ৫ মিনিট ও পাশে ৫ মিনিট সময় কাটিয়েই আমি হাওয়া হয়েছি ওখান থেকে।মনের কষ্ট তো আমারো আছে নাকি🙂।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.18/01/22
লেক দেখতে খুবই সুন্দর ।আপনি খুব ভালো সময় কাটিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুন হয়েছে আপনাকে ধন্যবাদ এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু,,ভালোবাসা নিবেন🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর আপনার এই জায়গার দৃশ্য গুলো ছিল খুবই সুন্দর আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা নিয়েন ভাই💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit