সফলতায় আর এক ধাপ এগিয়ে, ফ্যাক্টঃএস,এস,সি রেজাল্ট (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।সত্যি বলতে একটু বেশিই ভালো আছি।কারণ গতকাল এক্সামের রেজাল্ট পাবলিশ হইছে🥱।

এদিন সেদিন করতে করতে গত ৩০ ডিসেম্বর আমাদের রেজাল্ট পাবলিশ হইছে।গতকাল ১১ টার ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এসে আমাদের রেজাল্ট প্রকাশের পাশাপাশি বই উৎসবের সূচনাও করেন।রেজাল্ট পাবলিশের সময়ে আমি বাসায় ছিলাম না।ফোনে এমবিও ছিলনা।তাই রেজাল্ট প্রথমে জানতে হয়েছিল আমার এক ফ্রেন্ডের কাছে থেকে।ও জানায়ছিল যে আমার গোল্ডেন এসেছে।নিজে না দেখে তাও ওতো সিওর হইনি।পরে বাসায় এসে নিজে দেখে শান্তি পাইছিলাম।
Screenshot_2021-12-30-11-49-20-96_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2021-12-30-13-20-43-18_be80aec1db9a2b53c9d399db0c602181.jpg

(Screenshots taken from www.educationboardresult.gov.bd.com)

ফিজিক্স নিয়ে একটু ভয় ছিল।কারণ তাতে রোল রেজিষ্ট্রেশন নম্বর পূরনে কিছু সমস্যা হয়েছিল।কিন্তু আল্লাহর অশেষ রহমতে ১০০ ই পেয়েছি তাতে।যে তিন সাব্জেক্ট এক্সাম দিয়েছি তাতে ৩০০ এর ভেতর ২৯৫ পেয়েছি আর অন্য সাব্জেক্টগুলোর নাম্বার ম্যাপিংয়ের জন্য এসেছে।মোট মার্ক একটু কম এসেছে বিধায় চিন্তায় আছি কলেজ এডমিশন নিয়ে।

রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই চতুর্দিক থেকে ফোন আর ম্যাসেজ।খাওয়া দাও,খাওয়া দাও।তারপর আর কি।মিষ্টি বিলাইতেই দিন শেষ।
IMG20211230193554.jpg

IMG20211230150957.jpg

IMG20211231172625_BURST000_COVER.jpg

বাড়ির আশে পাশের প্রতিবেশী সহ আত্মীয় স্বজন সবাইকেই সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করেছি।
এখন ফোকাস ইন্টারে।বেশি সময় নাই হাতে।বড়জোর দেড় বছর।স্বপ্ন নিজেকে ডাক্তার হিসেবে দেখার।প্রচুর পরিশ্রম করতে হবে এই কয়টা দিন।দোয়া রাখবেন আমার জন্য,যেন ইচ্ছাকে বাস্তব রুপ দিতে পারি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.31/12/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অভিনন্দন আপনার ভালো রেজাল্টের জন্য। আপনার প্রত্যাশা পূরণ হোক। শুভকামনা আপনার জন্য।

ভালোবাসা নিবেন আপু🥰

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। এভাবেই এগিয়ে যান। আশা করছি আপনি আপনার জীবনে অনেক সফলতা অর্জন করতে সক্ষম হবেন। শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ দিয়ে ছোট করবোনা,,বুক ভরা ভালোবাসা জানাই🥰আল্লাহ আপনাকে ভালো রাখুক।

Loading...