আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
আজকের এই পোস্টটা যে আমি করতে পারতেছি এটাই আমার কাছে এক ধরনের যুদ্ধ জয়।মনে প্রশ্ন আসতেই পারে কেন?এর উত্তর হচ্ছে আমার কথা কলেজে ফোন নিয়ে যাওয়া-আসা একদম নিয়মের বাহিরে।তাও আমি ফোন নিয়ে গিয়েছিলাম😬আর শুধু তাই নয় ছবিও তুলেছিলাম।তো এটা কি যুদ্ধ জয়ের থেকে কম কিছু?
ওরিয়েন্টেশনের দিন অন্যরকম একটা ফিলিংস কাজ করছিলো আর ক্লাস করতে যাওয়ার দিন অন্যরকম।সকাল সকাল ঘুম থেকে উঠেই কেমন এক্সাইটমেন্ট কাজ করছিলো নিজের ভেতরে।কিছুক্ষন পর ব্রাশ করে মিল খেয়ে ইউনিফর্ম পড়ে ৯ঃ৪৫ এর ভেতরই কলেজে গিয়েছিলাম।ফর্ম ক্লাস ১০ঃ২০ থেকে ১০ঃ৩০ পর্যন্ত। প্রথম দিন তো তাই একটু আগেই গিয়েছিলাম।আমাদের এলাকা থেকে অনেকেই এসেছে এই কলেজে।আর আমার শাখায় প্রায় ৭/৮ জন আছে আমার এলাকার।তাই খুব বেশি একা একা লাগছিলনা।মোট ৮১ জন স্টুডেন্ট আমার শাখায়।ক্লাস রুমের নাম হলো ইছামতি।প্রজেক্টের ব্ল্যাক বোর্ড দুটোই আছে আর পুরো রুম শীতাতপনিয়ন্ত্রিত।
ওহ,একটা কথা বলে রাখি,যেহেতু ফোন এলাউ না কলেজে তাই সব ছবিগুলো লুকিয়ে আর খুব তাড়াতাড়ি তুলতে হয়েছিল।সেজন্য রেজুলেশন ভালো হয়নি তেমন।
এটা আমাদের রুম না,ক্লাস টেনের রুমে ঢুকেছিলাম তখন এই ছবিটি তুলেছিলাম।
প্রথম দিনই কেনজানি আইসিটি ক্লাসের সময় ল্যাবে নিয়ে গিয়েছিল।সেখানেও বেশ ভালোই সাজানো গোছানো অবস্থা দেখলাম।৩০ টার মতো কম্পিউটার ছিল,অবশ্য এই রুমে এসি ছিলনা।
দেখেন দেখেন😂,একজনের পিঠের সাপোর্ট নিয়ে ফোন চাপতেছে🤣।তাহলে একবার আমার কথা ভাবেন🥺কত কষ্টে ছবিগুলো তুলেছি।
একটা জিনিস আমার খুব ভাল্লাগছে।সেটা হলো স্কুলের টিচারের তুলনায় কলেজ টিচাররা অনেক ভালো।মানে ব্যবহার আর মানসিকতার দিক থেকে আরকি।এক স্যার ফিজিক্স ক্লাস নিতে এসে একটা কথা বলেছেন,
"আমি কে?আমি কি করছি?আমার কি করা উচিৎ?"
তুমি যদি এই তিন প্রশ্নের যথাযথ উত্তর তোমার মাঝে রাখতে পারো তাহলেই তুমি একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
কথাটা মন ছুয়ে গেছিলো।স্যার আরো অনেক কথাই বলেছিলেন।শুধু তিনিই না বাকি স্যাররাও অনেক কথা বলেছিলেন আমাদের।প্রথম দিন ছিলো তো তাই পরিচয় পর্বের পাশাপাশি ওসব আলোচনা চলছিলো।বেশ অনেক ভারি ভারি কথা বলেছেন সবাই।
তিনটা ক্লাস হওয়ার পরে ১২ঃ৩০ এ কলেজে ছুটি হয়েছিল।সময়টুকু ভালোভাবেই গেছে।নতুন জীবনের শুরু, একটু এক্সাইটমেন্ট বেশিই ছিল।ইনশাল্লাহ খুব ভালোভাবেই কাটবে এই লাইফও।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.13/03/22