আমার বাসার পাশেই কাঠের সাথে জড়িত এমন কিছু দোকান বা প্রতিষ্ঠান রয়েছে।কাঠ ফারা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র বানানোর দোকান সবই রয়েছে।এর ভেতোর একটি দোকান রয়েছে যেখানে কেবোল কাঠের উপর বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়।ওই দোকানটাতেই প্রতিদিন প্রায় এই দুই ঘন্টা করে সময় কাটাই।দোকানে তিনজন কাজ করে।প্রত্যেকেই ২৫ বছর কিংবা তার থেকে একটু কম বয়সের।তাই তিনজনের সাথেই আমার মেলে ভালো।
ছবিতে দেখানো বয়স্ক লোকটি ওদের মহাজন।আর পাশের ছেলেটির নাম রহিম।তিনজন তিনবেলা কাজ করে জন্য একসাথে ছবি তুলতে পারিনি।
রহিমের বাড়ি আমাদের এখান থেকে প্রায় ৫/৬মাইল দূরে।প্রতিদিন একটা হিরো সাইকেল নিয়ে সকাল ৭ঃ৩০ এর ভেতোর কাজে আসে।ওর যখন ৪ বছর বয়স তখনই নাকি ওর বাবা মারা যায়।তারপর ওর মা এখানে ওখানে কাজ করে সংসার চালাতো।কোনো এক কারনে একদিন ওর মায়ের হার্ট অ্যাটাক হয়।কাজ কর্ম বন্ধ হয়ে যায়।তারপর সেই ১১ বছর থেকেই ও এসব কাঠের কাজের সাথে জড়িয়ে পরে।
তিনজন ছেলেই খুব মিশুক।তবে ওদের ভেতোর রতন একটু শিক্ষিত।রতন একদিন গণিতের বডমাস রুল নিয়ে আমাদের সাথে বেশ অনেক কথাও বলেছিল।ওদের কয়েকটি কাজ দেখাই।
কাজ করতে করতে তিনজন এতো দক্ষ হয়ে গেছে যা বলার বাহিরে।একদিকে আমাদের সাথে গল্প করে অন্যদিকে মেশিনে কাজ করে।আর কাজগুলো এতো নিপুনভাবে করে যে খুত ধরা মুশকিল।
CC. @farhantanvir
Shot on: oppo f19 pro
Location
Date.06/08/21