কোনদিকে যাবেন?

in hive-129948 •  3 years ago 

সারাদেশে লকডাউন চলছে।বলা হচ্ছে,যাতে ঘর থেকে বের বা হওয়া হয়।এরকম বিধিনিষেধ মেনে চলা কি সবার জন্য সম্ভব?
IMG20210726071220.jpg
পুরো রাস্তা খা খা করতেছে,যেখানে অন্যান্য সময় এই রাস্তা পার হইতে গেলে অন্তত ১ টা মিনিট সময় ব্যয় করতে হতো।

সহ্যসীমা পার হয়ে গেছে।মানুষ এখন ভুলে গেছে করোনাকে,ভুলে গেছে সচেতনতাকে।কারণ,তাদের পেটে টান পরেছে।কথায় বলে,জলে কুমির আর ডাংায় বাঘ।সাধারণ মানুষের কাছে বিষয়টা ঠিক এমনই হয়ে গেছে।যদি ঘরে থাকে তাহলে টাকার অভাবে ক্ষুধার অসহনীয় যন্ত্রনা সহ্য করতে হয়।আবার টাকা রোজগারের জন্য যদি বাইরে বের হয় তাইলে তো রয়েছেই করোনার ভয় এবং আইনের কড়া শাসন।
IMG20210726071437.jpg
গতকালকের পোস্টে বলেছিলাম,দোকানের ভেতোরে লোক ঠিকি থাকে কিন্তু তারা থাকে সাটারবদ্ধ অবস্থায়।আর বাইরে একজন লোক থাকে যে প্রয়োজন অনুসারে সাটার উঠা-নামা করে।২ নাম্বার ছবিতে দেখানো লোকটি ঠিক ওই কাজেই নিয়োজিত।কারণ, তাদের উদরের দাবি রক্ষা করতে হবে।
IMG20210726071607.jpg
এটি একটি স্বর্নালংকার বানানোর দোকান।ভেতোরে দেখেছিলাক একটা মাত্র লোক ঠুকঠাক শব্দ করে কি যেন বানাচ্ছে।একটা সাটার পুরো বন্ধ আর একটার যুত সামান্য অংশ খোলা।অপেক্ষা একটা সাইরেনের।যখনই সাইরেন বাজবে আর ওই খোলা অংশটুকুও বন্ধ হয়ে যাবে।
দোষ তো তাদের না।দোষ সরকারেরও না।দুজনই পরিস্থিতির স্বীকার।

Shot by:@farhantanvir
Shot on:oppo f19 pro
Location
Date:26/07/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!